Viral : Duck in Marathon : লাল জুতো পায়ে এক হাঁস ম্যারাথনে পাল্লা দিল ‘মানুষ প্রতিযোগীদের’ সঙ্গে

Last Updated:

ম্যারাথনের বাকি প্রতিযোগীদের সঙ্গে সমানতালে পা মিলিয়ে গেল একটি হাঁস (Duck in Marathon)৷ তার দু’ পায়ে পরা লাল জুতো!

নিউ ইয়র্ক :  এ যেন লালজুতো পায়, প্যাঁকপ্যাঁক যায়! নিউ ইয়র্ক ম্যারাথনের (New York City Marathon ) ছবি দেখে এ কথা বলাই যায়৷ ম্যারাথনের বাকি প্রতিযোগীদের সঙ্গে সমানতালে পা মিলিয়ে গেল একটি হাঁস (Duck in Marathon)৷ তার দু’ পায়ে পরা লাল জুতো!
ইনস্টাগ্রামে ভিডিওতে দেখা গিয়েছে, নিউইয়র্কের রাস্তা ধরে লালজুতো পরা ওই হাঁস ছুটে চলেছে৷ মাঝে মাঝেই এদিক ওদিক মাথা ঘোরাচ্ছে৷ মুখে অবিরত ‘প্যাঁকপ্যাঁক’৷ প্রতিযোগী থেকে শুরু করে পথচারী, সকলের নজর কেড়ে নিয়েছে প্রতিযোগী হাঁস৷ সবথেকে আকর্ষণীয় তার লাল জুতোজোড়াও৷ বাকিরা তাকে ‘উৎসাহ’ জানিয়ে গিয়েছে সমানে৷
আরও পড়ুন : গ্রামের পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার ১২ ফুট লম্বা কিং কোবরা
ইনস্টাগ্রামে ‘সিডাক্টিভ’ নামে পোস্ট করা হয়েছে ম্যারাথনার হাঁসের ভিডিও৷ যদিও শব্দের খেলায় ‘সিডাক্টিভ’-এর ইংরেজি বানান লেখা হয়েছে ‘Seducktive’৷ ভিডিওর সঙ্গে লেখা হয়েছে ‘‘আমি নিউইয়র্ক ম্যারাথনে দৌড়েছি৷ পরের বছর আমি আরও ভাল পারফর্ম করব৷ সকল মানুষ, যাঁরা আমাকে উৎসাহ দিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : কৃষিকাজ বন্ধ করিয়ে বনবিড়ালের ‘ওভারটাইম’! এক এক করে ছানাদের নিয়ে গেল বনের গভীরে
এই পোস্ট ৬২ হাজরের বেশি ‘লাইক’ পেয়েছে৷ গত দু’দিনে দেখা হয়েছে ১.৮ মিলিয়ন বার৷ নেটিজেনরা উচ্ছ্বসিত এই ভিডিও দেখে৷ এক জন লিখেছেন ‘এ যে অবিশ্বাস্য!’ এত মানুষের সঙ্গে তাকে সহজভাবে থাকতে দেখে মুগ্ধ ট্যুইটারেত্তিরা৷ তাঁদের নজর কেড়ে নিয়েছে হাঁসের পায়ের লাল জুতোজোড়াও৷
advertisement
আরও পড়ুন : হিমাঙ্কের নীচে থাকা গ্রামে পথের পাশে অমূল্য সম্পদ! ঠাকুমা-নাতনির আনন্দ ছুঁয়ে গেল নেটিজেনদেরও
অবশ্য ম্যারাথনে পশুপ্রাণীর নজর কেড়ে নেওয়া এই প্রথম নয়৷ কিছু বছর আগে অস্ট্রেলিয়ার হাফ ম্যারাথনে অংশ নিয়েছিল একটি সারমেয়! আড়াই ঘণ্টায় প্রতিযোগিতা শেষ করার পর একটি পদকও দেওয়া হয় তাকে৷ সে বারও দর্শক এবং বাকি প্রতিযোগীদের মন জয় করে নেয় সেই চতুষ্পদ প্রতিযোগী৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral : Duck in Marathon : লাল জুতো পায়ে এক হাঁস ম্যারাথনে পাল্লা দিল ‘মানুষ প্রতিযোগীদের’ সঙ্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement