ভারতের ১১১০ পোলট্রি ফার্ম রয়েছে তামিলনাড়ুর নামক্কালালে সেখানে প্রায় সাড়ে পাঁচ কোটি থেকে ৬ কোটি ডিম প্রতিদিন উৎপাদন হয়েছে৷ এই বিপুল পরিমাণ ডিমের থেকে দেড় কোটি থেকে পৌনে দু কোটি ডিম কেরলে যায়৷ ৪৫ লক্ষ ডিম দুপুরের মিল স্কিমে যায়, ৪০ লক্ষ ডিম বেঙ্গালুরু যায়৷ বাকিটা দেশের বিভিন্ন অংশে চলে যায়৷