Mount Everest Conquerer Funjo Lama: ১৪ ঘণ্টায় এভারেস্ট বিজয়! দ্রুততম মহিলা পর্বতারোহী হিসেবে বিশ্বের শীর্ষবিন্দুতে পৌঁছে রেকর্ড ফুঞ্জো লামার 

Last Updated:
Mount Everest Conquerer Funjo Lama: একদিনেরও কময় সময়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ছুঁলেন ফুঞ্জো লামা। মাত্র ১৪ ঘণ্টা ৩১ মিনিটেই শিখর স্পর্শ করেছেন ফুঞ্জো।
1/5
মাত্রা সাড়ে ১৪ ঘণ্টাতেই এভারেস্টের শিখর জয় করে রেকর্ড গড়লেন ফুঞ্জ লামা । এত কম সময়ে এর আগে আর কোনও মহিলা পর্বতারোহীর এভারেস্ট জয়ের কৃতিত্ব নেই।
মাত্রা সাড়ে ১৪ ঘণ্টাতেই এভারেস্টের শিখর জয় করে রেকর্ড গড়লেন ফুঞ্জ লামা । এত কম সময়ে এর আগে আর কোনও মহিলা পর্বতারোহীর এভারেস্ট জয়ের কৃতিত্ব নেই।
advertisement
2/5
দ্রুততম মহিলা এভারেস্টজয়ী হিসেবে ইতিহাস লিখলেন নেপালের পর্বতারোহী ফুঞ্জো লামা। তিরিশ বছর বয়সে মহিলা পর্বতারোহী ফুঞ্জো এই রেকর্ড গড়েছেন।
দ্রুততম মহিলা এভারেস্টজয়ী হিসেবে ইতিহাস লিখলেন নেপালের পর্বতারোহী ফুঞ্জো লামা। তিরিশ বছর বয়সে মহিলা পর্বতারোহী ফুঞ্জো এই রেকর্ড গড়েছেন।
advertisement
3/5
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট ছুঁতে সাধারণত কয়েক দিন সময় নেন পর্বতারোহীরা। বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ক্যাম্পে রাত কাটিয়ে উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নিয়ে এভারেস্টের শিখর জয় করেন পর্বতারোহীরা।
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট ছুঁতে সাধারণত কয়েক দিন সময় নেন পর্বতারোহীরা। বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ক্যাম্পে রাত কাটিয়ে উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নিয়ে এভারেস্টের শিখর জয় করেন পর্বতারোহীরা।
advertisement
4/5
কিন্তু একদিনেরও কময় সময়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ছুঁলেন ফুঞ্জো লামা। সেখানে মাত্র ১৪ ঘণ্টা ৩১ মিনিটেই শিখর স্পর্শ করেছেন ফুঞ্জো।
কিন্তু একদিনেরও কময় সময়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ছুঁলেন ফুঞ্জো লামা। সেখানে মাত্র ১৪ ঘণ্টা ৩১ মিনিটেই শিখর স্পর্শ করেছেন ফুঞ্জো।
advertisement
5/5
জানা গিয়েছে, ফুঞ্জো লামা গত ২২ মে বেলা ৩টা ৫২ মিনিটে এভারেস্ট বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছিলেন এবং ২৩ মে সকাল ৬টা ২৩ মিনিটে এভারেস্ট চূড়ায় পৌঁছে যান।
জানা গিয়েছে, ফুঞ্জো লামা গত ২২ মে বেলা ৩টা ৫২ মিনিটে এভারেস্ট বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছিলেন এবং ২৩ মে সকাল ৬টা ২৩ মিনিটে এভারেস্ট চূড়ায় পৌঁছে যান।
advertisement
advertisement
advertisement