Neem Leaves to stop Dandruff: খুসকির সমস্যায় জেরবার? সমাধান লুকিয়ে নিমপাতায়

Last Updated:

Neem Leaves to stop Dandruff: নিমের সুপ্রভাবে (Neem as remedy to Dandruff) খুসকি দূর হওয়ার পাশাপাশি বজায় থাকে চুলের উজ্জ্বলতা ৷

স্ক্যাল্প শুষ্ক হলে খুসকির (Dandruff Problem) কারণে বার বার বিব্রত আপনি হতে পারেন ৷ এই সমস্যার অন্যতম কারণ ত্বকের মৃত কোষ ৷ পাশাপাশি ম্যালাসেজিয়া ছত্রাকও খুসকির জন্য সক্রিয় ৷শীতকালে খুসকি বাড়লেও সারা বছরই এই সমস্যায় ভোগেন অনেকেই ৷ খুসকির চিকিৎসা না করলে শেষ অবধি তা চুল পড়ে যাওয়ার কারণও হয় ৷ খুসকি দূর করার জন্য ব্যবহার করতে পারেন নিমপাতা (Neem Leaves) ৷ বিভিন্ন ভাবে এই ঘরোয়া টোটকা ব্যবহার করা যায় ৷ নিমের সুপ্রভাবে (Neem as remedy to Dandruff) খুসকি দূর হওয়ার পাশাপাশি বজায় থাকে চুলের উজ্জ্বলতা ৷
শুনতে আশ্চর্য লাগলেও, বিশেষজ্ঞরা মনে করেন খুসকি দূর করতে নিমের প্রভাব সবথেকে ভাল ভাবে পেতে নিমপাতা সকালে খালি পেটে চিবিয়ে খেতে হবে ৷ খুব তিতো স্বাদ সহ্য করতে না পারলে জলে ফুটিয়ে নিমের ক্বাথ তৈরি কতে পারেন ৷ পরিবর্তন দেখতে পাবেন কিছু দিনেই ৷
বাড়িতেই তৈরি করে নিন নিম তেল ৷ নারকেল তেলের সঙ্গে নিম পাতা ফুটিয়ে নিন ৷ সঙ্গে মেশান কয়েক ফোঁটা লেবুর রস ৷ এই মিশ্রণ ভালভাবে মালিশ করুন মাথায় ৷ তবে এই তেল মাখার পর রোদে যাবেন না ৷ বরং, রাতভর এই তেল মাখার পর সকালে চুল ভল করে ধুয়ে ফেলুন ৷
advertisement
advertisement
আরও পড়ুন : অরগ্যাঞ্জা ঢাকাই জামদানির সঙ্গে মুক্তো ও স্ফটিকের ব্লাউজে নোরা যেন অপার্থিব সুন্দরী
টকদই আর নিমপাতার মিশ্রণ তৈরি করুন ৷ স্ক্যাল্প ও চুলে ভাল করে মিশ্রণ মাখার পর অপেক্ষা করুন আধঘণ্টা ৷ টক দইয়ের গুণে চুল রেশমি ও মসৃণ হবে ৷ নিমপাতার ওষধি গুণে স্ক্যাল্পের সমস্যা দূর হবে ৷
advertisement
নিম পাতা মিক্সিতে পেস্ট করে নিন ৷ তার সঙ্গে মেশান মধু ৷ তৈরি আপনার নিম হেয়ার মাস্ক ৷ স্ক্যাল্পে এই মিশ্রণ মালিশ করার পর আধঘণ্টা অপেক্ষা করুন ৷ তার পর পুরোটা শুকিয়ে যাওয়ার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন ৷
আরও পড়ুন : বাসে উঠলে বা পাহাড়ি পথে গেলেই বমি পায়? রইল কিছু ঘরোয়া টোটকা
চুলের জন্য নিম খুব ভাল কন্ডিশনারও ৷ কিছু নিমপাতা জলে ফুটিয়ে নিন ৷ তার পর ঠান্ডা করে সেই মিশ্রণ ছাঁকনিতে ছেঁকে নিলেই তৈরি নিমের কন্ডিশনার ৷ শ্যাম্পুর পর এই কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন ৷ চেষ্টা করুন সব সময় নিম শ্যাম্পু ব্যবহার করতে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Neem Leaves to stop Dandruff: খুসকির সমস্যায় জেরবার? সমাধান লুকিয়ে নিমপাতায়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement