Pakora Recipe: বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন পালং পাকোড়া! রইল সহজ রেসিপি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Pakora Recipe: পালং শাক দিয়ে তৈরি করা যায় মুচমুচে পালং এর পকোড়া। এই পালং পকোড়া আপনি দুইভাবে তৈরি করতে পারেন ।
উত্তর দিনাজপুর: সন্ধ্যার চা কিংবা কফির সঙ্গে পাকোড়া খেতে কে না পছন্দ করে।শীতের সন্ধ্যা কিংবা বর্ষায় পালং শাকের রেসিপিটি টমেটো সসের সঙ্গে উপভোগ করার মজাই আলাদা।
এই পালং শাকে থাকা ভিটামিন এ, যা রক্তের শ্বেত কণিকা ও দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে। পালং শাকে থাকা ম্যাগনেসিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। মূলত পালং শাক কিংবা পালক পনির আমরা খেয়ে থাকি। তবে পালং শাক দিয়ে তৈরি করা যায় মুচমুচে পালং এর পাকোড়া। এর জন্য প্রয়োজন
advertisement
advertisement
বেসন : পাকোড়ার ব্যাটার তৈরির জন্য সবচেয়ে ভাল মানের বেসন ব্যবহার করুন।
চালের আটা – বেসনের সঙ্গে অল্প পরিমাণ চালের আটা যোগ করলে পাকোড়া আরও খাস্তা হয়ে যাবে।
advertisement
মশলা- মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং হিং এছাড়াও আপনি জিরা গুঁড়া, আমচুর (শুকনো আমের গুঁড়া) এবং চাট মসলা যোগ করতে পারেন। এছাড়া- স্বাদের জন্য আপনি আদা রসুনের পেস্ট, কারি পাতা, কাঁচা মরিচের পেস্ট, পেঁয়াজ ব্যবহার করতে পারেন।
এই পালং পকোড়া আপনি দুইভাবে তৈরি করতে পারেন । একটি পালং শাককে লম্বা করে কেটে আপরটি পালং শাককে ছোট ছোট করে কেটে পাকোড়া তৈরি করতে পারেন।
advertisement
এর জন্য একটি পাত্রে পালং শাক, পেঁয়াজ, মরিচ, মশলা, বেসন, চালের গুড়ার মতো সব উপকরণ নিয়ে একটি ঘন ময়দার মতো ভাল করে মিশিয়ে নিতে হবে। এরপর পকোড়ার সাইজের করে গরম তেলে বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। ভালভাবে ভাজা হয়ে গেলে চাটনির সঙ্গেগরম গরম পরিবেশন করুন। এভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন পালং পাকোড়া।
advertisement
Piya Gupta
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2024 5:54 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pakora Recipe: বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন পালং পাকোড়া! রইল সহজ রেসিপি