ক্যানসার, বায়ু দূষণ নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট! সমীক্ষা যা বলছে, হাড় হিম হয়ে যাবে
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Lung Cancer: কারকিনোস হেল্থ কেয়ার, কলকাতার ক্লিনিক্যাল অংকোলজি বিভাগের কনসালট্যান্ট এবং মেডিক্যাল সার্ভিস বিভাগে প্রধান ডা. জ্যোতিরূপ গোস্বামী বলেন, গত কয়েক বছরে ফুসফুস ক্যানসারে মৃত্যুর ঘটনা বড় প্রভাব ফেলেছে।
কলকাতা: সারা বিশ্বে বাড়ছে ক্যানসারের দাপট। তার মধ্যে অন্যতম ফুসফুসের ক্যানসার। পরিসংখ্যান বলছে পশ্চিম বিশ্ব এবং ভারতে পুরুষের ক্যানসারে মৃত্যুর অন্যতম কারণ ফুসফুসের ক্যানসার।
মহিলাদের ক্ষেত্রেও ক্যানসারে মৃত্যুর প্রথম পাঁচটি কারণের অন্যতম এটি। কারকিনোস হেল্থ কেয়ার, কলকাতার ক্লিনিক্যাল অংকোলজি বিভাগের কনসালট্যান্ট এবং মেডিক্যাল সার্ভিস বিভাগে প্রধান ডা. জ্যোতিরূপ গোস্বামী বলেন, গত কয়েক বছরে ফুসফুস ক্যানসারে মৃত্যুর ঘটনা বড় প্রভাব ফেলেছে।
ডা. জ্যোতিরূপ গোস্বামীadvertisement
advertisement
কী কারণে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে—
প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে ধূমপান থেকে ফুসফুসের ক্যানসার এবং তা থেকে মৃত্যু হয়। তবে ধূমপান না করলেই যে ক্যানসার হবে না, তা নয়। প্রায় ২০ শতাংশ ক্ষেত্রে পরোক্ষ ধূমপানের কারণে এই রোগ হতে পারে।
কয়লার ধোঁয়া থেকেও হতে পারে।
‘কোল টার’-এ থাকে PAHS বা পলিসাইক্লিক অ্যারোমাটিক হাইড্রোকার্বন।
advertisement
‘লো টার’ বা ফিল্টার সিগারেট থেকেও ক্যানসারের ঝুঁকি বাড়ে।
মনে করা হয়, ৩০ বছর ধরে প্রতিদিন এক প্যাকেট সিগারেট খেলে পুরুষের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি ২০ থেকে ৬০ গুণ বাড়তে পারে।
একই সময় মহিলারা যদি কখনও ধূমপান নাও করে থাকেন তাহলেও তাঁদের মৃত্যুর হার বাড়তে পারে ১৪ থেকে ২০ গুণ। সময়টা ৪০ বছর হলে মৃত্যুর হার দ্বিগুণ হবে।
advertisement
অন্য কারণ—
অ্যাসবেসটস— প্রায় ৭ থেকে ১০ গুণ বাড়ে ঝুঁকি।
ভারী ধাতু, যেমন ক্যাডমিয়াম, নিকেল, ক্রোমিয়াম।
রেডিয়েশন।
এবং অবশ্যই দূষণ।
বায়ু দূষণ ও ফুসফুসের ক্যানসার—
ক্রমাগত বাড়ছে বায়ু দূষণ। কল-কারখানার ধোঁয়া, গাড়ির দূষণ, খনি, ফসল খেতের আগুন সবই বাতাসের পরিস্থিতি মারাত্মক করে তুলছে। এর ফলে বাতাসে PM2.5 নামে এক ধরনের কণা ছড়িয়ে পড়ে, মাত্র ২.৫ মাইক্রোমিটার তার ব্যস, কখনও তারচেয়েও কম।
advertisement
IARC বা দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার বায়ু দূষণকে প্রথম সারির কারসিনোজেন হিসেবে দেখিয়েছে, যা ক্যানসার তৈরি করে। ল্যানসেট কমিশন দাবি করেছে, সারা বিশ্বে ৪৩ শতাংশ ফুসফুস ক্যানসার-জনিত মৃত্যুর জন্য দায়ী দূষণ।
আরও পড়ুন- শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই নতুন স্বাদের কফি! জমে যাবে সন্ধ্যার আড্ডা
গবেষণায় দেখি গিয়েছে, PM2.5-এর সঙ্গে এপিডারমাল গ্রোথ ফ্যাক্টর রিসেপটর জিন মিউটেশনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। অ-ধূমপায়ী ক্যানসার রোগীদের মধ্যে এটা দেখা যায়। সব থেকে সমস্যার বিষয় হল, বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষই দূষণে বাস করেন।
advertisement
ফুসফুস ক্যানসারের লক্ষণ—
দীর্ঘদিনের কাশি।
হেমোপ্টিস (কাশির সঙ্গে রক্ত পড়া)।
বুকে ব্যথা।
শ্বাসকষ্ট।
হঠাৎ ওজন কমে যাওয়া।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 2:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ক্যানসার, বায়ু দূষণ নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট! সমীক্ষা যা বলছে, হাড় হিম হয়ে যাবে

