Kiriteshwari Temple: পৌষ মাস উপলক্ষে জমে উঠেছে কিরীটেশ্বরী মন্দিরের মেলা, অগণিত ভক্ত সমাগমে মুখর পুণ্য প্রাঙ্গণ
- Reported by:Tanmoy Mondal
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kiriteshwari Temple: শনিবার ও মঙ্গলবার পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ । প্রত্যেক নিশি রাতেই মায়ের পুজো হয় এই মন্দিরে। কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে অবশ্য বহু মত প্রচলিত আছে।
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল : মুর্শিদাবাদ জেলায় অবস্থিত প্রাচীন মন্দির কিরীটেশ্বরী ৫১ সতীপীঠের অন্যতম । মা কিরীটেশ্বরী এখানে দক্ষিণাকালী রূপে পূজিতা। বর্তমানে পৌষ মাস উপলক্ষে চলছে বিশাল মেলা। পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। বিভিন্ন ছোট ছোট খাবারের স্টলের পাশাপাশি বসছে বেশ কিছু দোকান। শনিবার ও মঙ্গলবার পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ । প্রত্যেক নিশি রাতেই মায়ের পুজো হয় এই মন্দিরে। কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে অবশ্য বহু মত প্রচলিত আছে।
মন্দিরের সেবায়েতরা জানাচ্ছেন, ‘কিরীট’ কথাটি এসেছে করোটি বা মাথার খুলি থেকে। এর থেকেই নামকরণ কিরীটেশ্বরী। মন্দিরের প্রতিষ্ঠা ও পরবর্তী সময়ে সংস্কারের বিষয়েও নানা তথ্য উঠে এল দিলীপবাবুর কথা থেকে। তিনি জানান, ১১০৪ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানি ভবানী। পরবর্তী সময়ে মহারাজা রাও যোগেন্দ্রনারায়ণ রাই ১৩৩৭ বঙ্গাব্দে এই মন্দিরের সংস্কার করেন। মুর্শিদাবাদ ভ্রমণে এলে অবশ্যই একদিন কিরীটেশ্বরী মন্দির ঘুরে দেখা উচিত। তবে মন্দিরে দেবীর কোনও মূর্তি নেই। এমনকি কোনও ছবিও এখানে পূজিত হয় না। শিলামূর্তিকেই দেবী রূপে পুজো করা হয়।
advertisement
আরও পড়ুন : বাঁকুড়া থেকে হাওড়া যাতায়াত এখন আরও সহজ! সুপারফাস্ট থেকে লোকাল মিলছে একাধিক বিকল্প, দেখে নিন সব ট্রেনের লেটেস্ট সময়সূচী ও ভাড়া
এই শিলাটির রঙ লাল এবং শিলাটি একটি আবরণে ঢাকা থাকে। প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীতে এই আবরণটি পরিবর্তন করা হয়। বলা হয় সতীর কিরীটটি এই মন্দিরের কাছেই রানি ভবানীর গুপ্তমঠে রাখা আছে। প্রত্যেকটি সতীপীঠ বা শক্তিপীঠে দেবী এবং ভৈরব অধিষ্ঠিত থাকে। দেবী হলেন সতীর রূপ। ভৈরব হলেন দেবীর স্বামী। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা ও ভৈরব সংবর্ত নামে পরিচিত। বর্তমানে পৌষমাসের মেলাকে কেন্দ্র করে সেজে উঠছে এই সতীপীঠ কিরীটেশ্বরী মন্দির।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,West Bengal
First Published :
Jan 06, 2026 8:24 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kiriteshwari Temple: পৌষ মাস উপলক্ষে জমে উঠেছে কিরীটেশ্বরী মন্দিরের মেলা, অগণিত ভক্ত সমাগমে মুখর পুণ্য প্রাঙ্গণ






