New Daal Recipe: মাছ-মাংস ফেল! এই ডাল পাতে থাকলে ভাত-রুটি নিমেষে সাবাড়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Nabaratna Daal Recipe: চটজলদি বানিয়ে ফেলুন সবজি দিয়ে এই ডাল! রুটির বা লুচির সঙ্গে জমে যাবে
দক্ষিণ দিনাজপুর: সুস্বাদু পদ মানেই কিন্তু কেবল আমিষ নয়। নিরামিষেও এমন অনেক পদ আছে যেগুলি মাছ-মাংসকেও হার মানাতে পারে। বাড়ির কোনও অনুষ্ঠানে খাবারের তালিকায় ডাল তো থাকবেই। ডাল ছাড়া যেন বাঙালি খাবারে ঠিক জমে না।
মুগ থেকে মুসুর সবরকম ডালই প্রত্যহ খাবারের পাতে হয়েই থাকে। তবে এবারে ডালের পরে মাছ মাংস নয় ভিন্ন স্বাদের নবরত্ন ডালেই মন ভরবে সকলের। বিভিন্ন সবজি, পনির আর মশলা দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা নবরত্ন ডাল। মাছ মাংস ছাড়াই নবরত্ন ডাল রুটির বা লুচির সঙ্গে বেশ মানানসই, সুস্বাদুও বটে।
advertisement
উপকরণ
advertisement
জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট টুকরো করে কেটে রাখা পনির, ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি, লম্বা করে টুকরো করে কেটে রাখা গাজর, বিনস, তিন চারটে কাঁচা লঙ্কা এবং মশলা হিসেবে লাগবে হলুদ, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধোনে গুঁড়ো, আদা বাটা ও ঘি।
advertisement
পদ্ধতি
প্রথমেই প্রেসার কুকারে পরিমাণ মতন জল গরম করে তাতে পরিমাণ মতন অরহর ডাল দিয়ে এরপর তাতে একে একে চেরা কাঁচা লঙ্কা, টুকরো করে কেটে রাখা গাজর, টুকরো করে কেটে রাখা ফুলকপি অল্প পরিমাণে দিয়ে প্রেসার কুকারে ভালভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপরে ডাল সহ সবজি সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম করে প্রথমে টুকরো করে কেটে রাখা পনিরগুলো হালকা করে ভেজে নিতে হবে। এভাবেই একে একে কেটে রাখা সবজি হিসেবে প্রথমে বিনস, গাজর, ফুলকপি সামান্য হলুদ, লবন দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে।
advertisement
এক্ষেত্রে সবজি ভেজে নিলে ডালের মধ্যে গলে যাওয়ার কোন চান্স থাকবে না। সবজি ভাজা হয়ে গেলে এরপরে কড়াইতে আবার সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে এবার তাতে সেদ্ধ করে রাখা ডাল ও সবজি দিয়ে হালকা নেড়ে নিয়ে উপর থেকে পরিমান মতন নুন, হলুদ, চিনি দিয়ে এবার তাতে একে একে ভেজে রাখা সবজি সহ পনির দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে পরিমান মতন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য আদা বাটা ও ঘি দিয়ে হালকা ভাবে নেড়ে নিলেই তৈরি সুস্বাদু নবরত্ন ডাল। প্রোটিনে ভরপুর এই নবরত্ন ডাল দিয়ে খেলেই সপ্তাহের যেকোনো দিন ভরে যাবে সকলের মন।
advertisement
Susmita Goswami
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2024 5:27 PM IST