Monsoon Wedding: ভরা বর্ষায় বিয়ে! কনের মেক আপ-এর ক্ষেত্রে কয়েকটি দিক মাথায় রাখতে হবে

Last Updated:

রিমঝিম বর্ষার তালে তালে সাত পাকে ঘুরবেন বলে ভেবে রেখেছেন! তাহলে মেকআপ আর হেয়ার স্টাইল বিষয়ে একটু সচেতন থাকতে হবে।

#কলকাতা: মনসুন ওয়েডিং কথাটা শুনতে বেশ সিনেম্যাটিক মনে হলেও বাস্তবে ব্যাপারটাকে ঠিকঠাক উতরে দেওয়া কঠিন। কারণ বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে খুব বেশি। ফলে কনের মেকআপের দফারফা হওয়ার আশঙ্কা প্রবল। তবে আগে থেকে সব কিছু পরিকল্পনা করে রাখলে সামাল দেওয়া খুব কঠিন নয়। আপনিও যদি রিমঝিম বর্ষার তালে তালে সাত পাকে ঘুরবেন বলে ভেবে রেখেছেন তাহলে মেকআপ আর হেয়ার স্টাইল বিষয়ে একটু সচেতন থাকতে হবে।
১) বর্ষাকালেও কিন্তু যথেষ্ট ঘাম হয়, আর সেটা মেকআপ করার পর হলে যথেষ্ট বিড়ম্বনার। চেষ্টা করতে হবে ভিতর থেকে আর্দ্র থাকতে। তাই প্রচুর জলপান করতে হবে।
২) মেকআপ শুরু করার আগে মুখে একটু বরফ ঘষে নিলে ভালো হয়, এতে মেকআপ গলে যাওয়ার আশঙ্কা কম হবে।
advertisement
৩) মেকআপ করার সময় যে কোনও প্রোডাক্ট ব্যবহার করবেন সেটা যেন জেলযুক্ত হয়। আর্দ্র আবহাওয়ায় ওয়াটার বেসড প্রোডাক্ট না ব্যবহার করাই ভালো।
advertisement
৪) ক্লিনজার, টোনার আর ময়েশ্চারাইজার বেছে নেওয়ার ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। ক্লিনজার হবে জেল বেসড। টোনার বা মিস্ট এমন ব্যবহার করতে হবে যার মধ্যে সোয়েট প্রুফ উপাদান থাকে, অর্থাৎ যেটি ঘাম নিয়ন্ত্রণ করতে পারবে। ময়েশ্চারাইজারও হবে হাল্কা। যেটা জেল বেসড হবে এবং একেবারেই তেলতেলে হবে না।
৫) মুখের মধ্যে টি জোন হল সেই জায়গা যেখানে সব চেয়ে বেশি ঘাম হয়। তাই টি জোনে ম্যাট প্রাইমার লাগিয়ে দিলে ত্বকের স্বাভাবিক তেল নিঃসরণ অনেকটাই বন্ধ হবে। খেয়াল রাখতে হবে প্রাইমার যেন অ্যান্টি-শাইন হয়। ছবি তোলার আগে টি জোনে, ঠোঁটের পাশে, চোখের নিচে ও নাকের দু'পাশে ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিতে হবে।
advertisement
৬) চোখের মেকআপের ক্ষেত্রে অবশ্যই জেল বা কেক লাইনার বেছে নেওয়া কাম্য। এতে মেকআপ ঘেঁটে যাওয়ার সুযোগ কম। যদি জেল লাইনার ব্যবহার না করতে চান তাহলে পাউডার শ্যাডো লাগিয়ে তবেই লাইনার টানতে হবে।
হাতের কাছে যেগুলো রাখতে হবে
১) বিউটি স্পঞ্জ
২) আই ল্যাশ গ্লু
৩) সেফটি পিন, ব্যান্ড এইড
advertisement
৪) একজোড়া বাড়তি জুতো
৫) আই রিফ্রেশিং ড্রপ ও ওয়াটারপ্রুফ মাস্কারা
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Monsoon Wedding: ভরা বর্ষায় বিয়ে! কনের মেক আপ-এর ক্ষেত্রে কয়েকটি দিক মাথায় রাখতে হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement