Monsoon Health: বর্ষাকাল সঙ্গে নিয়ে আসে কিছু ভয়ঙ্কর অসুখ,রয়েছে প্রতিকারের উপায়ও
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
বর্ষাকালে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি, পেটের সমস্যা জাঁকিয়ে বসেছে৷ তবে এর জন্য একেবারে ভয়ে সিঁটিয়ে থাকার কোনও দরকার নেই৷ তার বদলে বর্ষার স্বস্তির সঙ্গে থাকুক বেশ কিছু সতর্কতা৷
কলকাতা: বেশ কয়েকমাসের দীর্ঘ গ্রীষ্মের পর অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা এল৷ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি৷ সমগ্র দক্ষিণবঙ্গের প্রার্থনা ও অপেক্ষা দুই-ই একেবারে সফল৷ কিন্তু তার সঙ্গেই সে বেশ কিছু রোগকেও সঙ্গে করে নিয়ে এসেছে৷ ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি, পেটের সমস্যা জাঁকিয়ে বসেছে৷ তবে এর জন্য একেবারে ভয়ে সিঁটিয়ে থাকার কোনও দরকার নেই৷ তার বদলে বর্ষার স্বস্তির সঙ্গে থাকুক বেশ কিছু সতর্কতা৷ এক বেসরকারি হাসপাতালের সিনিয়র ডিরেক্টর ড. পাওয়ান কুমার ঘোষাল বর্ষাকালের কয়েকটা রোগের নাম ও উপসর্গের কথা জানিয়েছেন৷ সেই নিয়ে সচেতনতা থাকলে বর্ষা কালেও সুস্থ থাকা যায়৷
বর্ষা কালের জ্বর
বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে এই সময় ঘরে ঘরে জ্বরের প্রার্দুভাব দেখা যায়৷ বিশেষ করে মশা বাহিত ও জল বাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পায়৷ সাধারণ জ্বর-জালার মতোই এই ধরনের রোগেরও উপসর্গ দেখা যায়৷ কিন্তু বেশ কিছু উপসর্গ আছে, যে গুলোকে দেখে এই ধরনের রোগ চেনা যায়৷
advertisement
advertisement
উপসর্গ
যদিও এই উপসর্গগুলো নির্দিষ্ট অসুস্থতার উপর নির্ভর করে। তবে মৌসুমি জ্বর হলে এই লক্ষণগুলো থাকবেই,
এছাড়াও জলবাহিত রোগের ক্ষেত্রে গ্যাস্ট্রোইনটেস্টেনাইলের নানা ধরনের উপসর্গ যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া প্রভৃতি উপসর্গ লক্ষ করা যায়৷
advertisement
বর্ষা কালের জ্বরের প্রাথমিক কারণ
মশাবাহিত রোগ: সংক্রমিত অ্যানোফিলিস মশার কামড়ে এই অসুখে অনেকেই আত্রান্ত হয়৷ ম্যালেরিয়ার উপসর্গগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জ্বর, ঠান্ডা লাগা, মাথাব্যথা এবং বমি হওয়া ইত্যাদি৷
ডেঙ্গি: প্রতি বর্ষাতেই এই মশাবাহিত রোগ ভয়াবহ আকার ধারণ করে৷ হঠাৎ করে আসা জ্বর, জয়েন্টে জয়েন্টে ব্যথা, তীব্র মাথাব্যথা, ত্বকে র্যাশ হওয়া ডেঙ্গির সাধারণ লক্ষণ৷ এডিস মশার কামড়ে এই অসুখ হয়৷
advertisement
চিকুনগুনিয়া: এই রোগও এডিস মশার কামড়েই হয়৷ হঠাৎ করে জ্বর আসা, জয়েন্টে ব্যথা, মাথাব্যথা ডেঙ্গির এই উপসর্গগুলো কিন্তু চিকুনগুনিয়ারও সাধারণ লক্ষণ৷
জিকা ভাইরাস: গর্ভবতী মহিলাদের জন্য এই রোগ বেশি উদ্বেগের৷ এডিস মশার কামড়েই এই অসুখ হয়৷ ত্বকে র্যাশ, জয়েন্টে ব্যথা এগুলোও এই রোগের অন্যতম উপসর্গ৷ এর সঙ্গে কনজাংটিভাইটিস এই রোগের আরও এক অন্যতম উপসর্গ৷ তবে জ্বরের মাত্রা অন্য মশাবাহিত রোগের থেকে কিছুটা কম হয়৷
advertisement
জলবাহিত রোগ
টাইফয়েড: সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া এই অসুখের অন্যতম কারণ৷ দূষিত জল, খাবার থেকেই সাধারণত এই অসুখ হয়৷ অনেকদিন ধরে থাকা, মাথাব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ইত্যাদি এই টাইফয়েডের অন্যতম
উপসর্গ
কলেরা: এটিও যেহেতু জল বাহিত রোগ, তাই দূষিত জল, বাইরের খাবার প্রভৃতির জন্য ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ারর কারণে কলেরা হয়৷ ডায়রিয়া, বমি, পায়ে ক্র্যাম্প, ডিহাইড্রেশন প্রভৃতি কলেরার প্রধান উপসর্গ৷ এছাড়া ইলোক্ট্রোলাইটের অভাবে ভারসম্যহীনতাজনিত লক্ষণও দেখা যেতে পারে৷
advertisement
ভাইরাল সংক্রমণ
ইনফ্লুয়েঞ্জা: জ্বর, কাশি, গলা ব্যথা, শরীরে ব্যথা, ক্লান্তি জ্বরের সাধারণ লক্ষণগুলোই এই মৌসুমি জ্বরের লক্ষণ৷
এছাড়াও দূষিত খাবার ও জলের মাধ্যমে ভাইরাল হেপাটাইটিসের সমস্যাও হতে পারে৷ জ্বর, জন্ডিস, পেটে ব্যথা, ক্লান্তি প্রভৃতি উপসর্গ দেখলে সচেতন হন৷
প্রতিকার
এই মৌসুমি অসুখগুলোকে প্রতিরোধ করার জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি৷
advertisement
মশা নিয়ন্ত্রণ: এই সময় জমা জলে মশা হয়৷ তাই বাড়িতে কোনও ধরনের জল জমতে দেবেন না৷ মশারি লম্বা হাতার পোশাক ব্যবহার করুন৷
সঠিক খাবার: পরিষ্কার, বিশুদ্ধ জল ব্যবহার করুন৷ ভাল করে হাত ধুয়ে নিন৷ বাইরের খাবার যত সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন৷
চিকিৎসা: বর্ষায় জ্বর হলে পর্যাপ্ত বিশ্রাম করুন৷ ডিহাইড্রেশন প্রতিরোধের জন্য ওআরএস খাওয়ার চেষ্টা করুন৷ বেশি করে জল খান৷ টাইফয়েড ও হেপাটাইটাসের মতো রোগের জন্য টিকা আছে৷ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই টিকা নিয়ে নিলে অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2024 2:09 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Monsoon Health: বর্ষাকাল সঙ্গে নিয়ে আসে কিছু ভয়ঙ্কর অসুখ,রয়েছে প্রতিকারের উপায়ও