Valentines Day 2020: প্রেম নাকি যৌনতা? নাকি দুটোই? উত্তর দিচ্ছেন এক্সপার্টরা

Last Updated:

LOVE আর LUST- এ দুটোই প্রায় একসঙ্গে চলতে থাকে ৷

#কলকাতা: LOVE আর LUST- এ দুটোই প্রায় একসঙ্গে চলতে থাকে ৷ কখনও কোনওটা বাড়ে, কখনও কোনটা কমে ৷ এই দুইয়ের মাঝে পড়ে অনেক সময়ই প্রেম পড়ে বিপদের মুখে ৷ একের পর এক ঝামেলা ৷ একের পর এক অশান্তি ৷ তবে বিশেষজ্ঞরা বলছেন, এই বিষয়টা হ্যান্ডেল করা একেবারেই কঠিন কাজ নয় ৷ বরং একটু বুজে শুনে প্রেমপর্ব চললে, সব থাকবে একেবারে পারফেক্ট !
শরীর শুধু শরীর...
যৌন চাহিদাটা ব্যাপারটা স্বাভাবিক ৷ এ বিষয়টা কারও বেশি থাকে, কারও থাকে কম ৷ বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যাপারটার কখনই প্রেমের সঙ্গে সম্পর্ক নেই ৷ তবে হ্যাঁ, এটা ছাড়া প্রেম প্রকাশটা একেবারেই অসম্ভব ৷
বিশেষজ্ঞরা বলছেন , এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকেন ৷ অনেকের কাছে ধোঁয়াশা থাকে, তাঁরা প্রেমে আছেন নাকি শুধু যৌনতাতেই আনন্দ খুঁজে পাচ্ছেন? কনফিউশন থাকলে, প্রথমে তা দূর করা উচিত ৷ দরকার পড়লে যৌনতা নিয়েও খোলাখুলি আলোচনা করা উচিত প্রিয় মানুষটির সঙ্গে ৷ যদি সত্যিই মানুষটির সঙ্গে আপনি ইমোশনালি যুক্ত না থাকেন, তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই উচিত ৷
advertisement
advertisement
‘আমরা দু’জনে একসঙ্গে কল সেন্টারে চাকরি করতাম ৷ বন্ধুত্ব হয়, তারপর আমরা শুধুমাত্র যৌনতায় লিপ্ত হতাম ৷ তবে কিছুদিন যাওয়ার পর আমরা দু’জনে প্রেম অনুভব করি ৷ এখন আমরা একসঙ্গে থাকি !’ --রাজীব ও রীমা, কানপুর
আমার শুধু মন চাই...
এরকম অনেক সম্পর্কই রয়েছে, যেখানে প্রেমই সবার ওপরে সত্য, শরীর ব্যাপারটা আসে না৷ এই ধরনের সম্পর্কে যদি বিষয়টি এক তরফা হয়, তাহলেই গণ্ডগোল ৷ কেননা এর থেকে জন্ম নেয় ভুল বোঝাবুঝি ৷ অনেক সময়ই মনে হয় শরীর পছন্দ না হওয়ার কারণেই এমনটি সমস্যা ৷
advertisement
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের সমস্যায় খোলাখুলি কথা বলাটা অত্যন্ত জরুরি ৷ সমস্যা থাকলে তার সমাধান রয়েছে ৷ তবে যদি এই বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি ঘটে তাহলে বিরক্তি না বাড়িয়ে মিউচিয়াল ব্রেকআপেই যাওয়া উচিত ৷ আর দু’ তরফেই এই অবস্থা থাকলে প্রেম করে যান জমিয়ে....
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines Day 2020: প্রেম নাকি যৌনতা? নাকি দুটোই? উত্তর দিচ্ছেন এক্সপার্টরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement