Marketing Ideas:ভ্যালেন্টাইন্স ডে-ই করে তুলুক লাখপতি, শুরু করতে পারেন নতুন এই ব্যবসা, টাকার বৃষ্টি হবে

Last Updated:

ভালোবাসার এই উৎসবই হয়ে উঠতে পারে উপার্জনের উপায়। জুটিরা সব সময়েই চান বিশেষ কিছু করতে একে অপরের জন্য, সব প্রতিষ্ঠান সেই সুযোগ দেয় না।

Conversation hearts
Conversation hearts
ভালোবাসা হৃদয়ের ব্যাপার, টাকা-পয়সা দেখে তা হয় না। তবে মনের মানুষের জন্য কিছু করতে গেলে টাকা ফেলতে হয় বইকি। বিশেষ করে সপ্তাহটা যদি হয় ভ্যালেন্টাইন্স উইক, দিনটা যদি হয় ভ্যালেন্টাইন্স ডে।
আর ভালোবাসার এই উৎসবই হয়ে উঠতে পারে উপার্জনের উপায়। জুটিরা সব সময়েই চান বিশেষ কিছু করতে একে অপরের জন্য, সব প্রতিষ্ঠান সেই সুযোগ দেয় না। কীভাবে সেই সুযোগ দিয়ে ভ্যালেন্টাইন্স ডে-তে পাকাপাকি ভাবে নিজের জায়গা করে নেওয়া যায়, দেখে নেওয়া যাক কিছু নতুন রকমের ব্যবসার সূত্রে।
লেখালিখি
advertisement
কনটেন্ট রাইটিংয়েরই এ এক অন্য রূপ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে স্রেফ ঢাক একটু জোরে পেটাতে হবে, নিয়মিত প্রচার চালিয়ে যেতে হবে। জুটিদের জানাতে হবে যে তাঁদের মনের কথা কবিতায় লিখে দেবে এই প্রতিষ্ঠান। বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে একটা ভালোবাসার চিঠি। লেখা একটা টেমপ্লেটে ফেলে পিডিএফ করে পাঠিয়ে দিতে হবে ক্লায়েন্টকে। তিনি চাইলে প্রিন্ট আউট করাবেন, না চাইলে ভালোবাসার গোপন কথা থাকবে শুধু দুজনের মধ্যেই, পাঁচকান হবে না।
advertisement
ফুলের সাজ
শহরের অনেক দোকানই ভ্যালেন্টাইন্স ডে-তে ফুলের পসরা সাজিয়ে বসবে। এখানে আনতে হবে একটু সৃজনশীলতার ছোঁয়া। অন্যদের চেয়ে এগিয়ে থাকতে সরাসরি ক্লায়েন্টকেই জিজ্ঞাসা করে নেওয়া যেতে পারে তিনি কেমন ভাবে ফুল চাইছেন। কাস্টমাইজেশনের বাজার সচরাচর মার খায় না। রাখা যায় কিছু অভিনব জিনিসও। ফুলের একটা আংটি, ফুল দিয়ে তৈরি ফটোফ্রেম বা লাল গোলাপের নেকলেস- বাজারে আসতে না আসতেই ফুরিয়ে যাবে।
advertisement
তোর নাম
এই ব্যবসাও পার্সোনালাইজেশন আর কাস্টমাইজেশনেরই এক আদল। ফুলের বদলে এখানে থাক হাতে তৈরি চকোলেট। তার আকারে যেমন অভিনবত্ব আনা যেতে পারে, তেমনই সাদামাটা চকোলেট বারকেও করে তোলা যায় এক লহমায় স্পেশ্যাল। কীভাবে? খুব সহজে। স্রেফ সোশ্যাল মিডিয়া প্রচারের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে এই কথা- চকোলেটের ওপরে সুন্দর নকশায় লিখে দেওয়া হবে ক্লায়েন্টের সঙ্গী বা সঙ্গিনীর নাম। সঙ্গে থাক চকোলেটের ছবিও। টানে পয়সা আসবেই, দম ফেলারও ফুরসত থাকবে না ভ্যালেন্টাইন্স ডে-তে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Marketing Ideas:ভ্যালেন্টাইন্স ডে-ই করে তুলুক লাখপতি, শুরু করতে পারেন নতুন এই ব্যবসা, টাকার বৃষ্টি হবে
Next Article
advertisement
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর
  • তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ !

  • মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল?

  • পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর

VIEW MORE
advertisement
advertisement