ঐতিহাসিক সিদ্ধান্ত, আগামী বছর থেকে বিবাহিতা ও সন্তানের মায়েরাও অংশ নিতে পারবেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায়

Last Updated:

Miss Universe: ৭০ বছরের প্রাচীন এই নিয়ম পরিবর্তিত হয়ে যোগদানের পথে বড় অন্তরায় সরে গেল

৭০ বছরের প্রাচীন এই নিয়ম পরিবর্তিত হয়ে যোগদানের পথে বড় অন্তরায় সরে গেল
৭০ বছরের প্রাচীন এই নিয়ম পরিবর্তিত হয়ে যোগদানের পথে বড় অন্তরায় সরে গেল
ঐতিহাসিক সিদ্ধান্ত মিস ইউনিভার্সের মঞ্চে ৷ এ বার ব্রহ্মাণ্ডসুন্দরীর আঙিনায় অংশ নিতে পারবেন বিবাহিতারাও ৷ সৌন্দর্যের হাটে শীর্ষস্থানীয় এই প্রতিযোগিতার উদ্যোক্তারা হাঁটলেন যুগান্তকারী পরিবর্তনের পথে ৷ প্রতিযোগিণীদের যোগদানের মাপকাঠিতে আনা হল নতুন নিয়ম ৷ ফলে এ বার থেকে বিবাহিতা এবং সন্তানের মায়েরাও যোগ দিতে পারবেন এই প্রতিযোগিতায় ৷ ২০২৩ সাল থেকে এই পরিবর্তন বাস্তবায়িত হবে ৷ ৭০ বছরের প্রাচীন এই নিয়ম পরিবর্তিত হয়ে যোগদানের পথে বড় অন্তরায় সরে গেল ৷
আগামী বছর এই প্রতিযোগিতার ৭২ তম সংস্করণে প্রথম বারের জন্য সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিবাহিতা এবং সন্তানের মায়েরাও এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ৷ এত দিন পর্যন্ত শুধুমাত্র ১৮ থেকে ২৮ বছর বয়সি অবিবাহিতারাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন ৷ যোগদানের অন্যতম শর্ত ছিল, কোনও সন্তানের মা হওয়া চলবে না ৷ এখানেই শেষ নয় ৷ যিনি বিজয়িনী হতেন, তাঁকে পরবর্তী এক বছর পর্যন্ত অবিবাহিতাই থাকতে হত ৷ অর্থাৎ যত দিন না পর্যন্ত তিনি পরবর্তী কোনও ব্রহ্মাণ্ডসুন্দরীর মাথায় শিরোপা পরিয়ে দিচ্ছেন, তত দিন পর্যন্ত খাতায় কলমে আক্ষরিক অর্থেই তাঁকে থাকতে হত ‘মিস’ বা কুমারী ৷
advertisement
আরও পড়ুন : পরনে শাড়ি? নাকি লেহঙ্গা? সৈকতে একঝাঁক বিকিনিসুন্দরীদের মাঝে ভারতীয় সাজে তরুণীর ভিডিও ভাইরাল
প্রতিযোগিতার উদ্যোক্তাদের কথায়, ‘‘ আমরা বিশ্বাস করি নিজেদের জীবনের উপর মহিলাদের কর্তৃত্ব থাকা উচিত ৷ কোনও মানুষের জীবনের ব্যক্তিগত সিদ্ধান্ত যেন তাঁর সাফল্যের পথে অন্তরায় হয়ে না দাঁড়ায় ৷ ’’
advertisement
advertisement
আরও পড়ুন :  ‘তোমাকে ভালবাসি, মিস করি খুব...এটা যন্ত্রণা দেয়’, প্রয়াণের পর কেকে-এর প্রথম জন্মদিনে লিখলেন তাঁর স্ত্রী জ্যোতি
ঐতিহাসিক এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন ২০২০ সালে মিস ইউনিভার্স খেতাব জয়ী সুন্দরী অ্যান্ড্রিয়া মেজা ৷ বলেছেন, ‘‘আমি এই পরিবর্তনকে হৃদয় থেকে পছন্দ করছি ৷ সমাজে পরিবর্তনের সঙ্গে সঙ্গে মহিলারা এমন জায়গায় পৌঁছে নেতৃত্ব দিচ্ছেন, যেখানে অতীতে শুধুমাত্র পুরুষকেই দেখা যেত ৷ এটাই সময় মিস ইউনিভার্সের যোগদানের মাপকাঠির পরিবর্তনের ৷ যাতে এই প্রতিযোগিতার দ্বার বিবাহিতাদের সামনেও খুলে যায়৷’’ যাঁরা এই পরিবর্তনের বিরোধিতা করেছেন, তাঁদের মানসিকতার সমালোচনা করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী অ্যান্ড্রিয়া ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঐতিহাসিক সিদ্ধান্ত, আগামী বছর থেকে বিবাহিতা ও সন্তানের মায়েরাও অংশ নিতে পারবেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায়
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement