North Dinajpur News: ১০ বছরেও দাম বাড়েনি এই তেলেভাজার! এখনও মূল্য সেই ষোলআনা!

Last Updated:

Snacks: এই সময়ে দাঁড়িয়েও আজ দশ বছর ধরে এক টাকায় তেলেভাজা বিক্রি করে মানুষের মন জয় করে নিচ্ছেন খোকন মণ্ডল

+
এক

এক টাকায় তেলেভাজা 

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: একসময় এক টাকায় কত কিছুই না পাওয়া যেত। তবে বর্তমানে মূল্য বৃদ্ধির বাজারে এসবই এখন যেন অতীত। দিন দিন ভোজ্য তেল এবং অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় বেড়ে গিয়েছে চপের দাম। আগে দুই টাকা থেকে পাঁচ টাকাতেও বড় চপ পাওয়া যেত। তবে এখন সে সব চপের দাম বেড়ে হয়েছে ৫ টাকা থেকে ১০ টাকা। ফলে ইচ্ছে থাকলেও চপ খেতে এখন দু’বার ভাবতে হয় অনেককেই।
তবে এই সময়ে দাঁড়িয়েও আজ দশ বছর ধরে এক টাকায় তেলেভাজা বিক্রি করে মানুষের মন জয় করে নিচ্ছেন খোকন মণ্ডল। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকার প্রত্যন্ত গ্রামের এই চপের দোকানে আজও মেলে ১ টাকায় তেলেভাজা। মূল্যবৃদ্ধির বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও খোকনবাবু তাঁর দোকানের তেলেভাজার দাম বাড়াননি। সন্ধ্যা হলেই খোকনবাবু কড়াইয়ে ঝমঝম করে ভেজে ফেলেন একের পর এক তেলেভাজা।
advertisement
আরও পড়ুন : পুরনো ননস্টিক পাত্রে রান্না কিন্তু শরীরের জন্য মারাত্মক! কোন লক্ষণে বুঝবেন বাসন পাল্টানোর সময় এসেছে? জানুন
তিনি জানান লাভ তেমন না হলেও এই তেলেভাজা খুব বেশি বিক্রি হয়। সন্ধ্যা হতেই দূর দূর থেকে বহু মানুষ এই তেলেভাজা খেতে ভিড় জমান। দোকানে আসা মৌসুমী দেবনাথ জানান ‘‘এক টাকায় তেলেভাজা পাওয়া যায় এখানে। তাই রোজ আসি। একমাত্র এই দোকানে  এত কম দামে তেলেভাজা পাওয়া যায়।’’
advertisement
advertisement
বছরের পর বছর ধরে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মাত্র এক টাকায় চপ! স্বাভাবিক ভাবেই খুশি এলাকার বাসিন্দারা। শুধু এলাকার বাসিন্দারাই নন, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকেও মানুষ খোকনবাবুর দোকানে চপ কিনতে ভিড় জমান।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Dinajpur News: ১০ বছরেও দাম বাড়েনি এই তেলেভাজার! এখনও মূল্য সেই ষোলআনা!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement