One Pot Meal: যে পাত্রে রান্না, সে পাত্রেই খাওয়া! শীতের রাতে ঝটপট বানিয়ে ফেলুন ডিমের এই 'ওয়ান পট মিল'
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
One Pot Meal: ডিম ও চাল দিয়ে এই ওয়ান পট মিলই হতে পারে শীতের রাতে আপনার লোভনীয় ডিনার। অতিথিরাও একবার খেলে আঙুল চেটে খাবেন।
কলকাতা: খিচুড়ির সঙ্গে ডিমভাজা খেতে আমাদের সকলেরই বেশ লাগে। আবার গরম ভাতে একটু ডাল, আলুভাতের সঙ্গে একটা ডিম ভাজা হলে তোফা তোফা। শীতের রাতে এত কিছু রান্না করতে ইচ্ছে করে না অনেক সময়। অনেক সময় আবার অতিথি সমাগমও হয় বাড়িতে। তখন ঝটপট কী তৈরি করবেন? রইল এত হাতেগরম রেসিপি।
ডিম ও চাল দিয়ে এই ওয়ান পট মিলই হতে পারে শীতের রাতে আপনার লোভনীয় ডিনার। অতিথিরাও একবার খেলে আঙুল চেটে খাবেন। ডিমের মধ্যে থাকে প্রচুর পুষ্টি। সারাদিনের প্রয়োজনীয় প্রোটিনের অনেকটাই আসে ডিম থেকে। বিরিয়ানিও যেন ডিম আলু ছাড়া অসম্পূর্ণ। শুধু ডিম দিয়েও আবার বিরিয়ানি বানানো যায়।
আরও পড়ুন: ২২ জানুয়ারি জাতীয় ছুটি? রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার সম্ভাবনা
শুকনো কড়াইতে এককাপ মুগডাল প্রথমে নাড়াচাড়া করে ওর মধ্যে হাফ কাপ মুসুরের ডাল দিয়ে ভেজে নিতে হবে। দুটো ডাল ভাল করে ভাজা হলে এর মধ্যে জল দিয়ে নেড়েচেড়ে ডাল প্রথমে ধুতে হবে। গরম জলে ধোওয়া হলে ঠান্ডা জলে ডাল ভাল করে ধুয়ে তিন মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। ১/৪ কাপ গোবিন্দভোগ চাল নিয়ে ভাল করে ধুয়ে তাও ভিজিয়ে রাখতে হবে।
advertisement
advertisement
প্যানে সরষের তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা, কুচনো রসুন-আদা-পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে বড় টুকরো করে কাটা আলু দিয়ে ভেজে নিতে হবে। এবার এতে ভেজে ধুয়ে রাখা ডাল দিয়ে ভেজে নিতে হবে। এবার চাল, টমেটো, ভাজা মশলার গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, চেরা কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। দু কাপ গরম জল দিয়ে সেদ্ধ করে রাখা ডিম, এক চামচ চিনি দিয়ে দু-তিনটে সিটি দিন। এক চামচ ঘি ছড়িয়ে পরিবেশন করুন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 8:49 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
One Pot Meal: যে পাত্রে রান্না, সে পাত্রেই খাওয়া! শীতের রাতে ঝটপট বানিয়ে ফেলুন ডিমের এই 'ওয়ান পট মিল'