Viral: Cat with 4 ears: হৃদয়চিহ্ন পেটে, মাথায় ৪ কান, নেটমাধ্যমে জনপ্রিয় বিড়ালছানা অবশেষে পেল তার নিজের বাড়ি

Last Updated:

Viral: Cat with 4 ears: চার মাস বয়সি এই বিড়ালছানার নাম ‘মিডাস’ (Midas)৷ রুশ প্রজাতির বিড়ালকে দত্তক নিয়েছেন তুরস্কের এক মহিলা৷

চার মাস বয়সি এই বিড়ালছানার নাম ‘মিডাস’ (Midas)
চার মাস বয়সি এই বিড়ালছানার নাম ‘মিডাস’ (Midas)
নয়াদিল্লি : আজন্ম চারটি কানের মালিক বিড়ালছানা অবশেষে তার ঘরবাড়ি খুঁজে পেল (cat with four ears) ৷ সামাজিক মাধ্যমে তাকে দত্তক নেওয়ার খবর এখন ভাইরাল৷ চার মাস বয়সি এই বিড়ালছানার নাম ‘মিডাস’ (Midas)৷ রুশ প্রজাতির বিড়ালকে দত্তক নিয়েছেন তুরস্কের এক মহিলা৷
দু’টি স্বাভাবিক কানের নীচে আরও দু’টি ছোট কান আছে মিডাসের৷ ইনস্টাগ্রামে তার ছবি অনেক দিনই ভাইরাল৷ পশু চিকিৎসকদের ধারণা, জিনগত মিউটেশনের জন্যই বাড়তি এক জোড়া কান প্রাপ্তি হয়েছে মিডাসের৷
আরও পড়ুন : লাল জুতো পায়ে এক হাঁস ম্যারাথনে পাল্লা দিল ‘মানুষ প্রতিযোগীদের’ সঙ্গে
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের বাসিন্দা ক্যানিস ডোসমেসি এবং তাঁর পার্টনার দত্তক নিয়েছেন মিডাসকে৷ এর আগেও পশুপ্রাণীকে দত্তক নিয়েছেন এই জুটি৷
advertisement
advertisement
মিডাসের ইনস্টাগ্রাম পেজে দেখা যায়, সুজি নামের একটি কুকুরের সঙ্গে খেলছে মিডাস৷ তাদের খেলার ছবি নেটিজেনদের মন জয় করেছে৷ পশুপ্রেমীদের ধারণা, তারা একে অন্যের সঙ্গ ও সখ্য উপভোগ করছে৷
আরও পড়ুন : কৃষিকাজ বন্ধ করিয়ে বনবিড়ালের ‘ওভারটাইম’! এক এক করে ছানাদের নিয়ে গেল বনের গভীরে
শুধু দু’জোড়া কানই নয়৷ মিডাসের দেহে আরও বৈশিষ্ট্য আছে৷ ধূসর কালো মেশানো রঙের দেহে এই মেনিবিড়ালের পেটের ঠিক মাঝে আছে সাদা ‘হৃদয় চিহ্ন’৷ মিডাসের পালিকার কথায়, ‘‘মিডাস খুব খেলা করতে ভালবাসে৷ সেইসঙ্গে খুব মিশুকেও৷ তবে ও সারা দিন ঘুমিয়ে থাকে৷ রাতে জেগে থাকে৷’’
advertisement
আরও পড়ুন : গ্রামের পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিং কোবরা
বিড়ালদের দত্তক নিয়ে পোষ্য করার এই ট্রেন্ড সম্পূর্ণ বিদেশি নয়৷ আমাদের দেশেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই রীতি৷ ২০১৭ সালে কচ্ছের এক ব্যবসায়ী তৈরি করেছেন বিড়াল বাগিচা বা ক্যাট গার্ডেন৷ চার বছরের মধ্যে সেখানে এখন ২০০-র বেশি বিড়াল বাসিন্দা৷ নিজের মৃত বোনের নামে এই বাগিচা উৎসর্গ করেছেন ওই ব্যবাসায়ী৷ প্রতি মাসে তাদের রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় হয় প্রায় দেড় লক্ষ টাকা৷ এই খরচের ৯০ শতাংশ ভাগই বহন করেন ব্যবসায়ী ও তাঁর স্ত্রী৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: Cat with 4 ears: হৃদয়চিহ্ন পেটে, মাথায় ৪ কান, নেটমাধ্যমে জনপ্রিয় বিড়ালছানা অবশেষে পেল তার নিজের বাড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement