Pins and needles: হাতে, পায়ে ঝিঁঝি ধরে কেন? প্রতিকারই বা কী? এই লক্ষণ কি উদ্বেজনক?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Pins and needles: বাংলায় ঝিঁঝি ধরাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ‘পিনস অ্যান্ড নিডলস’৷ অর্থাৎ ত্বকে অনেকগুলি পিন ও সূঁচ ফোটালে যেমন অনুভূতি হয়, সেটাই এই ঝিঁঝি ধরার সমস্যা৷
একটানা একই ভঙ্গিমায় বসে থাকলে আমাদের হাত বা পায়ের কোনও অংশ অসাড় হয়ে যায়৷ চলতি বাংলায় আমরা তাকে বলি ঝিঁঝি ধরা৷ এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়নি এমন মানুষ বোধহয় পাওয়া যাবে না৷ বাংলায় ঝিঁঝি ধরাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ‘পিনস অ্যান্ড নিডলস’৷ অর্থাৎ ত্বকে অনেকগুলি পিন ও সূঁচ ফোটালে যেমন অনুভূতি হয়, সেটাই এই ঝিঁঝি ধরার সমস্যা৷ আমাদের শরীরের অগণিত স্নায়ুর কোনও নির্দিষ্ট অংশে চাপ পড়লে সেখান থেকে মস্তিষ্কে তথ্য ঠিকভাবে পৌঁছতে পারে না৷ বিঘ্নিত হয় ওই অংশের রক্ত চলাচল৷তখনই অসাড়তা এসে ঝিঁঝি ধরার সমস্যা দেখা দেয়৷
কী কী কারণে হয়-
সাধারণত বসা বা শোওয়ার ভঙ্গি এর জন্য দায়ী৷ হাত বা পায়ের নির্দিষ্ট কোনও অংশে চাপ পড়লে সেটি অবশ হয়ে যায়৷
advertisement
আরও পড়ুন : গরমে ঘুম হচ্ছে না? মাথায় উকুনের জ্বালা? আপনার মুশকিল আসান এই উদ্বায়ী
জটিল ক্ষেত্রে-
উচ্চরক্তচাপ বা মধুমেহ রোগীদের ক্ষেত্রেও শরীরের কোনও অঙ্গ দীর্ঘ ক্ষণ অসাড় হয়ে থাকতে পারে৷
advertisement
মেরুদণ্ডে আঘাত লাগলে, হাতে পায়ে রক্ত সঞ্চালন কমে গেলে, শরীরের কোনও অংশে রক্তপ্রবাহ কমে মাংস পেশি অবশ হয়ে গেলেও এই সমস্যা দেখা দেয়৷
আরও পড়ুন : ব্রেস্টেও হয় অ্যাকনে, অস্বস্তিকর এই সমস্যার কারণ কী?
স্নায়ুতে আঘাত লাগলে, নিউরাইটিস হলে, নার্ভের অসুখ বা নিউরোপ্যাথি হলে, স্নায়ুতে কোনও ক্ষত থাকলেও দেখা দিতে পারে এই সমস্যা৷
advertisement
নির্দিষ্ট কোনও ওষুধের ব্যবহার, স্নায়ুতে অ্যালকোহলের প্রভাব, হৃদরোগ, থাইরয়েড গ্রন্থি নিষ্ক্রিয় হলেও এই সমস্যা অনুভূত হয়৷
আরও পড়ুন : ব্রেস্টেও হয় অ্যাকনে, অস্বস্তিকর এই সমস্যার কারণ কী?
ঝিঁঝি ধরার প্রথম অংশে কিছু ক্ষণের জন্য ত্বকে একটা অস্বস্তি হয়৷ এই পর্বকে বলা হয় কম্প্রেশন টিঙ্গলিং৷ দ্বিতীয় ধাপে ওই অংশ অসাড় হয়ে যায়৷ তৃতীয় ধাপকেই বলা হয় ‘পিনস অ্যান্ড নিডলস’৷ এ সময় মনে হয় যেন অসংখ্য সূঁচ বিদ্ধ করছে ওই অংশে৷
advertisement
শুধুমাত্র একটানা একইরকম ভঙ্গির জন্য ঝিঁঝি ধরলে তা হাত বা পায়ের ভঙ্গি পাল্টে নিলে দ্রুত ঠিক হয়ে যায়৷ অনেক সময় পায়ের পাতায় ঝিঁঝি ধরলে আর একটি পা দিয়ে চাপলেও এই অসাড় অনুভূতি ঠিক হয়ে যায়৷ হাত বা পায়ের ভঙ্গি পাল্টে এই সমস্যা দ্রুত সেরে গেলে তা উদ্বেগজনক নয়৷ কিন্তু এই সমস্যা বার বার হলে, একই অঙ্গ বার বার আক্রান্ত হলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজনীয়৷ কারণ তখন এই অনুভূতি আর নিছক পিনস বা সূঁচ বিদ্ধ হওয়ার যন্ত্রণা নয়৷ এই সমস্যাকে তখন বলে দীর্ঘকালীন প্যারেস্থেসিয়া৷ অনেক সময় রোগের উপসর্গ, আবার অনেক সময় অসুখে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও ঝিঁঝি ধরা ফিরে আসে৷ জটিলতা এড়াতে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2022 12:59 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pins and needles: হাতে, পায়ে ঝিঁঝি ধরে কেন? প্রতিকারই বা কী? এই লক্ষণ কি উদ্বেজনক?