#কলকাতা: একাধিক গবেষণায়জানা গিয়েছে গর্ভবতী মহিলাদের সন্তানের জন্মের আগে ও পরে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা একটু বেশিই থাকে ৷ মায়ো ক্লিনিক আমেরিকার একটি জার্নালে প্রকাশিত হয়েছে বেশিরভাগ মহিলাদের সন্তানের জন্মের আগে ও পরে প্রবল হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে ৷
অতিরিক্ত পরিমাণে স্ট্রেস গর্ভবতী মহিলাদের শরীর ও হৃদয়কে ক্ষতিগ্রস্ত করে থাকে ৷ অকারণে ঝুঁকি নেওয়ার প্রবণতা, মানসিক চাপ খাবারের অনিয়ম এই সবই ক্ষতি করতে পারে ৷ যে সম্স্ত মহিলাদের ডায়বিটিস আছে তাঁদের একটু বেশি পরিমাণেই হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতাই বেশি থাকে ৷
গবেষণায় জানা গিয়েছে ৪৯,৮২৯,৭৫৩ হাসপাতালে শিশুর জন্মের বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকায় ১,০৬১ মহিলার মৃত্যু হয়ে থাকে লেবার রুম ও শিশুর জন্মের সময়ে ৷ ৯২২ মহিলারা শিশুর জন্মের আগে হৃদ সংক্রান্ত বিষয়ে ৷ ২,৩৯০ হৃদরোগ হয়ে থাকে শিশুর জন্মের দিন যত এগিয়ে আসতে ৷ বিখ্যাত লেখক নাথিনেল স্মিলউইথ জানিয়েছেন বেশিরভাগ মহিলারা গর্ভবস্থার দরুণ হৃদরোগে আক্রান্ত হওয়া থেকেো বাঁচতে পারেন যদি তাঁরা জানতে পারেন এর থেকে বাঁচার উপায় গুলি ৷
তাই প্রতিটি মহিলারই উটিৎ গর্ভবতী হওয়ার পরে নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখা ৷ তাহলেই কমতে পারে গর্ভাবস্থায় হৃদরোগে আক্রান্তের সংখ্যা ৷
আরও পড়ুন : ভাল থাকতে রোজ পেঁয়াজ, থাকবেন সুস্থ, পাবেন রোগমুক্ত সুন্দর জীবন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Attack, Heart, Possibility, Pregnant, Women