Buddha Purnima Astro Tips 2025: আসছে বুদ্ধ পূর্ণিমা! বাড়ির এখানে জ্বালুন প্রদীপ! এই গাছে দিন জল! টের পাবেন না টাকার অভাব! লাল বা হলুদ কাপড়ে আসবে অর্থবর্ষা

Last Updated:
Buddha Purnima 2025 Astro Tips: বুদ্ধ পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ গৌতমের আবির্ভাব ছাড়াও আরও দু’টি গুরুতূপূর্ণ ঘটনা ঘটেছিল। এই তিথিতেই তিনি সিদ্ধিলাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভের তিথিও এটাই। ফলে গুরুত্ব এবং মাহাত্ম্য গভীর
1/10
আগামী ১২ মে পালিত হবে এ বছরের বুদ্ধপূর্ণিমা৷ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই দিনটিকে৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু টোটকা পালন করলে অর্জন করা যায় বহু পুণ্য৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
আগামী ১২ মে পালিত হবে এ বছরের বুদ্ধপূর্ণিমা৷ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই দিনটিকে৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু টোটকা পালন করলে অর্জন করা যায় বহু পুণ্য৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
2/10
বুদ্ধ পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ গৌতমের আবির্ভাব ছাড়াও আরও দু’টি গুরুতূপূর্ণ ঘটনা ঘটেছিল। এই তিথিতেই তিনি সিদ্ধিলাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভের তিথিও এটাই। ফলে গুরুত্ব এবং মাহাত্ম্য গভীর।
বুদ্ধ পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ গৌতমের আবির্ভাব ছাড়াও আরও দু’টি গুরুতূপূর্ণ ঘটনা ঘটেছিল। এই তিথিতেই তিনি সিদ্ধিলাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভের তিথিও এটাই। ফলে গুরুত্ব এবং মাহাত্ম্য গভীর।
advertisement
3/10
অন্যান্য পূর্ণিমা তিথির মতো বুদ্ধ পূর্ণিমাতেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোনও পুণ্যনদীতে স্নান করুন। সেটা সম্ভব না হলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন কালো তিল। মনে করা হয় এতে পুণ্যলাভ করা যায়।
অন্যান্য পূর্ণিমা তিথির মতো বুদ্ধ পূর্ণিমাতেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোনও পুণ্যনদীতে স্নান করুন। সেটা সম্ভব না হলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন কালো তিল। মনে করা হয় এতে পুণ্যলাভ করা যায়।
advertisement
4/10
এই তিথিতে দেবী গন্ধেশ্বরী এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করা হয়। রাধাগোবিন্দও পূজিত হন এই তিথিতে। অনেক বাড়িতে এই তিথিতে হয় সত্যনারায়ণ পুজো।
এই তিথিতে দেবী গন্ধেশ্বরী এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করা হয়। রাধাগোবিন্দও পূজিত হন এই তিথিতে। অনেক বাড়িতে এই তিথিতে হয় সত্যনারায়ণ পুজো।
advertisement
5/10
 একটি পাত্রে কাঁচা হলুদ নিয়ে তাতে গঙ্গাজল বা সর্ষের তেল মেশান। তার পর সেই মিশ্রণ দিয়ে বাড়ির মূল প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন আঁকুন। তার পর তাতে কুমকুম বিন্দু দিন। বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করবে না।
একটি পাত্রে কাঁচা হলুদ নিয়ে তাতে গঙ্গাজল বা সর্ষের তেল মেশান। তার পর সেই মিশ্রণ দিয়ে বাড়ির মূল প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন আঁকুন। তার পর তাতে কুমকুম বিন্দু দিন। বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করবে না।
advertisement
6/10
এই দিন বাড়ির সদর দরজায় লাগান তেল, হলুদ ও সিঁদুরের ফোঁটা-সহ আমপাতার তোরণ। নেগেটিভ শক্তি দূরে থাকবে আপনার ঘর সংসার থেকে।
এই দিন বাড়ির সদর দরজায় লাগান তেল, হলুদ ও সিঁদুরের ফোঁটা-সহ আমপাতার তোরণ। নেগেটিভ শক্তি দূরে থাকবে আপনার ঘর সংসার থেকে।
advertisement
7/10
বাড়ির ঠাকুরঘরে এদিন সন্ধ্যায় প্রজ্বলন করুন ঘি বা সর্ষের তেলের প্রদীপ। দেখবেন যেন যত ক্ষণ পূর্ণিমা থাকে, তত ক্ষণ যেন প্রদীপ জ্বলে।
বাড়ির ঠাকুরঘরে এদিন সন্ধ্যায় প্রজ্বলন করুন ঘি বা সর্ষের তেলের প্রদীপ। দেখবেন যেন যত ক্ষণ পূর্ণিমা থাকে, তত ক্ষণ যেন প্রদীপ জ্বলে।
advertisement
8/10
সকালে স্নানের পর অশ্বত্থ গাছের নীচে জল দান করুন। ফল ও মিষ্টি নিবেদন করুন। এতে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন।
সকালে স্নানের পর অশ্বত্থ গাছের নীচে জল দান করুন। ফল ও মিষ্টি নিবেদন করুন। এতে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন।
advertisement
9/10
চন্দ্রদেবকে পায়েস নিবেদন করুন পূর্ণিমার সন্ধ্যায়। দাম্পত্যে শান্তি বজায় রাখতে হরপার্বতীর পুজো করুন এবং পুজোয় সাদা প্রসাদ নিবেদন করুন।
চন্দ্রদেবকে পায়েস নিবেদন করুন পূর্ণিমার সন্ধ্যায়। দাম্পত্যে শান্তি বজায় রাখতে হরপার্বতীর পুজো করুন এবং পুজোয় সাদা প্রসাদ নিবেদন করুন।
advertisement
10/10
মা লক্ষ্মীর পুজোয় লাল বা হলুদ কাপড়ে জড়িয়ে বিজোড় সংখ্যক কড়ি বা ১ টাকার কয়েন নিবেদন করুন দেবীর পায়ে। নিবেদিত মুদ্রায় কুমকুম বা সিঁদুররে বিন্দু লাগাতে ভুলবেন না। পুজোর পর ওই কড়ি বা মুদ্রা রাখুন আপনার যেখানে টাকাপয়সা থাকে, সেখানে। জীবনে অর্থাভাব টের পাবেন না।
মা লক্ষ্মীর পুজোয় লাল বা হলুদ কাপড়ে জড়িয়ে বিজোড় সংখ্যক কড়ি বা ১ টাকার কয়েন নিবেদন করুন দেবীর পায়ে। নিবেদিত মুদ্রায় কুমকুম বা সিঁদুররে বিন্দু লাগাতে ভুলবেন না। পুজোর পর ওই কড়ি বা মুদ্রা রাখুন আপনার যেখানে টাকাপয়সা থাকে, সেখানে। জীবনে অর্থাভাব টের পাবেন না।
advertisement
advertisement
advertisement