Monkey Pox in India : এ বার দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত এক নাইজেরীয়, এই সংক্রামক রোগের ঘটনা দেশে বেড়ে হল ৬

Last Updated:

Monkey Pox in India : তিনি দিল্লির এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷ ভারতে এখনও পর্যন্ত ৬ জন মাঙ্কিপক্স রোগীর খোঁজ পাওয়া গেল ৷

নয়াদিল্লি : দিল্লিতে বাসিন্দা ৩৫ বছরের এক নাইজেরীয়র শরীরে ধরা পড়ল মাঙ্কিপক্সের জীবাণুর অস্তিত্ব ৷ সাম্প্রতিক সময়ে তাঁর কোনও বিদেশযাত্রার ইতিহাস নেই বলে জানা গিয়েছে ৷ দিল্লিতে এই নিয়ে দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গেল৷ তিনি দিল্লির এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷ ভারতে এখনও পর্যন্ত ৬ জন মাঙ্কিপক্স রোগীর খোঁজ পাওয়া গেল ৷
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে গত ৫ দিন ধরে ৩৫ বছর বয়সি ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত ৷ তাঁর সারা দেহে ফোস্কার মতো ফুসকুড়িও বেরিয়েছে৷ তাঁর দেহ থেকে সংগৃহীন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় পুণার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে৷ সোমবার বিকেলে জানা যায় তিনি মাঙ্কিপক্স পজিটিভ৷ এ ছাড়াও আরও দুই আফ্রিকান বংশোদ্ভূতকে সরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে মাঙ্কি পক্স আক্রান্ত সন্দেহে ৷ সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহী ফেরত এক ২২ বছর বয়সি যুবকও কেরলে মাঙ্কি পক্স আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ৫০ বছর পর ফের পড়াশোনা শুরু করে ৬৮ বছরের বৃদ্ধা উত্তীর্ণ দ্বাদশ শ্রেণির পরীক্ষায়
দেশ জুড়ে মাঙ্কিপক্স পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের প্রধান ডক্টর ভিকে পলের নজরদারিতে ৫ সদস্যের এই টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মূলত মাঙ্কিপক্স রোগের প্রতিরোধ, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা এবং টিকাকরণ নিয়ে দেশকে দিশা দেখাবে এই কমিটি। ডাক্তার ভি কে পল ছাড়াও কমিটিতে রয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, বায়োটেকনোলজি দফতরের সচিব এবং অন্যান্য দফতরের সচিবরা। গত ২৬ জুন প্রধানমন্ত্রীর প্রধান সচিবের সভাপতিত্বে এক বৈঠকে মাঙ্কিপক্স নিয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছিল। জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা এবং স্বাস্থ্য বিভাগের মহানির্দেশককে মাঙ্কিপক্সের উপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়। বর্তমানে সার্বিক  পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে৷ সংক্রামক মাঙ্কি পক্স যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য পদক্ষেপ করা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Monkey Pox in India : এ বার দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত এক নাইজেরীয়, এই সংক্রামক রোগের ঘটনা দেশে বেড়ে হল ৬
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement