Makeup Tips: বেস থেকে হাইলাইট, মুখের মেক-আপে কখন ব্যবহার করবেন কোন ব্রাশ? দেখে নিন এক নজরে!

Last Updated:

শুধু মুখে মেক-আপ করার জন্য কোন ব্রাশের কী ব্যবহার তা আমরা অনেকেই জানি না। এক নজরে দেখে নেওয়া যাক মেক-আপ ব্রাশের খুঁটিনাটি।

Makeup Tips
Makeup Tips
#কলকাতা: হরেক কিসিমের মেক-আপ ব্রাশ। কোনটা গোল, কোনটা হাত পাখার মতো আবার কোনটা কৌণিক। কোনটা চোখের, কোনটা ঠোঁটের, কোনটা গালের। কিন্তু কোন শুধু মুখে মেক-আপ করার জন্য কোন ব্রাশের কী ব্যবহার তা আমরা অনেকেই জানি না। এক নজরে দেখে নেওয়া যাক মেক-আপ ব্রাশের খুঁটিনাটি।
১. কাবুকি
এ ধরনের ব্রাশ মেক-আপের বেস তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঘন ব্রিসল আর একটু বড় আকারের ব্রাশ ব্যবহার করলে একবারে মুখের অনেকটা অংশে ফাউন্ডেশন লাগিয়ে ফেলা যায়।
২. কনট্যুর
এটিতেও প্রায় কাবুকির মতোই ঘন ব্রিসল থাকে। তবে এর বিশেষত কৌণিক আকারে। কনট্যুর করার জন্যই এই কৌণিক আকৃতি। এতে খুব সহজে এবং যথাযথ ভাবে মুখের বিভিন্ন অংশে ক্রিম বা পাউডার কনট্যুরিং করে ফেলা যায়।
advertisement
advertisement
৩. কনসিলার ব্রাশ
কনসিলার বিষয়টাই খুব সূক্ষ্ম। সে জন্য কনসিলার ব্রাশও একটু ছোট হয়ে থাকে। আর এর বিশেষত্ব খানিকটা ডিম্বাকার ব্রিসল। এই বিশেষ আকৃতির কারণে চোখের কোণ বা ঠোঁটের কষের মতো সূক্ষ্ণ এলাকায় কনসিলার খুব ভাল ভাবে মিশে যেতে পারে।
advertisement
৪. পাউডার ব্রাশ
পাউডার ব্রাশই বোধহয় একমাত্র মেক-আর ব্রাশ যা একা একা ঘুরে বেড়ায়, মানে একটি ইউনিট কিনতে পাওয়া যায়। খুব বড় তুলতুলে এই ব্রাশের সাহায্যে সারা মুখে বুলিয়ে নেওয়া যায় পাউডার। প্রথমে লুজ পাউডার বা কমপ্যাক্টের উপর বুলিয়ে নিতে হয় ব্রাশ। অতিরিক্ত পাউডার ঝেরে ফেলে মুখে ঘুরিয়ে নিলেই ঝকঝকে ম্যাট লুক তৈরি।
advertisement
৫. ব্লাশ ব্রাশ
অনেকটা ঠিক পাউডার ব্রাশের মতোই দেখতে। তবে আকারে কিছুটা ছোট। কারণ মুখের একটু ছোট অংশে এর ব্যবহার হয়। আর মাথাটাও বেশ খানিটা ভোঁতা হতে পারে। নাম থেকেই বোঝা যায় গালের রক্তিম আভা ধরে রাখতেই এর ব্যবহার।
৬. ফ্যান ব্রাশ
ব্রাশের সংসারে এ বোধহয় সব থেকে মনোহারি দেখতে। একেবারে জাপানি হাতপাখার মতো আকৃতি। আর এর কাজই হল খুব সূক্ষ্ম ভাবে মুখের উপর হাইলাইটারের চাকচিক্য এনে দেওয়া।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Makeup Tips: বেস থেকে হাইলাইট, মুখের মেক-আপে কখন ব্যবহার করবেন কোন ব্রাশ? দেখে নিন এক নজরে!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement