ঐশ্বর্য রাই বচ্চনের মতো ফক্সি আই মেকআপ করতে চান? দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড!
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
ঐশ্বর্যর চোখের মেকআপও চোখ ধাঁধাঁনো। বিশেষ করে ফক্সি আই মেকআপ। কীভাবে করেন ঐশ্বর্য? দেখে নেওয়া যাক সেটাই।
#কলকাতা: ‘‘ও গো কাজল নয়না হরিণী’’- কথাটা বোধহয় ঐশ্বর্য রাই বচ্চনের জন্যই তৈরি হয়েছে। চল্লিশ পেরিয়ে গিয়েছেন কবেই। কিন্তু সৌন্দর্যে টোল পড়েনি এতটুকু। মেকআপের মাধ্যমে সৌন্দর্যকে কীভাবে বাড়িয়ে তুলতে হয় সেটা তাঁর থেকে ভাল সত্যি কেউ জানে না। শুধু ত্বক বা চুলের স্টাইলে নয়, ঐশ্বর্যর চোখের মেকআপও চোখ ধাঁধাঁনো। বিশেষ করে ফক্সি আই মেকআপ। কীভাবে করেন ঐশ্বর্য? দেখে নেওয়া যাক সেটাই।
চোখের কোণে টেপ: চোখের কোণে টেপ লাগিয়ে শুরু করতে হবে ফক্সি আই মেকআপ। চোখের বাইরের কোণ থেকে ভ্রু-র দিকে তির্যকভাবে লাগাতে হবে। মেকআপ যাতে ছড়িয়ে না পড়ে তাই এই ব্যবস্থা।
আইশ্যাডো প্রাইমার: এরপর চোখের পুরো পাতায় আইশ্যাডো প্রাইমার অথবা কনসিলার লাগাতে হবে। এটা একটা সমান ক্যানভাস তৈরি করবে। চোখ দেখাবে পরিষ্কার। মেকআপকে অন্য মাত্রায় নিয়ে যাবে এই প্রাইমার।
advertisement
advertisement
আরও পড়ুন - FIFA World Cup 2022: কাতারে ব্যাপক বেড়েছে ডিমের চাহিদা, সাপ্লাই দিতে গিয়ে ভারতেও লাফিয়ে বাড়তে পারে দাম
স্মোকি লুক: ছোট স্মাডিং ব্রাশ দিয়ে টেপের কাছাকাছি স্মাজড করতে হবে। ভাল ভাবে মিশিয়ে নিতে হবে যাতে স্মোকি দেখায়। ব্রাশ যত চোখের কাছাকাছি আসবে তীব্রতা তত কমবে।
advertisement
বাইরের কোণে গাঢ় রঙের শেড: চোখের বাইরের কোণে সামান্য গাঢ় বাদামি আইশ্যাডো ব্যবহার করতে হবে। প্রথমে যেখানে স্মাজড করা হয়েছে একই ভাবে ধীরে ধীরে নামতে হবে নিচের দিকে।
আরও পড়ুন - Viral Reels: পুরো ‘‘এ কেওড়া’’ ইস্টাইল, ধোনির ডান্স দেখে ‘বোলতি বন্ধ’ নেটিজেনদের, রইল ভিডিও
advertisement
এবার আইলাইনার: এর সঙ্গে আইলাইনার ব্যবহার করতে চাইলে খেয়াল রাখতে হবে যেন পাতলা হয়। মাঝখান থেকে শুরু করে ভ্রুর শেষ দিকে টানতে হবে। এটা দীর্ঘ এবং ভরাট চোখের লুক এনে দেবে।
চোখের ভিতরের কোণ: এবার চোখের ভিতরের কোণে হালকা বাদামি রঙের আউটলাইন তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে যেন বাইরের কোণের সঙ্গে যেন ভারসাম্য বজায় থাকে।
advertisement
ভ্রু-তে ব্রাশ: হালকা স্ট্রোকে আঁকতে হবে ভ্রু। এ জন্য ব্রাউন ব্রাউ পাউডার ব্যবহার করা যায়। ব্রাশ দিয়ে হালকা করে এঁকে নিতে হবে।
ভ্রুর হাড় হাইলাইট: টেপটা সরিয়ে আলগা পাউডার দিয়ে নিচের অংশ হাইলাইট করতে হবে। চোখের ভিতরের কোণে এবং ভ্রুর নিচে সূক্ষ হাইলাইটার ব্যবহার করতে ভুললে চলবে না।
advertisement
ফলস ল্যাশ: এবার চোখে লাগাতে হবে ফলস ল্যাশ। তাহলেই মেকআপ সম্পূর্ণ। চোখের মাঝখান থেকে বাইরের কোণে লাগানোই উচিত। এটা দীর্ঘ চোখের বিভ্রম তৈরি করতে সাহায্য করবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 4:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঐশ্বর্য রাই বচ্চনের মতো ফক্সি আই মেকআপ করতে চান? দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড!