Painting on Milk: দুধের উপরই ছবি আঁকলেন শিল্পী! অবিশ্বাস্য সেই শিল্প সৃষ্টি দেখতেই ভিড় অশোকনগর উৎসবে, ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Painting on Milk: অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! তরল পদার্থ জল বা দুধের উপর ছবি আঁকা সম্ভব বলে মনে করেন! অসম্ভব এই কাজই যে সম্ভব, তা আবারও চোখের সামনে দেখিয়ে দিলেন অশোকনগরের শিল্পী বাসুদেব পাল।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! তরল পদার্থ জল বা দুধের উপর ছবি আঁকা সম্ভব বলে মনে করেন! অসম্ভব এই কাজই যে সম্ভব, তা আবারও চোখের সামনে দেখিয়ে দিলেন অশোকনগরের শিল্পী বাসুদেব পাল। ৫০ বছরের কোঠায় পা দেওয়া এই শিল্পী সম্প্রতি এক প্লেট দুধের উপরই ফুটিয়ে তুলেছেন স্বামী বিবেকানন্দের ছবি। তরল দুধকেই করে তুলেছেন ক্যানভাস। আর তার উপরেই রঙের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন স্বামীজীর রূপ। প্রায় টানা ১২ ঘণ্টার পরিশ্রমে দুধকে ক্যানভাসে রূপান্তরিত করেন তিনি। দুধকে আগে হালকা ফুটিয়ে নিয়ে তার উপর ফেব্রিক রং ব্যবহার করেই তৈরি করেছেন এমন প্রতিচ্ছবি।
আরও পড়ুনঃ এই PF অ্যাকাউন্টধারীদের জন্য KYC বাধ্যতামূলক, অন্যথায় পুরো তহবিল নষ্ট হয়ে যাবে; জানুন বিশদে
শিল্পীর এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এলাকায় ভিড় জমছে ছবি দেখতে। তবে দুধের মতো উপাদানে আঁকা হওয়ায় এই শিল্পকর্ম খুব বেশি সময় স্থায়ী নয় বলেই জানিয়েছেন শিল্পী। ছোটবেলা থেকেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসের উপর ছবি আঁকার নেশা রয়েছে বাসুদেববাবুর। এর আগেও চাল, ডাল, বিভিন্ন বীজের উপর ছবি এঁকে নজর কেড়েছেন তিনি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তাঁর নামও উঠেছে। তবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এখনও অধরা। শিল্পীর আশা, এ ধরনের বিশেষ শিল্পকর্মই হয়তো একদিন তাঁর স্বপ্নপূরণ করবে।
advertisement
advertisement
অভাবের সংসারে বর্তমানে প্রিন্টিংয়ের কাজ করেই জীবিকা চালান বাসুদেব পাল। তবু শিল্পই তাঁর বেঁচে থাকার রসদ। শিল্পীর দাবি, সরকারের তরফে যদি এই ধরনের শিল্প সংরক্ষণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, তবে আগামী প্রজন্মও সাক্ষী থাকবে এই অনন্য শিল্পসৃষ্টির। তাঁর পরিবারের সদস্যরাও রীতিমতো গর্বিত এই প্রতিভাধরের শিল্পকীর্তিতে। এখন দেখার বিষয়, বিশ্ব রেকর্ডের পাতায় নাম তোলেন কি না অশোকনগরের এই অভিনব শিল্পী। তবে বর্তমানে অশোকনগর উৎসবে দেখা মিলছে শিল্পীর এই অনবদ্য সৃষ্টির।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 15, 2026 5:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Painting on Milk: দুধের উপরই ছবি আঁকলেন শিল্পী! অবিশ্বাস্য সেই শিল্প সৃষ্টি দেখতেই ভিড় অশোকনগর উৎসবে, ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও









