Viral: Cat with 4 ears: হৃদয়চিহ্ন পেটে, মাথায় ৪ কান, নেটমাধ্যমে জনপ্রিয় বিড়ালছানা অবশেষে পেল তার নিজের বাড়ি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral: Cat with 4 ears: চার মাস বয়সি এই বিড়ালছানার নাম ‘মিডাস’ (Midas)৷ রুশ প্রজাতির বিড়ালকে দত্তক নিয়েছেন তুরস্কের এক মহিলা৷
নয়াদিল্লি : আজন্ম চারটি কানের মালিক বিড়ালছানা অবশেষে তার ঘরবাড়ি খুঁজে পেল (cat with four ears) ৷ সামাজিক মাধ্যমে তাকে দত্তক নেওয়ার খবর এখন ভাইরাল৷ চার মাস বয়সি এই বিড়ালছানার নাম ‘মিডাস’ (Midas)৷ রুশ প্রজাতির বিড়ালকে দত্তক নিয়েছেন তুরস্কের এক মহিলা৷
দু’টি স্বাভাবিক কানের নীচে আরও দু’টি ছোট কান আছে মিডাসের৷ ইনস্টাগ্রামে তার ছবি অনেক দিনই ভাইরাল৷ পশু চিকিৎসকদের ধারণা, জিনগত মিউটেশনের জন্যই বাড়তি এক জোড়া কান প্রাপ্তি হয়েছে মিডাসের৷
আরও পড়ুন : লাল জুতো পায়ে এক হাঁস ম্যারাথনে পাল্লা দিল ‘মানুষ প্রতিযোগীদের’ সঙ্গে
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের বাসিন্দা ক্যানিস ডোসমেসি এবং তাঁর পার্টনার দত্তক নিয়েছেন মিডাসকে৷ এর আগেও পশুপ্রাণীকে দত্তক নিয়েছেন এই জুটি৷
advertisement
advertisement

মিডাসের ইনস্টাগ্রাম পেজে দেখা যায়, সুজি নামের একটি কুকুরের সঙ্গে খেলছে মিডাস৷ তাদের খেলার ছবি নেটিজেনদের মন জয় করেছে৷ পশুপ্রেমীদের ধারণা, তারা একে অন্যের সঙ্গ ও সখ্য উপভোগ করছে৷
আরও পড়ুন : কৃষিকাজ বন্ধ করিয়ে বনবিড়ালের ‘ওভারটাইম’! এক এক করে ছানাদের নিয়ে গেল বনের গভীরে
শুধু দু’জোড়া কানই নয়৷ মিডাসের দেহে আরও বৈশিষ্ট্য আছে৷ ধূসর কালো মেশানো রঙের দেহে এই মেনিবিড়ালের পেটের ঠিক মাঝে আছে সাদা ‘হৃদয় চিহ্ন’৷ মিডাসের পালিকার কথায়, ‘‘মিডাস খুব খেলা করতে ভালবাসে৷ সেইসঙ্গে খুব মিশুকেও৷ তবে ও সারা দিন ঘুমিয়ে থাকে৷ রাতে জেগে থাকে৷’’
advertisement
আরও পড়ুন : গ্রামের পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিং কোবরা
বিড়ালদের দত্তক নিয়ে পোষ্য করার এই ট্রেন্ড সম্পূর্ণ বিদেশি নয়৷ আমাদের দেশেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই রীতি৷ ২০১৭ সালে কচ্ছের এক ব্যবসায়ী তৈরি করেছেন বিড়াল বাগিচা বা ক্যাট গার্ডেন৷ চার বছরের মধ্যে সেখানে এখন ২০০-র বেশি বিড়াল বাসিন্দা৷ নিজের মৃত বোনের নামে এই বাগিচা উৎসর্গ করেছেন ওই ব্যবাসায়ী৷ প্রতি মাসে তাদের রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় হয় প্রায় দেড় লক্ষ টাকা৷ এই খরচের ৯০ শতাংশ ভাগই বহন করেন ব্যবসায়ী ও তাঁর স্ত্রী৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2021 9:57 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: Cat with 4 ears: হৃদয়চিহ্ন পেটে, মাথায় ৪ কান, নেটমাধ্যমে জনপ্রিয় বিড়ালছানা অবশেষে পেল তার নিজের বাড়ি