Bankura Tourism: বাঁকুড়া মানেই শুধু মকুটমণিপুর-শুশুনিয়া নয়, এখন পর্যটনের নতুন 'আকর্ষণ'! রইল ঠিকানা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
নীল জলরাশি থেকে রোমান্টিক পাহাড়! সব পাবেন বাঁকুড়ার এই ব্লগে।
বাঁকুড়া: বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লক। ট্যুরিজমের দিক থেকে এই ব্লকের নাম খুব একটা শোনা যায় না। মূলত শোনা যায় খাতড়া ও ছাতনা ব্লকের নাম। কিংবা বাঁকুড়ার জঙ্গলমহল অথবা বিষ্ণুপুর। তবে এই গঙ্গাজলঘাটি ব্লক বাঁকুড়া শহরের খুবই কাছে। বাঁকুড়া শহর হয়ে হেবির মোড় থেকে মেজিয়ার রাস্তা ধরে ১৫ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন গঙ্গাজলঘাটি ব্লকে। এটি এমন একটি ব্লক যেখানে রয়েছে জল,পাহাড়, এবং ইতিহাসের অনন্য মেলবন্ধন। তাই শীত শেষ হওয়ার আগেই দেরি না করে অবশ্যই চলে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে।
বাঙালির মন পাহাড় জয় করে নিয়েছে! গঙ্গাজলঘাটিতে রয়েছে একাধিক পাহাড়। প্রথমেই আসা যাক কোড়ো পাহাড়ে। এই পাহাড় অবস্থিত গঙ্গাজলঘাটি ব্লকের কাপিষ্ঠা গ্রামে। সুন্দর পাহাড়। রয়েছে দারুণ সাজানো সিঁড়ি। পাহাড়ের উপরেই রয়েছে একটি অষ্টধাতুর মা পার্বতীর মন্দির। পাহাড়ের গলায় মুক্তোর মালার মত রয়েছে মহিমানন্দ তপবন আশ্রম। এছাড়াও গঙ্গাজলঘাটিতে পাওয়া যাবে নাচনচন্ডী পাহাড়। এই পাহাড়ের উপরেও রয়েছে একটি মন্দির।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এবার আসা যাক গঙ্গাজলঘাটি ব্লকের মূল পর্যটন আকর্ষণ গাংদুয়া ড্যাম। বাঁকুড়া মানেই মুকুটমণিপুর এবং শুশুনিয়া নয়! বাঁকুড়াতে রয়েছে বহু এইরকম লুকানো ঘোড়ার জায়গা। গাংদুয়া ড্যাম তার অন্যতম। বাঁকুড়া শহর থেকে ৩০ কিলোমিটার দূরে গঙ্গাজলঘাটি ব্লক থেকে প্রায় ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত শালী নদীর ওপরে এই ড্যাম, যার নাম গাংদুয়া। শীতের ঝলমলে রোদে নতুনরূপে সেজে উঠেছে ড্যামটি। তাই দেরি না করে চলে আসুন। রয়েছে পিকনিক এবং ভোটিং করার ব্যবস্থা। চাইলে থাকতেও পারেন সুলভ মূল্যে।
advertisement
ঐতিহাসিক দিক থেকে গঙ্গাজলঘাটি ব্লকের গুরুত্ব যথেষ্ট বেশি। এই ব্লক সাক্ষীএকাধিক স্বাধীনতা সংগ্রামের,যার মূল চক্রী ছিলেন গোবিন্দপ্রসাদ সিংহ।এখানে এসেছেন মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু। গঙ্গাজলঘাটির অমরকাননে গেলেই সেই সব ইতিহাস আজও টের পাওয়া যায়। তাই বাঁকুড়ার গঙ্গাজলঘাটি একটি মূল পর্যটন কেন্দ্র হতেই পারে। শুধুমাত্র পরিচিতির অভাবে যা এখনও হয়ে ওঠেনি।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 11:41 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura Tourism: বাঁকুড়া মানেই শুধু মকুটমণিপুর-শুশুনিয়া নয়, এখন পর্যটনের নতুন 'আকর্ষণ'! রইল ঠিকানা
