Humanity By Civic Volunteer: O পজিটিভ রক্ত দরকার কোথাও পাওয়া যাচ্ছে না, কথাটা শুনেই হাসপাতালে দৌড়লেন সিভিক ভলেন্টিয়ার
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Humanity By Civic Volunteer: রাস্তায় মুমূর্ষ রোগী, দেবদূত হয়ে এলেন সিভিক ভলেন্টিয়ার
রানাঘাট: একজন মুমুর্ষ রোগীর প্রাণ বাঁচালেন রানাঘাটের এক সিভিক। সিভিক নিয়ে নানা সময় নানা অভিযোগ থাকে অনেকেরই আজকের রানাঘাটের এই সিভিকের উদার মানবতা আপনার মন জয় করবেই।
সূত্রের খবর, রানাঘাটের হবিবপুর এলাকার একজন ৫৫ বছরের মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ১২ নং জাতীয় সড়কে ট্রাফিকের ডিউটি করছিলেন রানাঘাটের বাপ্পা বিশ্বাস নামে এক সিভিক। এলাকার পরিচিত ওই মহিলার পরিবারকে জিজ্ঞাস করলে পরে পরিবারের লোক জানান O পজিটিভ রক্ত দরকার কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। সেকথা শোনার পর রানাঘাট মহকুমা হসপিটালে ছুটে যায় সিভিক বাপ্পা বিশ্বাস ও সেখানে গিয়ে রক্তদান করে প্রাথমিক ভাবে ঐ মহিলার প্রাণ বাঁচায়।
advertisement
advertisement
বেশ কয়েকদিন চেষ্টা করেও ওই মহিলার জন্যে রক্ত জোগাড় করতে পারছিলেন না তার পরিবার। এরপর একজন সিভিক রোগীর অসহায়ের কথা শুনে ছুটে গিয়ে নিজে রক্তদান করাতে স্বাভাবিকভাবেই সেখানে সামাজিক দায়িত্ব ও মানবতার ছবি ফুটে উঠেছে। বাপ্পা বিশ্বাসের এহেন কাজের জন্য রোগীর পরিবারের এক সদস্যরা সকলেই খুশি। তারা জানান, “মায়ের অবস্থা খুব খারাপ ছিল রক্তের দরকার ছিল শোনার সঙ্গে সঙ্গেই আমাদের পাড়ার ছেলে বাপ্পা যেভাবে আমার মাকে বাঁচানোর জন্য নিজেই রক্তদান করলেম সেকথা আমি ও আমার পরিবার চিরজীবন মনে রাখব।”
advertisement
এভাবেই প্রশাসনের লোক হিসাবে সবাই আমাদের পাশে থাকুক সিভিক বাপ্পা বিশ্বাসের মত। বাপ্পার এই মানবতার জন্য আমরা তাকে কুর্নিশ জানাই।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 29, 2024 6:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Humanity By Civic Volunteer: O পজিটিভ রক্ত দরকার কোথাও পাওয়া যাচ্ছে না, কথাটা শুনেই হাসপাতালে দৌড়লেন সিভিক ভলেন্টিয়ার






