Morobba from Suri: ম্লান অতীতের গরিমা, ফিউশন-সহ রকমারি মিষ্টির জন্য সিউড়ির বিখ্যাত মোরব্বার জনপ্রিয়তা ও চাহিদা আজ তলানিতে

Last Updated:

Morobba from Suri: সিউড়ির মোরব্বা প্রেমীদের তালিকায় ছিলেন স্বয়ং উত্তম কুমার,তবে সেই মোরব্বার চাহিদা কমছে দিন দিন,কারণ অবাক করবে আপনাকে।

+
মোরব্বা<br><br>

মোরব্বা<br><br>

সৌভিক রায়, বীরভূম: বিভিন্ন জায়গায় বিভিন্ন মিষ্টির প্রাধান্য রয়েছে। যেমন শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানার পাশাপাশি সিউড়ির মোরব্বা। সিউড়ির এই মোরব্বাপ্রেমীদের তালিকায় রয়েছেন স্বয়ং উত্তমকুমার থেকে অনিল চট্টোপাধ্যায়, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে লালুপ্রসাদ যাদব। এর স্বাদমুগ্ধদের তালিকায় আছেন দিকপাল জাদুকর পিসি সরকার সিনিয়র এবং তাঁর সুযোগ্য পুত্র  পিসি সরকার জুনিয়ার। তবে বীরভূমের সিউড়ির এই মোরব্বা দিন দিন কদর হারাচ্ছে।
প্রচলিত কথাতে রয়েছে ‘গেঁয়ো যোগী ভিখ পায় না।’ এই প্রচলিত প্রবাদ বীরভূমের সদর শহর সিউড়ির মোরব্বার ক্ষেত্রেও প্রযোজ্য। ঐতিহ্যবাহী মোরব্বার কদর কমছে খোদ শহরেই। শুধুই কি সিউড়ি! এর পাশাপাশি রামপুরহাট এবং বোলপুর থেকে যারা প্রত্যেকদিন এ মোরব্বা কিনে নিয়ে যেতেন তাঁদের কেনার ক্ষেত্রেও কদর কমেছে। মিষ্টি ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, ঘরে ঘরে ব্লাডসুগার রোগীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। সে কারণেও মোরব্বা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন শহরের বাসিন্দারা।
advertisement
এই বিষয়ে বীরভূমের এক স্থানীয় বাসিন্দা অভিজিৎ মণি জানাচ্ছেন মূলত নিত্যনতুন বাজারে অত্যাধুনিক খাবার উঠে এসেছে। এর পাশাপাশি বিভিন্ন মিষ্টির দোকানে গেলেই বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে, আর সেই কারণেই যেমন একদিকে কদর হারাচ্ছে সিউড়ির বিখ্যাত মোরব্বা। অন্যদিকে বর্তমান জীবনে প্রায় প্রত্যেকেরই ব্লাডসুগার কিংবা ডায়াবেটিসের সমস্যা রয়েছে। আর মোরব্বা বিভিন্ন ফল থেকে তৈরি হলেও এতে মিষ্টি পরিমাণ থাকে অনেকটাই বেশি। আর সেই কারণেই মোরব্বা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষজন।
advertisement
advertisement
আরও পড়ুন : এই সবজির বীজে পগারপার পুরুষত্বহীনতা! বাড়ে শুক্রাণু! পাবেন ঘোড়ার মতো টগবগে শক্তি! ওজন, ব্লাড সুগার কমানোর ব্রহ্মাস্ত্র!
বিভিন্ন নথি ও মিষ্টি ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, মোরব্বার সঙ্গে জড়িয়ে আছে রাজনগরের রাজাদের কথা। তাঁদের এক পূর্বপুরুষ আগ্রায় গিয়ে পেঁপের পিঠা বা মোরব্বার প্রেমে পড়েন। তার পর থেকে রাজনগরের ও তাঁতিপাড়া বিভিন্ন ময়রা রাজার অনুরোধে এই মিষ্টি তৈরি করতে শুরু করেন। রাজ্যের অন্যান্য জেলা যেমন শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ-মিহিদানা, গুপ্তিপাড়ার কাঁচাগোল্লা, বাঁকুড়ার মেচা সন্দেশ বিখ্যাত। তেমনই জেলা সদর সিউড়ি বিখ্যাত হয়ে ওঠে মোরব্বার জন্য। তবে আজ হারিয়ে যাচ্ছে সিউড়ির এই মোরব্বা এর প্রাধান্য।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Morobba from Suri: ম্লান অতীতের গরিমা, ফিউশন-সহ রকমারি মিষ্টির জন্য সিউড়ির বিখ্যাত মোরব্বার জনপ্রিয়তা ও চাহিদা আজ তলানিতে
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement