Purulia Weekend Tourism: বর্ষায় মন ভাল করার সেরা ঠিকানা পুরুলিয়ার এই জায়গা, কম বাজেটে ফ্যামিলি নিয়ে উইকেন্ডে ঘুরে আসুন,
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
বর্ষায় অপরূপ সাজে সেজে উঠেছে পুরুলিয়ার এই ড্যাম , কখনও কি গেছেন তারা ড্যামে!
পুরুলিয়া : পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লালমাটির জেলা পুরুলিয়া। এই জেলার অপরূপ রূপ বরাবরই পর্যটকদের মোহিত করে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয়। আর এই বর্ষার মরশুমে একেবারে অনন্য সাজে সেজে ওঠে পুরুলিয়ার বিভিন্ন জলাধার ।
পুরুলিয়া শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরেই রয়েছে তারা ড্যাম। বর্ষার দিনে এই ড্যামের সৌন্দর্যের টানে বহু মানুষ ছুটে আসেন। বর্ষায় বাড়তি আকর্ষণ হয়ে ওঠে এই জায়গাটি। শহরের একেবারেই কাছে হওয়ায় বিকেলের দিকে অনেকেই মন ভালকরতে এই জায়গায় চলে যান। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মধুর থাকে যে মানুষের মন ভালকরে দিতে পারে এক নিমেষে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এ বিষয়ে এই ড্যামে বেড়াতে আসা পর্যটকেরা বলেন , প্রতিবছরই বর্ষার সময়তে আকর্ষণীয় হয়ে ওঠে এই তারা ড্যাম। পরিবারকে নিয়ে সময় কাটাতেআদর্শ এই জায়গা এটা। ভীষণই ভাললাগছে তাদের এই জায়গায় এসে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যে তাদের মন ভরে যাচ্ছে।
advertisement
বৃষ্টির কারণে তারা ড্যামের জল ছাড়া হয়েছে। তাতেই যেন আরও আকর্ষণী হয়ে উঠছে এই এই ড্যাম। শুধু পর্যটক নয় স্থানীয় মানুষজনদেরও দেখা যায় ভিড় করতে এই ড্যামে। কচিকাচাদের দেখা যায় ড্যামের জলে পা ভিজিয়ে আনন্দ উপভোগ করতে। অনেকেই আবার মশগুল মাছ ধরতে। বর্ষার দিনে সকলেরই পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠছে এই তারা ড্যাম।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 7:13 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Weekend Tourism: বর্ষায় মন ভাল করার সেরা ঠিকানা পুরুলিয়ার এই জায়গা, কম বাজেটে ফ্যামিলি নিয়ে উইকেন্ডে ঘুরে আসুন,
