Viral : Duck in Marathon : লাল জুতো পায়ে এক হাঁস ম্যারাথনে পাল্লা দিল ‘মানুষ প্রতিযোগীদের’ সঙ্গে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ম্যারাথনের বাকি প্রতিযোগীদের সঙ্গে সমানতালে পা মিলিয়ে গেল একটি হাঁস (Duck in Marathon)৷ তার দু’ পায়ে পরা লাল জুতো!
নিউ ইয়র্ক : এ যেন লালজুতো পায়, প্যাঁকপ্যাঁক যায়! নিউ ইয়র্ক ম্যারাথনের (New York City Marathon ) ছবি দেখে এ কথা বলাই যায়৷ ম্যারাথনের বাকি প্রতিযোগীদের সঙ্গে সমানতালে পা মিলিয়ে গেল একটি হাঁস (Duck in Marathon)৷ তার দু’ পায়ে পরা লাল জুতো!
ইনস্টাগ্রামে ভিডিওতে দেখা গিয়েছে, নিউইয়র্কের রাস্তা ধরে লালজুতো পরা ওই হাঁস ছুটে চলেছে৷ মাঝে মাঝেই এদিক ওদিক মাথা ঘোরাচ্ছে৷ মুখে অবিরত ‘প্যাঁকপ্যাঁক’৷ প্রতিযোগী থেকে শুরু করে পথচারী, সকলের নজর কেড়ে নিয়েছে প্রতিযোগী হাঁস৷ সবথেকে আকর্ষণীয় তার লাল জুতোজোড়াও৷ বাকিরা তাকে ‘উৎসাহ’ জানিয়ে গিয়েছে সমানে৷
আরও পড়ুন : গ্রামের পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিং কোবরা
ইনস্টাগ্রামে ‘সিডাক্টিভ’ নামে পোস্ট করা হয়েছে ম্যারাথনার হাঁসের ভিডিও৷ যদিও শব্দের খেলায় ‘সিডাক্টিভ’-এর ইংরেজি বানান লেখা হয়েছে ‘Seducktive’৷ ভিডিওর সঙ্গে লেখা হয়েছে ‘‘আমি নিউইয়র্ক ম্যারাথনে দৌড়েছি৷ পরের বছর আমি আরও ভাল পারফর্ম করব৷ সকল মানুষ, যাঁরা আমাকে উৎসাহ দিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ৷’’
advertisement
advertisement

আরও পড়ুন : কৃষিকাজ বন্ধ করিয়ে বনবিড়ালের ‘ওভারটাইম’! এক এক করে ছানাদের নিয়ে গেল বনের গভীরে
এই পোস্ট ৬২ হাজরের বেশি ‘লাইক’ পেয়েছে৷ গত দু’দিনে দেখা হয়েছে ১.৮ মিলিয়ন বার৷ নেটিজেনরা উচ্ছ্বসিত এই ভিডিও দেখে৷ এক জন লিখেছেন ‘এ যে অবিশ্বাস্য!’ এত মানুষের সঙ্গে তাকে সহজভাবে থাকতে দেখে মুগ্ধ ট্যুইটারেত্তিরা৷ তাঁদের নজর কেড়ে নিয়েছে হাঁসের পায়ের লাল জুতোজোড়াও৷
advertisement
আরও পড়ুন : হিমাঙ্কের নীচে থাকা গ্রামে পথের পাশে অমূল্য সম্পদ! ঠাকুমা-নাতনির আনন্দ ছুঁয়ে গেল নেটিজেনদেরও
অবশ্য ম্যারাথনে পশুপ্রাণীর নজর কেড়ে নেওয়া এই প্রথম নয়৷ কিছু বছর আগে অস্ট্রেলিয়ার হাফ ম্যারাথনে অংশ নিয়েছিল একটি সারমেয়! আড়াই ঘণ্টায় প্রতিযোগিতা শেষ করার পর একটি পদকও দেওয়া হয় তাকে৷ সে বারও দর্শক এবং বাকি প্রতিযোগীদের মন জয় করে নেয় সেই চতুষ্পদ প্রতিযোগী৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2021 3:59 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral : Duck in Marathon : লাল জুতো পায়ে এক হাঁস ম্যারাথনে পাল্লা দিল ‘মানুষ প্রতিযোগীদের’ সঙ্গে