Child Prodigy: ৮০ টা কবিতা কণ্ঠস্থ! ঠোঁটের ডগায় সাধারণ জ্ঞানের ভান্ডার! ৩ বছর বয়সের আগেই তাক লাগাচ্ছে শিশুকন্যা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Child Prodigy: ভাল করে মুখে বুলি ফোটার বয়স হয়নি এখনও। ফলে বয়স সবে মাত্র তিনের দোরগোড়ায়। আর তার মধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন। বিস্ময়কর শিশুর প্রতিভার কারণে ইতি মধ্যেই জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: বয়স সবে তিন বছরের কাছাকাছি! ঠিক মতো কথাও ফোটেনি মুখে। ভাল করে মুখে বুলি ফোটার বয়স হয়নি এখনও। বয়স সবে মাত্র তিনের দোরগোড়ায়। আর তার মধ্যেই তাক লাগিয়ে দিয়েছে। বিস্ময়কর শিশুর প্রতিভার কারণে ইতি মধ্যেই জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ।
মাত্র ২ বছর ১১ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল কান্দির শ্রীকৃষ্ণপুর গ্রামের কন্যা শিশু ঋতু সরকার। ওই কন্যাশিশু অতি অল্প সময়ে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার ৮০টি কবিতা বলতে পারে। এছাড়াও ৮০টি সাধারণ জ্ঞানের উত্তর সহ ৩০ ধরণের শাক সবজি, ৩৫ ধরনের ফলের নাম বলতে ও লিখতে পারে। ৪০ ধরণের গাড়ির নাম, ৪৫টি ফুলের নাম, ৩৬টি পশু ও ৩০টি পাখির নাম-সহ বিভিন্ন বিষয়ে বলতে ও লিখতে পারদর্শী সে।
advertisement
আর সেই কারণেই ইতিমধ্যেই ডাকযোগ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছয়। এরপর পরিবারে খুশি নেমে আসে। শিশুর বাবা রাজু সরকার কাশ্মীরে বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত। শিশুর মা মধুশ্রী মোদক সরকার বলেন, মেয়ের পারদর্শিতায় আমরা চরম খুশি। আগামীতে আরও বড় কিছু করে দেখানোর জন্য মেয়েকে সেভাবেই তৈরি করছি।
advertisement
advertisement
আরও পড়ুন : ১৪ ঘণ্টায় এভারেস্ট বিজয়! দ্রুততম মহিলা পর্বতারোহী হিসেবে বিশ্বের শীর্ষবিন্দুতে পৌঁছে রেকর্ড ফুঞ্জো লামার
প্রতিভাবান শিশু ঋতু সরকার এই বয়সেই ছবি দেখে ৩০টি প্রাণীর নাম বলতে পারে সে। একাধিক দক্ষতার অধিকারী এই বয়সেই। সে কারণেই মাত্র দু’বছর ১১ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে ঋতু সরকারের। মাত্র দু’বছর ১১ মাস বয়সে এই সাফল্যে গর্বিত তার বাবা মা, পরিবারের লোকজন ও শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা ।
advertisement
শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে। সেই স্বপ্ন পূরণ হল। আমরাও খুব খুশি। ও ছোট বলে কিছু জানবে না, এটা না ভেবে ওর সঙ্গে গল্প করতাম, বিভিন্ন জিনিস চেনাতাম। তাই আজকে সাফল্য এল। ৮০টি সাধারণ জ্ঞানের উত্তর-সহ ৩০ ধরণের শাকসব্জি, ৩৫ ধরণের ফলের নাম বলতে ও লিখতে পারে। ৪০ ধরণের গাড়ির নাম, ৪৫টি ফুলের নাম, ৩৬টি পশু ও ৩০টি পাখির নাম সহ বিভিন্ন বিষয়ে বলতে ও লিখতে পারদর্শী।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2024 8:13 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Child Prodigy: ৮০ টা কবিতা কণ্ঠস্থ! ঠোঁটের ডগায় সাধারণ জ্ঞানের ভান্ডার! ৩ বছর বয়সের আগেই তাক লাগাচ্ছে শিশুকন্যা