Nalen Gurer Sandesh: এক পিস খেতে কত খসছে ২৫ টাকা, আর নেই দরকার বাড়িতেই বানান জলভরা তালশাঁস, রইল রেসিপি

Last Updated:

Nalen Gurer Sandesh: শীত পড়তেই নলেন গুড়ের জলভরা তালের শাঁসে মজে শহরবাসী

+
বাড়িতে

বাড়িতে জলভরা তালশাঁস বানানোর সহজ রেসিপি

উত্তর ২৪ পরগনা : শীত পড়তেই নলেন গুড়ের জলভরা তালের শাঁসে মজে শহরবাসী। শুরু হয়েছে শীতের আমেজ। আর শীতের আমেজ পড়তেই শিউলিদের আনাগোনা দেখা যায়। ভোর হতেই দেখা যায় তাদের গাছ খেজুর গাছ কাটার দৃশ্য। এ সময় নলেন গুড়ের অভাব হয় না। সেজন্য শীতের সময় বাজারের নলেন গুড়ের বিভিন্ন ধরনের মিষ্টি দেখা মেলে।
বিশেষকরে বাঙালিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় নলেনগুড়। এর জনপ্রিয়তার পেছনে মূল কারণ অনন্য, অসাধারণ এবং অপ্রতিরোধ্য স্বাদ। তাই বাঙালি শেষপাতে মিষ্টিমুখ ছাড়া ভাবতেই পারে না। আর শীতকালে নলেন গুড়ের বাহারি খাবার থাকবে না তা কি হতে পারে? শীতের মরশুম শুরু হতেই নলেন গুড়ের জলভরা তালের শাঁসে মজেছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরের অনেকেই। বসিরহাট শহরের প্রাণকেন্দ্র বোটঘাট সংলগ্ন মিষ্টি ব্যবসায়ী প্রদীপ ঘোষের দোকানে নলেন গুড়ের সমাহারে একাধিক প্রকার মিষ্টির দেখা মিলছে।
advertisement
advertisement
এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছে নলেন গুড়ের তালের শাঁস। নলেন গুড়ের তালের শাঁস তৈরি করতে প্রথমে একটা বড় থালায় ছানা, নলেন গুড় এবং এলাচ গুঁড়ো একসঙ্গে ভালোভাবে মেখে একটা মিশ্রন বানিয়ে, কড়াই গরম করে কড়াইতে ছানার মিশ্রন দিয়ে দিতে হবে৷
advertisement
এবার একদম কম আচে ছানাটাকে পাক দিয়ে সন্দেশ বানাতে হবে যেন খুব নরম হয়৷ এবার সন্দেশ একটা থালায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে হবে৷ এরপর নির্দিষ্ট আকারে ছোট ছোট ছানার বল তৈরি করে নিয়ে কাঠের তালশাঁস নির্দিষ্ট ছাঁচে ফেলে তুলে নিতে হবে। শীতের সময় যখন বিভিন্ন ধরনের খাবারের চাহিদা বেড়ে যায় ঠিক সেসময় এই নলেন গুড়ের তালের শাঁসের মজেছেন সময় জনতা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nalen Gurer Sandesh: এক পিস খেতে কত খসছে ২৫ টাকা, আর নেই দরকার বাড়িতেই বানান জলভরা তালশাঁস, রইল রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement