Perfect Gemstones Based On Zodiac Signs: রাশি অনুযায়ী সপ্তাহের এই দিনে এই ধাতু ও রত্নের তৈরি দুল পরুন মহিলারা! তুঙ্গে উঠবে বৃহস্পতি! জীবনে উপচে পড়বে ধনসম্পদ

Last Updated:

Perfect Gemstones Based On Zodiac Signs: সাজের পাশাপাশি দুলের জ্যোতিষ প্রয়োগও আছে। যে ধাতু বা রত্ন দিয়ে দুল তৈরি, তার পজিটিভ বা নেগেটিভ প্রভাব পড়ে জীবনে

মহিলাদের সাজসজ্জাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কানের দুলের। পোশাকের সঙ্গে মানানসই করে পরলে গ্ল্যাম কোশেন্ট বাড়িয়ে দেয় কানের দুলজোড়া। সাজের পাশাপাশি দুলের জ্যোতিষ প্রয়োগও আছে। যে ধাতু বা রত্ন দিয়ে দুল তৈরি, তার পজিটিভ বা নেগেটিভ প্রভাব পড়ে জীবনে। তাই জন্মরাশির সঙ্গে মিলিয়ে পরতে হবে দুল। বলছেন শ্রী কল্লাজী বেদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডক্টর মৃত্যুঞ্জয় তিওয়ারি।
মেষ রাশি
এই রাশির জাতিকারা সোনা বা তামার উপর পাথর বসানো দুল পরুন। এই বিশেষ দুল পরুন মঙ্গলবার। কারণ এই রাশির অধিপতি মঙ্গল।
advertisement
বৃষ রাশি
এই রাশি মহিলারা রুপোর দুল পরুন। হিরে বসানো রুপোর দুলও শুভ। শুক্রবার এই দুল পরলে সবথেকে সেরা ফল লাভ করা যাবে। এই রাশির অধিপতি শুক্র। শুভ ধাতু রুপো এবং পবিত্র রত্ন হল হিরে।
advertisement
মিথুন ও কন্যা রাশি
এই রাশির অধিপতি বুধ। পবিত্র ধাতু ব্রোঞ্জ। সক্রিয় রত্নরাশি হল পান্না। সপ্তাহের বুধবার এই দুল তাঁদের পরতে হবে। পান্না বসানো ব্রোঞ্জের দুল তাঁদের জন্য শুভ। কন্যারাশির জন্যও এই একই নিয়ম প্রযোজ্য।
কর্কট রাশি
পবিত্র ধাতু হল রুপো। শুভ রত্ন মুক্তো। সোমবার যদি মুক্তো বসানো রুপোর গয়না পরা যায়, তাহলে শুভ এই রাশির জাতিকাদের জন্য। সোনা, পিতলের গয়নাও তাঁদের জন্য শুভ। রাশির অধিপতি হল চাঁদ।
advertisement
সিংহ রাশি
এই রাশির অধিপতি সূর্য। সপ্তাহের রবিবার পিতল ও সোনার দুল তাঁদের পরতে হবে শুভ ফল পেতে। যদি চুনী বসানো থাকে দুলে, তাহলে আরও শুভ লাভ হবে।
তুলা রাশি
এই রাশির অধিপতি শুক্র। প্রতি শুক্রবার পরুন রুপো এবং হিরের দুল। এতেই শুভ ফল লাভ করা যাবে বলে মনে করা হয়। রুপোর পাশাপাশি পরা যাবে সোনার দুলও।
advertisement
রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতিকাদের জন্য সোনা ও তামা শুভ। প্রতি সপ্তাহের মঙ্গলবার এই ধাতুর দুল পরুন।
ধনু ও মীনরাশি
এই দুই রাশির শুভ ধাতু হল সোনা এবং পিতল। কারণ এই দুই রাশির অধিপতি বৃহস্পতি। এই দুই রাশির জন্যেও শুভ হল সোনা ও পিতল। প্রতি বৃহস্পতিবার পরুন এই ধাতুর দুল।
advertisement
মকর ও কুম্ভ রাশি
স্যাফায়ার বা নীলকান্ত মণি, হিরে ও পান্না এই দুই রাশির জাতিকাদের জন্য শুভ। এই রাশির অধিপতি শনি। সপ্তাহের প্রতি শনিবার এই রত্ন বসানো যে কোনও ধাতুর দুল পরুন এই দুই রাশির জাতিকারা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Perfect Gemstones Based On Zodiac Signs: রাশি অনুযায়ী সপ্তাহের এই দিনে এই ধাতু ও রত্নের তৈরি দুল পরুন মহিলারা! তুঙ্গে উঠবে বৃহস্পতি! জীবনে উপচে পড়বে ধনসম্পদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement