শিশুদের আইকিউ বাড়াতে চান ? এই বিশেষ কৌশল মানলেই তীক্ষ্ণ হবে শিশুদের বুদ্ধি ও একাগ্রতা

Last Updated:

Some ways to boost kid's IQ : কিছু বিশেষ কৌশল প্রয়াস করলে  শিশুদের আইকিউ বাড়বে ৷

# কলকাতা : কিছু বাচ্চার আইকিউ লেভেল জন্ম থেকেই বেশি হয় ৷ আবার কিছু বাচ্চার কম ৷  যদিও এটা জেনে অবাকই হবেন যে কোনও মানুষেরই আইকিউ জন্ম থেকেই স্থায়ী থাকে না ৷ চাইলেই শিশুদের আইকিউ তীক্ষ্ণ করা যেতে পারে ৷  বাচ্চাদের আইকিউ লেভেল বাড়ানোর জন্য কিছু বিশেষ কৌশল মানা যেতেই পারে ৷
কিছু বিশেষ কৌশল মানলে শিশুদের  মানসিক ব্যায়াম হয় ৷ যার ফলে শিশুদের আইকিউ লেভেল তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷  অভিভাবকরা এবং শিক্ষকরা চাইলে, কিছু বিশেষ কৌশল প্রয়াস করলে  শিশুদের আইকিউ বাড়বে ৷ চলুন,  জেনে নেওয়া যাক  শিশুদের আইকিউ লেভেল বাড়ানোর কিছু সহজ কৌশল
advertisement
advertisement
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট - বাচ্চাদের হারমোনিয়াম , গিটার , পিয়ানো বা যেকোনও বাদ্যযন্ত্র শেখাতে হবে ৷ বাদ্যযন্ত্র শিখলে  শিশুদের মস্তিষ্কে ব্যায়াম হয় ৷ যার ফলে আইকিউ তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷
খেলাধুলা- খেলাধুলার মাধ্যমে শিশুরা শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিকভাবেও শক্তিশালী হয়। তাই বাচ্চাদের খেলাধুলার মধ্যে রাখতে হবে ৷  বিভিন্ন মস্তিষ্ক শক্তিশালী করার খেলনা শিশুদের দেওয়া যেতে পারে ৷ তাতে আইকিউ তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷
advertisement
গণিত শেখান - শিশুদের ছোট ছোট গণিত সমাধান করতে দিতে হবে ৷ যোগ, বিয়োগ , গুন , ভাগ সমাধান করলে মস্তিষ্কে ব্যায়াম হয় এবং বুদ্ধি বাড়ে ৷
যোগ ব্যায়াম শিক্ষা - শিশুদের আইকিউ লেভেল বাড়ানোর জন্য তাদের মনোযোগ ও একাগ্রতা বাড়াতে হবে। এমন পরিস্থিতিতে শিশুদের একাগ্রতা বাড়াতে , তাদের যোগ ব্যায়াম করানো প্রয়োজন ৷
advertisement
মাইন্ড গেম -  বাচ্চাদের মাইন্ড গেম দিন ৷ মাইন্ড গেম খেলে শিশুদের মানসিক বিকাশ ঘটে ৷  এমন পরিস্থিতিতে, আপনি বাচ্চাদের ধাঁধা, দাবা এবং সুডোকোর মতো মাইন্ড গেম খেলতে শেখাতে পারেন। এতে বাচ্চাদের আইকিউ লেভেল স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধরণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শিশুদের আইকিউ বাড়াতে চান ? এই বিশেষ কৌশল মানলেই তীক্ষ্ণ হবে শিশুদের বুদ্ধি ও একাগ্রতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement