গলায় যেন ব্লেড চলছে! নতুন কোভিড ভ্যারিয়েন্ট 'Nimbus' কতটা যন্ত্রণাদায়ক? জানলে শিউরে উঠবেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
নতুন কোভিড ভ্যারিয়েন্ট Nimbus (NB.1.8.1) খুবই যন্ত্রণাদায়ক! গলা কেটে যাচ্ছে যেন ব্লেড দিয়ে—কেন এমন তুলনা হচ্ছে?
করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে অনেকটাই কমেছে ঠিকই, তবে তার ভয়ংকর নতুন ভ্যারিয়েন্ট মাঝে মাঝেই আতঙ্ক ছড়াচ্ছে। এমনই এক নতুন ভ্যারিয়েন্ট বর্তমানে আমেরিকায় তাণ্ডব চালাচ্ছে—এর নাম NB.1.8.1, যাকে সাধারণভাবে বলা হচ্ছে ‘নিম্বাস’।
এই ভ্যারিয়েন্ট এতটাই যন্ত্রণাদায়ক যে, আক্রান্তদের গলা যেন ব্লেড দিয়ে কাটা হচ্ছে, এমন অনুভব হচ্ছে বলে জানিয়েছে অনেকেই।
😖 গলা যন্ত্রণা এত বেশি কেন?
advertisement
CDC (Centers for Disease Control and Prevention) জানিয়েছে, এই ভ্যারিয়েন্টে গলা এতটাই খারাপ হয়ে যায় যে, কথা বলা, জল খাওয়া, এমনকি থোকেও গিলে ফেলা কষ্টকর হয়ে ওঠে।
advertisement
অনেকের অভিযোগ—এমন গলা ব্যথা এর আগে কখনও হয়নি। যেন গলার ভিতর ভাঙা কাঁচ আটকে আছে।
এই ভ্যারিয়েন্টকেই বলা হচ্ছে “Razor Blade Throat” ভ্যারিয়েন্ট।
advertisement

📈 কতটা ছড়াচ্ছে?

advertisement
🩺 কী কী লক্ষণ দেখা যাচ্ছে?

advertisement
কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলায় Photo -Representative
🛡️ কী ভাবে প্রতিরোধ করবেন?
advertisement

সরকারি সূত্রের খবর, আক্রান্তরা মূলত ইনফ্লুয়েঞ্জার মতন উপসর্গ এবং প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা (সারি)-সহ সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন।
🏠 কী ভাবে গলা ব্যথা কমাবেন?
advertisement

সরকারি সূত্রের খবর, আক্রান্তরা মূলত ইনফ্লুয়েঞ্জার মতন উপসর্গ এবং প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা (সারি)-সহ সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন।
⚠️ কবে ডাক্তারের কাছে যাবেন?

বিশেষ করে বয়স্ক, গর্ভবতী মহিলা ও দীর্ঘদিনের অসুস্থ রোগীদের জন্য এই ভ্যারিয়েন্ট বেশি বিপজ্জনক হতে পারে।
নিম্বাস ভ্যারিয়েন্ট হয়তো প্রাণঘাতী নয়, কিন্তু এর গলা ব্যথা রীতিমতো ভয়ঙ্কর। তাই, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাস্ক ব্যবহার, ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা—এইগুলো মেনে চললেই আপনি নিজেকে ও কাছের মানুষদের সুরক্ষিত রাখতে পারবেন।
⚠️ সতর্ক থাকুন, সচেতন থাকুন। সময়মতো চিকিৎসা নিলে আতঙ্ক নয়, থাকবে নিয়ন্ত্রণ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 7:22 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
গলায় যেন ব্লেড চলছে! নতুন কোভিড ভ্যারিয়েন্ট 'Nimbus' কতটা যন্ত্রণাদায়ক? জানলে শিউরে উঠবেন!