Weekend Destination: নামমাত্র খরচ! জঙ্গলে ঘেরা নিরিবিলিতে সময় কাটান সঙ্গীকে নিয়ে, কলকাতার একদম কাছেই রয়েছে, ঢুঁ মারুন শীতের ছুটিতে

Last Updated:

Weekend Destination: শীতের মরশুমে ঘুরতে যেতে মন চায়।কিন্তু সময়ের অভাবে দূরে যাওয়া সম্ভব হয় না। কলকাতা থেকে কয়েক কিমি দূরে ধর্মতলা থেকে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টায় পিকনিক করে আসুন সুন্দরবনে।

+
সুন্দরবন 

সুন্দরবন 

দক্ষিণ ২৪ পরগনা: শীতের মরশুমে ঘুরতে যেতে মন চায়। কিন্তু সময়ের অভাবে দূরে যাওয়া সম্ভব হয় না। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টায় পিকনিক করে আসুন সুন্দরবনে। রোমাঞ্চকর বন্যপ্রাণীর দর্শন থেকে শুরু করে সুন্দরবনে অতুলনীয় লঞ্চে থাকার অসাধারণ অভিজ্ঞতা , প্রতিটি মুহূর্ত বিভিন্ন ধরনের পশুপাখি দেখা যা যা দেখে মন ভরানো জাদুতে আচ্ছন্ন করে রাখবে আপনাকে।
তাই আর দেরি না করে আপনার ব্যাগ গুছিয়ে নিন, শহুরে কোলাহলকে পিছনে ফেলে দিন, এবং সুন্দরবনের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করুন – যেখানে প্রকৃতি সর্বোচ্চ রাজত্ব করে, এবং জোয়ারের প্রতিটি বাঁক জীবনের গল্পে একটি নতুন অধ্যায় প্রকাশ করে। দু থেকে তিন দিনের যাত্রাপথ কোথায় যাবেন কোথায় থাকবেন তা জেনে নিন।প্রথম দিনে যাত্রা পথে থাকছে সোনাখালি থেকে লঞ্চ ছেড়ে গোসাবা, হ্যামিল্টন বাংলো ,রবীন্দ্রনাথ টেগোর বাংলো, পাখির জঙ্গল এবং পাখিরালয় রাত্রিবাস।
advertisement
advertisement
দ্বিতীয় দিনে থাকছে সকালে সজনেখালি ওয়াচ টাওয়ার, সেখান থেকে পারমিশন করে সজনেখালি ঘুরে ওয়াচ টাওয়ার দেখে আবার বোটে ওঠা, এরপর সুধন্যখালি ওয়াচ টাওয়ার পীরখালি, গাজিখালি ,চোরাগাজীখালি, দোবাঁকি ওয়াচ টাওয়ার ঘুরে আবার পাখিরালায় রাত্রি বাস।
advertisement
তৃতীয় দিনে থাকছে সকালে লঞ্চ ছেড়ে সাগর মোহনা, পঞ্চমুখানী, ঝড়খালি টাইগার রেসকিউ সেন্টার এখানে ৩০টাকা টিকিট মাত্র ঘুরে সাইটসিন করে আবারও ফিরে আসা। তিন দিনের ভ্রমণের সমাপ্তি । সুন্দরবনের জঙ্গল যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাই শীতের ছুটিতে আপনার গন্তব্য হোক সুন্দরবন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Destination: নামমাত্র খরচ! জঙ্গলে ঘেরা নিরিবিলিতে সময় কাটান সঙ্গীকে নিয়ে, কলকাতার একদম কাছেই রয়েছে, ঢুঁ মারুন শীতের ছুটিতে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement