‘তোমাকে ভালবাসি, মিস করি খুব...এটা যন্ত্রণা দেয়’, প্রয়াণের পর কেকে-এর প্রথম জন্মদিনে লিখলেন তাঁর স্ত্রী জ্যোতি

Last Updated:

KK's Birthday : জ্যোতির এই পোস্টে আর্দ্র নেটিজেনদের হৃদয় ৷ প্রয়াণের পর প্রথম জন্মদিনে শিল্পীকে ভার্চুয়াল পোস্টে স্মরণ করেছেন তাঁর অনুরাগীরাও

কেকে এবং জ্যোতি
কেকে এবং জ্যোতি
মুম্বই : ‘শুভ জন্মদিন, প্রিয়তম ৷ তোমাকে ভালবাসি, মিস করি খুব ৷ এটা যন্ত্রণা দেয়৷’ স্বামীর ৫৪ তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় লিখলেন কেকে-এর স্ত্রী জ্যোতি ৷ শোকার্ত হৃদয়ে তিনি পোস্ট করেছেন কেকে-এর সঙ্গে তাঁর নিজের একটি পুরনো ছবি ৷ সেখানে দু’জনেই ফ্রেমবন্দি হয়েছেন মজার মুহূর্তে ৷ এলোমেলো মুডে লেন্সবন্দি দম্পতির সেই ছবি মুহূর্তে মন জয় করে নিয়েছে নেটিজেনদের ৷ ছবিতে দেখা যাচ্ছে কেকে-এর আলিঙ্গনে থাকা জ্যোতি তাকিয়ে আছেন তাঁর স্বামীর দিকে৷ দু’জনের ঘনিষ্ঠ সেই ছবি পোস্ট করা হয়েছে হৃদয়ের ইমোজির ভিতরে ৷
মঙ্গলবার সকালে জ্যোতির এই পোস্টে আর্দ্র নেটিজেনদের হৃদয় ৷ প্রয়াণের পর প্রথম জন্মদিনে শিল্পীকে ভার্চুয়াল পোস্টে স্মরণ করেছেন তাঁর অনুরাগীরাও৷ গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কেকে ৷ তাঁর মতো জনপ্রিয় শিল্পীর আকস্মিক অকালমৃত্যু শ্রোতাদের কাছে দুঃস্বপ্নের মতো ৷ এখনও সেই দুঃস্বপ্নের ঘোর তাঁরা কাটিয়ে উঠতে পারেননি ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ১৫০-র বেশি টিভি শো ও ছবিতে অভিনয়, ৩০ বছর অভিনয়ের পর সন্ন্যাস গ্রহণ অভিনেত্রীর
তাঁর গানের মতো কেকে-এর প্রেমপর্বও ছিল রূপকথার মতো ৷ একবার কপিল শর্মার শো-এ এসে তিনি বলেছিলেন জীবনে একটি মেয়ের সঙ্গেই তাঁর প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছে ৷ এবং যাঁর প্রেমে পড়েছেন, সেই জ্যোতিকেই পরবর্তীতে বিয়ে করেছেন কেকে ৷ স্কুলজীবনের বান্ধবী তথা পরবর্তীতে প্রেমিকা জ্যোতিকে ১৯৯১ সালে বিয়ে করেন কেকে ৷ তখনও তাঁর গানের কেরিয়ার শুরু হয়নি ৷ পরে যখন কেকে সিদ্ধান্ত নেন গানবাজনাকেই তিনি পেশা করবেন, তাঁর পাশে ভরসার মূল স্তম্ভ হয়ে ছিলেন সহধর্মিণী জ্যোতি ৷ তাঁদের ছেলে নকুল এবং মেয়ে তামারা-ও সঙ্গীতচর্চা করেন ৷ সম্প্রতি তাঁদের বাবার জনপ্রিয় ‘ইয়ারোঁ’ গানটিকে নতুন করে গেয়েছেন দুই ভাইবোন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তোমাকে ভালবাসি, মিস করি খুব...এটা যন্ত্রণা দেয়’, প্রয়াণের পর কেকে-এর প্রথম জন্মদিনে লিখলেন তাঁর স্ত্রী জ্যোতি
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement