Onion Kitchen Hacks: কেন ফ্রিজে রাখলেই পচে যায় পেঁয়াজ? কোথায় রাখলে তাজা থাকবে? জানুন সহজেই টাটকা রাখার গোপন টিপস

Last Updated:

Onion:আসলে পেঁয়াজের খোসা একটু শক্ত প্রকৃতির হয়। কিন্তু ফ্রিজে রাখা হলে তা নরম হয়ে যায় এবং তার মধ্যে জল জমে যায়। এমনকী পেঁয়াজের খোসার মধ্যে ছত্রাক ধরে যায়।

পেঁয়াজ সব সময় অন্ধকার, শুকনো জায়গায় রাখা উচিত
পেঁয়াজ সব সময় অন্ধকার, শুকনো জায়গায় রাখা উচিত
খাবার কিংবা ফল আর শাকসবজি ফ্রিজে রাখলে তা টাটকা থাকে। দীর্ঘ সময় ধরে তা ঠিক থাকে। অথচ পেঁয়াজ ফ্রিজের মধ্যে রাখা হলে তা নষ্ট হয়ে যায়। কিন্তু কেন। আসলে পেঁয়াজের খোসা একটু শক্ত প্রকৃতির হয়। কিন্তু ফ্রিজে রাখা হলে তা নরম হয়ে যায় এবং তার মধ্যে জল জমে যায়। এমনকী পেঁয়াজের খোসার মধ্যে ছত্রাক ধরে যায়। পেঁয়াজ সংরক্ষণ করার আসল জায়গা রেফ্রিজারেটর নয়, বরং ভাঁড়ার। কিন্তু কেন। সেটাই আজ জেনে নেওয়া যাক।
কেন ফ্রিজে রাখলে পেঁয়াজের গঠন নরম হয়ে যায়?
পেঁয়াজ কিন্তু মৃত নয়। এর মধ্যে থাকা কোষ কিন্তু অবিরাম শ্বাস নেয়। জীবিত থাকার জন্য শর্করা এবং অক্সিজেন পুড়িয়ে চলে। কিন্তু ঠান্ডার মরশুমে পেঁয়াজ তাদের স্টার্চ ভান্ডারকে শর্করায় পরিণত করে বেঁচে থাকার কৌশল হিসেবে প্রতিক্রিয়া জাহির করে। এক স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে পেঁয়াজের টেক্সচার এবং স্বাদে মারাত্মক পরিবর্তন আসে। এর ফলে একসময় শক্ত থাকা বাল্বটি নরম, ভেজা-স্যাঁতস্যাঁতে এবং পচে ওঠে।
advertisement
পেঁয়াজ নষ্ট হওয়ার ক্ষেত্রে আর্দ্রতার ভূমিকা:
শুধুমাত্র ঠান্ডাই নয়, রেফ্রিজারেটর আর্দ্র পরিবেশ প্রদান করে। রেফ্রিজারেটরের অতিরিক্ত আর্দ্রতা ব্যাকটেরিয়ার জন্ম দেয়। যার জেরে পেঁয়াজে পচন ধরে। আসলে ভিজে-স্যাঁতস্যাঁতে জায়গায় পেঁয়াজ সংরক্ষণ করা উচিত নয়। তাই বেসিনের নীচে অথবা বেসমেন্টে এটি কখনও মজুত রাখা উচিত নয়।
advertisement
বিশেষজ্ঞদের পরামর্শ, পেঁয়াজ সব সময় অন্ধকার, শুকনো জায়গায় রাখা উচিত। অতিরিক্ত ময়শ্চার থেকে দূরে রাখাই আবশ্যক। ভাল বায়ু চলাচল রয়েছে, এমন জায়গায় পেঁয়াজ রাখতে হবে। ময়শ্চার না থাকলে পেঁয়াজকে পচনের হাত থেকে রক্ষা করা সম্ভব।
advertisement
কাটা পেঁয়াজ সংরক্ষণ সম্পর্কে যা জানা আবশ্যক:
রেফ্রিজারেটরের মধ্যে পেঁয়াজ সংরক্ষণ করা উচিত নয়। তবে যদি পেঁয়াজ কেটে সংরক্ষণ করা হয়, তাহলে সেটা আলাদা ব্যাপার! কারণ কাটাকুটি কিংবা রান্নার কারণে পেঁয়াজের খোসা ফেলে দেওয়া হয়। কারণ খোসায় ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে। তাই ফ্রিজে সংরক্ষণ করতে হলে পেঁয়াজকে অর্ধেক করে আঁটোসাঁটো করে একটি ক্লিং ফিল্মে মুড়িয়ে এয়ারটাইট পাত্রে রাখা উচিত। আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ সিল করা জিপার ব্যাগে স্টোর করতে হবে। কেটে রাখা পেঁয়াজ ২ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা সম্ভব।
advertisement
আরও পড়ুন : আসছে বুদ্ধ পূর্ণিমা! বাড়ির এখানে জ্বালুন প্রদীপ! এই গাছে দিন জল! টের পাবেন না টাকার অভাব! লাল বা হলুদ কাপড়ে আসবে অর্থবর্ষা
কিন্তু অন্যান্য শাকসবজি ও ফল থেকে পেঁয়াজ আলাদা রাখার আরও একটি কারণ রয়েছে। আসলে পেঁয়াজ থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়। ইথিলিন আসলে একটি প্রাকৃতিক গ্যাস। যা জুকিনি এবং পিচের মতো ইথিলিন-সেনসিটিভ ফলকে পাকিয়ে দেয়। রেফ্রিজারেটরের ড্রয়ারে এই গ্যাস ফল এবং শাকসবজিকে পচিয়ে দেয়। তাই রুম টেম্পারেচার সেটিংয়ে পেঁয়াজ রাখা আবশ্যক।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Onion Kitchen Hacks: কেন ফ্রিজে রাখলেই পচে যায় পেঁয়াজ? কোথায় রাখলে তাজা থাকবে? জানুন সহজেই টাটকা রাখার গোপন টিপস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement