Mushroom Recipe: এই 'ট্রাইবাল' মাশরুমের স‍্যুপ একবার খেলে বারবার খাবেন, কীভাবে বানাবেন? রইল রেসিপি

Last Updated:

মাশরুমটির নাম হাঁফাও মৌখুম। লম্বাটে ধরণের এই মাশরুম দিয়ে তৈরি স্যুপ বানান বোরো জনজাতির মানুষেরা

+
স‍্যুপ

স‍্যুপ

আলিপুরদুয়ার: মাশরুমটির নাম হাঁফাও মৌখুম। লম্বাটে ধরণের এই মাশরুম দিয়ে তৈরি স্যুপ খেয়ে থাকেন বোরো জনজাতির মানুষেরা। এটি তাঁদের অন্যতম একটি সাংস্কৃতিক খাবার।
বোরো জনজাতির মানুষের ধারণা, এই স্যুপটি তাঁদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বোরো জনজাতির মানুষেরা স্যুপটি তৈরি করার আগের দিন মাশরুম সংগ্রহ করেন। সারারাত গরম জলে চুবিয়ে রাখা হয় এই মাশরুমগুলি।
স্যুপ তৈরির আগে মাশরুম পরিষ্কার জলে ধুয়ে কেটে রাখতে হয়। তবে কাটতে হবে খুব সরু-সরু করে। এই স্যুপ তৈরির সময় কোনও মশলা ব্যবহার হয় না। শুধুমাত্র পেঁয়াজ, রসুন, লঙ্কা ব্যবহার করা হয়। কড়াইয়ে অল্প তেল দিয়ে মাশরুম, পেঁয়াজ, লঙ্কা, রসুন ভেজে নিতে হবে। ভাল করে ভাজা হয়ে গেলে হলুদ, নুন দিয়ে গরম জল দিন।ভাল মত সেদ্ধ হলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
advertisement
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mushroom Recipe: এই 'ট্রাইবাল' মাশরুমের স‍্যুপ একবার খেলে বারবার খাবেন, কীভাবে বানাবেন? রইল রেসিপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement