Inspiration: লিঙ্গ পরিবর্তনে নারী থেকে পুরুষে পরিণত কনস্টেবল এ বার বাবা হলেন! স্ত্রীর কোলে সদ্যোজাত

Last Updated:

Inspiration: নতুন বছরের ১৫ জানুয়ারি পিতৃত্বের স্বাদ পেলেন লিঙ্গ পরিবর্তিত ওই কনস্টেবল

পিতৃত্বের স্বাদ পেলেন লিঙ্গ পরিবর্তিত ওই কনস্টেবল
পিতৃত্বের স্বাদ পেলেন লিঙ্গ পরিবর্তিত ওই কনস্টেবল
বীড়: ছক ভেঙেছিলেন ললিতকুমার সালভে৷ সমাজের তথাকথিত নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মহারাষ্ট্রের বীড় জেলার এই পুলিশ কনস্টেবল তাঁর লিঙ্গ পরিবর্তন করে নারী থেকে পুরুষ হয়েছিলেন ২০২০ সালে৷ ঘর বেঁধেছিলেন এক নারীর সঙ্গে৷ নতুন বছরের ১৫ জানুয়ারি পিতৃত্বের স্বাদ পেলেন লিঙ্গ পরিবর্তিত ওই কনস্টেবল৷ তাঁর স্ত্রী জন্ম দিয়েছেন পুত্রসন্তানের৷ এই খবরে খুশির জোয়ারে ভাসছেন রাজেগাঁও গ্রামের বাসিন্দা ললিতকুমার৷ তাঁর জীবনে সুসংবাদে উচ্ছ্বসিত ট্রান্সসেক্সুয়াল কমিউনিটিও৷
১৯৮৮ সালের জুনে ললিতা সালভে হয়ে জন্ম ললিতের৷ ২০১৩ সালে তাঁর শরীরে কিছু পরিবর্তন ধরা পড়ে৷ ডাক্তারি পরীক্ষায় তাঁর দেহে Y chromosome-এর অস্তিত্ব ধরা পড়ে৷ ‘জেন্ডার ডিসফোরিয়া’ শনাক্ত করে ডাক্তাররা লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারের পরামর্শ দেন৷ প্রসঙ্গত পুরুষ দেহে এক্স এবং ওয়াই দু’ ধরনের ক্রোমোজোম থাকে৷ কিন্তু নারীদেহে থাকে শুধু ওয়াই ক্রোমোজোম৷
advertisement
advertisement
২০১৮ সালে সরকারি অনুমতি পেয়ে ওই কনস্টেবল লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করান৷ ২০১৮ থেকে ২০২০-র মধ্যে তিন বার অস্ত্রোপচার হয় তাঁর৷ এর পর জীবনের নতুন পর্বে পা রাখেন তিনি৷ নাম পাল্টে ললিতা থেকে ললিত হন৷ বিয়ে করেন এক নারীকে৷ তৈরি হয় তাঁর জীবনের নতুন এক মাইলফলক৷
advertisement
advertisement
সংবাদমাধ্যমকে ললিত জানিয়েছেন, ‘‘নারী থেকে পুরুষ হওয়ার পথ ছিল খুবই কঠিন৷ তবে পাশেও পেয়েছি বেশ কয়েকজনকে৷ এ বার আমার স্ত্রী সীমা উপহার দিলেন সন্তান৷ পিতৃত্বের স্বাদ পেয়ে আমি রোমাঞ্চিত৷ খুশি হয়েছেন আমার পরিবারের সদস্যরাও৷’’
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Inspiration: লিঙ্গ পরিবর্তনে নারী থেকে পুরুষে পরিণত কনস্টেবল এ বার বাবা হলেন! স্ত্রীর কোলে সদ্যোজাত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement