Foreign Dish at Home Recipe: বাড়িতে নিজের হাতে বানিয়ে নিন জনপ্রিয় বিদেশী চিকেন পদ, রেসিপিতে থাকুন ট্যুইস্ট

Last Updated:

Chicken Satay Recipe: বাড়িতেই বানিয়ে নিন দোকানের মত সুস্বাদু চিকেন স্যাটে! হ্যাঁ, নিজে হাতেই বানিয়ে নিতে পারেন একদম দোকানের মত স্যাটে

+
এই

এই নিয়মে বাড়িতে চিকেন স্যাটে বানিয়ে খেতে হবে দোকানের মত

হাওড়া : বাড়িতেই বানিয়ে নিন দোকানের মত সুস্বাদু চিকেন স্যাটে! হ্যাঁ, নিজে হাতেই বানিয়ে নিতে পারেন একদম দোকানের মত স্যাটে। এর স্বাদ গন্ধ কোনতেই কমতি থাকবে না। এই স্যাটে দেখলে লোভ সামলাতে পারবেনা ৮ থেকে ৮০ বয়সের মানুষ।
যদিও স্যাটে তৈরি বহু মানুষেরই জানা, প্রিয়জনের খুশি করতে অনেকেই স্যাটে তৈরি করেন। ছোট বড় সকলেই বেশ আনন্দের সঙ্গে খেয়ে থাকেন। তবে স্বাদে কোথাও যেন দোকানের স্যাটে’র থেকে আলাদা থেকে যায় বাড়িতে বানানো স্যাটে। যে কারণে বাড়িতে স্যাটে খাবার পরেও দোকানের স্যাটে খাবার আগ্রহ থেকেই যায়। কিন্তু, এই নিয়ম জানলে দোকানের স্যাটে কে হার মানাতে পারেন। যদিও তৈরির নিয়ম একই। বিশেষ কোনও ঝামেলা নেই। কয়েকটা মসলায় পরিবর্তন বা অতিরিক্ত কয়েকটা মশলা যোগ করতে পারলেই একদম দোকানের মতই চিকেন স্যাটে তৈরি করতে পারবেন নিজে হাতে।
advertisement
advertisement
advertisement
এই স্যাটে তৈরি করতে হলে বোনলেস চিকেন ছোট কুচি করে নিতে হবে। এরপর নিজে হাতে মসলা তৈরি। ধনে জিরে এলাচ জয়ত্রী,শাহী জিরে, শাহী মরিচ কয়েকটা গোটা লঙ্কা, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা ভেজে গুড়িয়ে নেওয়া। এবার মাংস সোডা লেবু মাখিয়ে রেখে দিন। কিছুক্ষণ পর ম্যারিনেট করতে আদা রসুন বাটা, সোয়া সস্ গুঁড়ো মশলা ভিনিগার ধনেপাতা পুদিনা পাতা ও কাঁচা লঙ্কা পেস্ট সামান্য চিনি গুঁড়ো ঘি বা তেল দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে। এবার ম্যারিনেট করা মাংস এবং ক্যাপসিকাম পেঁয়াজ স্টিকে গেঁথে নেওয়া। এবার ছ্যাঁকা তেলে ভেজে নেওয়া যেতে পারে। আবার ব্যাটার তৈরি করে তাতে ডুবিয়ে এক এক করে ভেজে নিন। গরম গরম স্যাটে আর সস্। এরশাদ গন্ধ কোন কিছুতেই কমতি হবে না দোকানের থেকে।রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Foreign Dish at Home Recipe: বাড়িতে নিজের হাতে বানিয়ে নিন জনপ্রিয় বিদেশী চিকেন পদ, রেসিপিতে থাকুন ট্যুইস্ট
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement