Muri | Puffed Rice: স্ন্যাকসে মুড়ি খাচ্ছেন? আদৌ তা স্বাস্থ্যকর তো?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Muri | Puffed Rice: স্ন্যাকসের জন্য এটিকে সবচেয়ে স্বাস্থ্যকর বিকল্প বলে মনে করা হয়, কিন্তু তা কি আদপেই খাঁটি? জেনে নেওয়া যাক কীভাবে মুড়ি তৈরি হয় এবং আদৌ এটি স্বাস্থ্যকর কি না !
#কলকাতা: আজকাল বাজার চলতি অনেক জিনিসের প্যাকেটেই 'হেলদি' স্ন্যাকিং বলে উল্লেখ থাকে। বেশ কয়েক বছর আমরা দৈনন্দিন জীবনে সেগুলো উপভোগ করেও আসছি। কিন্তু সত্যি কি এই ধরনের খাবারগুলো স্বাস্থ্যকর? মুড়ি (Muri) নিয়েও প্রশ্নটা তোলা যেতে পারে। স্ন্যাকসের জন্য এটিকে সবচেয়ে স্বাস্থ্যকর বিকল্প বলে মনে করা হয়, কিন্তু তা কি আদপেই খাঁটি? জেনে নেওয়া যাক কীভাবে মুড়ি তৈরি হয় এবং আদৌ এটি স্বাস্থ্যকর কি না (Muri | Puffed Rice)!
মুড়ি কতটা স্বাস্থ্যকর?
মুড়ি (Puffed Rice) হল মূলত ফোলা চাল যা প্রোটিন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ৬, থায়ামিন, ক্যালসিয়াম, আয়রন এবং ডায়েটারি ফাইবারগুলির মতো স্বাস্থ্যসমৃদ্ধ পুষ্টিতে ভরপুর। মুড়ি চাল দিয়ে তৈরি করা হয়। তাই স্বাভাবিকভাবেই মুড়ি কীভাবে তৈরি হচ্ছে তার উপর স্বাস্থ্যগুণ নির্ভর করে (Muri | Puffed Rice)।
advertisement
advertisement
আগে মুড়ি চাল রোদে শুকিয়ে তৈরি করা হত, নরম না হওয়া পর্যন্ত লবণে রাখা হত। এখন অনেক জায়গাতেই বাণিজ্যিকভাবে গরম তেলে চাল ছেড়ে মুড়ি তৈরি করা হয়, যা প্রস্তুত করতে কম সময় লাগলেও অস্বাস্থ্যকর তো বটেই। আসলে, তেলে কোনও কিছু রান্না করলেই তার ক্যালোরি বাড়ে এবং খাবারের পুষ্টিও নষ্ট হয়ে যায়। তাই মুড়ি স্বাস্থ্যকর কি না তা পুরোপুরি নির্ভর করে তার প্রস্তুতির উপরে।
advertisement
বাড়িতে কীভাবে তৈরি করা যায়
সাবেকি পদ্ধতিতে মুড়ি তৈরি করতে হলে প্রথমে চাল পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। এর পর একটি বড় বাটি নিয়ে তাতে ২-৩ কাপ চাল গরম জলে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এবার জল ঝরিয়ে নিয়ে একটি ট্রে-তে চালের দানাগুলো ভাল করে ছড়িয়ে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর একটি বড় প্যান গরম করে তাতে নুন দিতে হবে। নুন গরম হয়ে এলে শুকনো চালের দানাগুলো দিয়ে নরম না হওয়া পর্যন্ত বেশি আঁচে ভাল করে টস করে নিতে হবে। সবশেষে একটি চালুনি ব্যবহার করে অতিরিক্ত নুন সরিয়ে নিলেই ঘরে বানানো মুড়ি উপভোগ করতে পারব আমরা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2022 1:52 PM IST