Mayapur ISKCON: মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব তিথি উপলক্ষে ১০০ দেশের পাঁচ হাজার ভক্ত নিয়ে চলছে ইসকনের দ্বীপ পরিক্রমা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mayapur ISKCON: মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এই পরিক্রমায় অংশ নিয়ে হাজারো হাজার ভক্ত এখন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে
মৈনাক দেবনাথ, মায়াপুর: শুরু হল মায়াপুর ইসকন পরিচালিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। বিশ্বের ১০০ টি দেশ থেকে হাজার হাজার দেশি ও বিদেশি ভক্ত যোগ দিয়েছেন এই পরিক্রমায়। পরিক্রমা চলবে ১৮ মার্চ পর্যন্ত। নদিয়ার নবদ্বীপের নয়টি দ্বীপ ঘুরে কীর্তন সহযোগে এই পরিক্রমা ফের মায়াপুর ইসকনে ফিরে যাবে। মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এই পরিক্রমায় অংশ নিয়ে হাজার হাজার ভক্ত এখন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছেন। কখনও জলপথে কখনও স্থলপথে নবদ্বীপের নয়টি দ্বীপে এখন পরিভ্রমণে ব্যস্ত হাজার হাজার স্থানীয় ও বিদেশি ভক্তরা। নদিয়ার ইসকন মায়াপুরের মন্দিরগুলিতে একমাস ব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হাজার, হাজার দেশি ও বিদেশি ভক্ত উপস্থিত হয়েছেন এই আবির্ভাব তিথি উপলক্ষে।
চৈতন্য কথার অর্থ ‘চেতনা’। যাঁর মধ্যে প্রকৃত চেতনার বিকাশ ঘটেছে, তাঁকে ‘মহাপ্রভু’ অর্থাত্ মহান গুরু বা ঈশ্বরের আখ্যা দিয়েছেন তাঁর অনুগামীরা। ১০০ দেশের পাঁচ হাজার ভক্ত নিয়ে মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব দিবস উপলক্ষে শুরু হল নবদ্বীপ ইসকনের মণ্ডল পরিক্রমা ৷
আরও পড়ুন : কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্যের যম পটল ব্লাড সুগারে খাওয়া যায়? পটল খেলে কতটা বাড়ে ডায়াবেটিস? জানুন
এ বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “প্রতি বছরই মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে প্রায় এক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। ৫৩৮ তম আবির্ভাব দিবস উপলক্ষে বেশ কয়েকদিন আগে থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে।” আপাতত গৌড় পূর্ণিমা উৎসব উপলক্ষে দেশি ও বিদেশি ভক্তদের আনাগোনা লেগেই রয়েছে, মন্দিরনগরী নবদ্বীপ ধাম ও মায়াপুর ইসকনে।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2024 7:38 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mayapur ISKCON: মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব তিথি উপলক্ষে ১০০ দেশের পাঁচ হাজার ভক্ত নিয়ে চলছে ইসকনের দ্বীপ পরিক্রমা