Pet Care: রক্তদান পোষ্য সারমেয়দের! জটিল রোগে আক্রান্ত ডোবারম্যান লিওকে রক্ত দিল গোল্ডেন রিট্রিভার কোকো
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Blood Donation: ব্লাড ট্রান্সফিউশনের পর এখন একটু ভাল আছে লিও। এর পর তার ডায়ালিসিস এবং কেমোথেরাপি করা হবে।
কলকাতা : এ বার রক্তদানের জন্য হাজির চতুষ্পদ। রক্ত দিল এক পোষ্য সারমেয়। আর এক পোষ্য ডোবারম্যানের জন্য। এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা। শোণিতধারায় বাঁধা পড়ল দুই সারমেয়। এই কীর্তি লিখল ‘মানবিকতা’-র নতুন সংজ্ঞা।
অসুস্থতার জন্য রক্ত নিতে হল লিও-কে। ১০ মাস বয়সি ডোবারম্যান প্রজাতির এই পোষ্যকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন সত্যজিৎ বিদ্যার্থী। তাঁর পোষ্য লিও ভুগছে রক্তের জটিল রোগে। হিমোগ্লোবিন নেমে গিয়েছিল ৩-এ। তাকে বাঁচাতে দরকার পড়েছিল জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার। লিওর জন্য এগিয়ে আসেন ঋষিকান্ত মুখোপাধ্যায়৷ তাঁর পোষ্য সারমেয় কোকোকে মনিয়ে৷ কার্যত অসাধ্যসাধন করল কোকো। ১০ বছরের এই স্ত্রী প্রজাতির গোল্ডেন রিট্রিভার রক্ত দেয় লিও-র জন্য। ব্লাড ট্রান্সফিউশনের পর এখন একটু ভাল আছে লিও। এর পর তার ডায়ালিসিস এবং কেমোথেরাপি করা হবে।
advertisement

advertisement
আরও পড়ুন : পড়ে আছে হেলমেট! রহস্যময় দুই বাইক আরোহী কে? আলিপুর আদালতের মুহুরিকে খুন? নাকি দুর্ঘটনা? ধোঁয়াশা তীব্র
জটিল রোগে আক্রান্ত লিওর চিকিৎসা চলছে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে৷ ডাক্তার প্রতীপ চক্রবর্তীর নেতৃত্বে রয়েছেন বাকি চিকিৎসক ও কর্মী৷ পোষ্যদের চিকিৎসায় আধুনিক যন্ত্র বসিয়েছেন পশু বিশেষজ্ঞ প্রতীপ৷ তাঁর কাছে সন্তানসম লিও-র জন্য সুচিকিৎসা পেয়ে অভিভূত সত্যজিৎ৷ তাঁর ইচ্ছে, এ বার বাকি দিনগুলি কাটুক অসমঞ্জবাবুর মতোই হেসেখেলে নিশ্চিন্তে৷ তাঁর আদরের ব্রাউনি, থুড়ি লিওর সঙ্গে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2025 2:50 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pet Care: রক্তদান পোষ্য সারমেয়দের! জটিল রোগে আক্রান্ত ডোবারম্যান লিওকে রক্ত দিল গোল্ডেন রিট্রিভার কোকো