IMD Weather Alert: ঘনিয়ে আসছে দুর্যোগ, ভারতে চোখ রাঙাচ্ছে ৪টি ঘূর্ণাবর্ত, ৬০ কিমি/ঘণ্টা গতিতে হাওয়ার দাপট, তোলপাড়ের ইঙ্গিত
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
IMD Weather Alert: ঝড় বৃষ্টির দাপটে কাবু দক্ষিণবঙ্গ , সর্তকতা জারি দক্ষিণের এই জেলাগুলিতে!
: দক্ষিণের জেলাগুলিতে শুরু হয়েছে ঝড় বৃষ্টির তাণ্ডব। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। আগামী এক থেকে দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া , বাঁকুড়া , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান , নদিয়া , মুর্শিদাবাদ বীরভূম , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায়। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই জেলাগুলিতে।
advertisement
আইএমডি ওয়েদার আপডেটে আবহাওয়ার বড় খেলার অ্যালার্ট জারি৷ গোটা উত্তর, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে শীত বিদায়ের পর এবার ঝড়-বৃষ্টির দাপটে নাজেহাল হতে চলেছে জনজীবন৷ আবহাওয়ার মেজাজ বদলে গেছে। জম্মু ও কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত আবহাওয়ার মেগা বদল৷
advertisement
নতুন তৈরি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তের জেরে তোলপাড় হবে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের জনজীবন৷ ভারতীয় মৌসম বিভাগ (IMD) বুধবার ২১ ফেব্রুয়ারি ২০২৪- র সর্বশেষ ওয়েদার আপডেট প্রকাশ করেছে। সে অনুযায়ি কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি ও অন্যান্য জায়গায় তুষারপাত অব্যাহত রয়েছে। প্রবল ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টিরও পূর্বাভাসও জারি রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে বাতাস বইছিল। বুধবার সকালে দিল্লি ও আশেপাশের এলাকায় অংশত মেঘলা আকাশ। অন্যদিকে, ২১- ২২ফেব্রুয়ারি হিমালয় পাদদেশের পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।আবহাওয়া দফতরের ওয়েদার অ্যালার্ট অনুসারে এই এলাকায় ৬৪.৫ থেকে ১১৫.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
advertisement
advertisement
advertisement
ক্রমাগতই পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। তার উপরেই দক্ষিণের বিভিন্ন জায়গাতে চলছে বৃষ্টির দাপট। জেলা পুরুলিয়াতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার বাড়ও থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। সকাল থেকে রোদের দাপট থাকছে জেলায়।
advertisement
advertisement