Inspiration: লিঙ্গ পরিবর্তনে নারী থেকে পুরুষে পরিণত কনস্টেবল এ বার বাবা হলেন! স্ত্রীর কোলে সদ্যোজাত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Inspiration: নতুন বছরের ১৫ জানুয়ারি পিতৃত্বের স্বাদ পেলেন লিঙ্গ পরিবর্তিত ওই কনস্টেবল
বীড়: ছক ভেঙেছিলেন ললিতকুমার সালভে৷ সমাজের তথাকথিত নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মহারাষ্ট্রের বীড় জেলার এই পুলিশ কনস্টেবল তাঁর লিঙ্গ পরিবর্তন করে নারী থেকে পুরুষ হয়েছিলেন ২০২০ সালে৷ ঘর বেঁধেছিলেন এক নারীর সঙ্গে৷ নতুন বছরের ১৫ জানুয়ারি পিতৃত্বের স্বাদ পেলেন লিঙ্গ পরিবর্তিত ওই কনস্টেবল৷ তাঁর স্ত্রী জন্ম দিয়েছেন পুত্রসন্তানের৷ এই খবরে খুশির জোয়ারে ভাসছেন রাজেগাঁও গ্রামের বাসিন্দা ললিতকুমার৷ তাঁর জীবনে সুসংবাদে উচ্ছ্বসিত ট্রান্সসেক্সুয়াল কমিউনিটিও৷
১৯৮৮ সালের জুনে ললিতা সালভে হয়ে জন্ম ললিতের৷ ২০১৩ সালে তাঁর শরীরে কিছু পরিবর্তন ধরা পড়ে৷ ডাক্তারি পরীক্ষায় তাঁর দেহে Y chromosome-এর অস্তিত্ব ধরা পড়ে৷ ‘জেন্ডার ডিসফোরিয়া’ শনাক্ত করে ডাক্তাররা লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারের পরামর্শ দেন৷ প্রসঙ্গত পুরুষ দেহে এক্স এবং ওয়াই দু’ ধরনের ক্রোমোজোম থাকে৷ কিন্তু নারীদেহে থাকে শুধু ওয়াই ক্রোমোজোম৷
advertisement
আরও পড়ুন : ৭ লক্ষ ফলোয়ার! দিনরাত Food Vlogging করেও CAT 2023-এ ৯৯.১৪ পার্সেন্টাইল জনপ্রিয় পুলকিতের!

advertisement
২০১৮ সালে সরকারি অনুমতি পেয়ে ওই কনস্টেবল লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করান৷ ২০১৮ থেকে ২০২০-র মধ্যে তিন বার অস্ত্রোপচার হয় তাঁর৷ এর পর জীবনের নতুন পর্বে পা রাখেন তিনি৷ নাম পাল্টে ললিতা থেকে ললিত হন৷ বিয়ে করেন এক নারীকে৷ তৈরি হয় তাঁর জীবনের নতুন এক মাইলফলক৷
advertisement
@AP @AFP @tass_agency @ReutersIndia@ReutersTV @FRANCE24 @CNN@euronews #India -Lalita Salve done Sex Change Surgery now He is Lalit Salve & married with women in Maharashtra, India
He is Policeman and had battled against government system for his Surgery#Buddhism pic.twitter.com/SdP95wZFNu— Mandar D (@MadDeshpande) February 18, 2020
advertisement
সংবাদমাধ্যমকে ললিত জানিয়েছেন, ‘‘নারী থেকে পুরুষ হওয়ার পথ ছিল খুবই কঠিন৷ তবে পাশেও পেয়েছি বেশ কয়েকজনকে৷ এ বার আমার স্ত্রী সীমা উপহার দিলেন সন্তান৷ পিতৃত্বের স্বাদ পেয়ে আমি রোমাঞ্চিত৷ খুশি হয়েছেন আমার পরিবারের সদস্যরাও৷’’
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2024 7:52 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Inspiration: লিঙ্গ পরিবর্তনে নারী থেকে পুরুষে পরিণত কনস্টেবল এ বার বাবা হলেন! স্ত্রীর কোলে সদ্যোজাত