Purulia Weekend Tourism: বর্ষায় মন ভাল করার সেরা ঠিকানা পুরুলিয়ার এই জায়গা, কম বাজেটে ফ্যামিলি নিয়ে উইকেন্ডে ঘুরে আসুন,

Last Updated:

বর্ষায় অপরূপ সাজে সেজে উঠেছে পুরুলিয়ার এই ড্যাম , কখনও কি গেছেন তারা ড্যামে!

+
পর্যটকের

পর্যটকের ঢল তারা ড্যামে

পুরুলিয়া : পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লালমাটির জেলা পুরুলিয়া। এই জেলার অপরূপ রূপ বরাবরই পর্যটকদের মোহিত করে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয়। আর এই বর্ষার মরশুমে ‌ একেবারে অনন্য সাজে সেজে ওঠে পুরুলিয়ার বিভিন্ন জলাধার ।
পুরুলিয়া শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরেই রয়েছে তারা ড্যাম। বর্ষার দিনে এই ড্যামের সৌন্দর্যের টানে বহু মানুষ ছুটে আসেন। বর্ষায় বাড়তি আকর্ষণ হয়ে ওঠে এই জায়গাটি। ‌শহরের একেবারেই কাছে হওয়ায় বিকেলের দিকে অনেকেই মন ভালকরতে এই জায়গায় চলে যান। ‌ চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মধুর থাকে যে মানুষের মন ভালকরে দিতে পারে এক নিমেষে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এ বিষয়ে এই ড্যামে বেড়াতে আসা পর্যটকেরা বলেন , প্রতিবছরই বর্ষার সময়তে আকর্ষণীয় হয়ে ওঠে এই তারা ড্যাম। পরিবারকে নিয়ে সময় কাটাতেআদর্শ এই জায়গা এটা। ভীষণই ভাললাগছে তাদের এই জায়গায় এসে। ‌ চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যে তাদের মন ভরে যাচ্ছে।‌
advertisement
বৃষ্টির কারণে তারা ড্যামের জল ছাড়া হয়েছে। তাতেই যেন আরও আকর্ষণী হয়ে উঠছে এই এই ড্যাম। শুধু পর্যটক নয় স্থানীয় মানুষজনদেরও দেখা যায় ভিড় করতে এই ড্যামে।‌ কচিকাচাদের দেখা যায় ড্যামের জলে পা ভিজিয়ে আনন্দ উপভোগ করতে। অনেকেই আবার মশগুল মাছ ধরতে। বর্ষার দিনে সকলেরই পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠছে এই তারা ড্যাম।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Weekend Tourism: বর্ষায় মন ভাল করার সেরা ঠিকানা পুরুলিয়ার এই জায়গা, কম বাজেটে ফ্যামিলি নিয়ে উইকেন্ডে ঘুরে আসুন,
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement