চুল পড়ার সঙ্গে কমে আসে যৌন ইচ্ছাও, দুইয়ের যোগসূত্র নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ?

Last Updated:

সাম্প্রতিক একটি গবেষণায় লং কোভিডে আক্রান্তের ৩টি উপসর্গের হদিশ পাওয়া গিয়েছে যার ফলে যৌন ক্ষমতা মারাত্মক হ্রাস পায়। সেগুলো দেখে নেওয়া যাক।

#কলকাতা: কোভিড টেস্টে রিপোর্ট নেগেটিভ এলেই যে সংক্রমণের আওতার বাইরে থাকা যাবে এমনটা নয়। বরং এ থেকে এটা বোঝা যায়, সেই ব্যক্তির দ্বারা অন্যরা সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। বলা হয়, কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে সংক্রমণের সঙ্গে লড়া বা সেই লক্ষণগুলো সঙ্গে নিয়ে বাঁচাটাই লং কোভিড।
উল্লেখ্য, লং কোভিডে আক্রান্ত হলে মস্তিষ্ক, হৃদপিণ্ডের মতো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু তাই নয়, এটা যৌনজীবনেও প্রভাব ফেলে। সাম্প্রতিক একটি গবেষণায় লং কোভিডে আক্রান্তের ৩টি উপসর্গের হদিশ পাওয়া গিয়েছে যার ফলে যৌন ক্ষমতা মারাত্মক হ্রাস পায়। সেগুলো দেখে নেওয়া যাক।
গবেষণা কী বলছে: ৫ লক্ষাধিক করোনা আক্রান্তের উপর সমীক্ষা চালিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল। সেখানে দেখা গিয়েছে, আক্রান্তদের অধিকাংশরাই যৌন ইচ্ছা চলে যাওয়ার পাশাপাশি বীর্যপাতের সময় ব্যথা-সহ নানা অসুবিধায় পড়েছেন। শুধু তাই নয়, গবেষকরা আরও দেখেছেন, চুল পড়া এমন একটা দীর্ঘমেয়াদি সমস্যা যার সঙ্গে যৌন স্বাস্থ্য হ্রাস জড়িয়ে রয়েছে। লয়েডসফার্মেসি অনলাইন ডাক্তারের ক্লিনিক্যাল টেকনোলজি লিড ডা. সাংভির মতে, ‘এই লক্ষণগুলো যৌনজীবনকে প্রভাবিত তো করেই, পুরুষদের আত্মবিশ্বাসও ধাক্কা খায়’।
advertisement
advertisement
চুল পড়া: ডা. সাংভির মতে, যদি কোভিডের কারণে চুল পড়া শুরু হয় তাহলে সেটা সরাসরি যৌনজীবনে প্রভাব ফেলে। লং কোভিডের এই লক্ষণকে উপেক্ষা করা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুর’। সঙ্গে তিনি যোগ করেছেন, এই নিয়ে বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। জ্বর, অসুস্থতা বা স্ট্রেসের কারণেও অনেক সময়ে চুল পড়ে। আবার সময়ে ঠিকও হয়ে যায়। ফের চুল গজায়।
advertisement
যৌন ইচ্ছা হ্রাস: যদি কারও যৌন ইচ্ছা চলে যায় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডা. সাংভির কথায়, ‘এ জন্য মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, পর্যাপ্ত ঘুম, প্রতিদিন ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করলেই সমস্যা অনেকটা কেটে যায়’। পাশাপাশি তিনি এও বলেন, ‘যৌনতা সংক্রান্ত যে কোনও সমস্যায় সবার প্রথমে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত’।
advertisement
বীর্যপাতে সমস্যা: চিকিৎসকদের মতে, অকাল বীর্যপাত ইরেক্টাইল ডিসফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর একটা। ডা. সাংভি বলেন, ‘গবেষণায় দেখা গিয়েছে লং কোভিডে পুরুষদের বীর্যপাতের সময়ে নানা সমস্যা হয়। এমনকী উত্তেজিত থাকার পরেও বীর্যপাত না হওয়া কিংবা বীর্যপাতের সময় তীব্র ব্যথার অনুভুতিও হতে পারে। এমনটা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে’।
advertisement
লং কোভিডের অন্যান্য লক্ষণ: জ্বর, অবিরাম কাশি, ক্লান্তি, শরীরে ব্যথা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, প্যারোসমিয়া বা অ্যানোসমিয়া (গন্ধের অনুভূতির আংশিক বা সম্পূর্ণ ক্ষতি), দীর্ঘ কোভিডের সাধারণ লক্ষণগুলির মধ্যে অন্যতম। এছাড়া মাথাব্যথা, মনঃসংযোগে অসুবিধে, স্নায়বিক সমস্যাও দেখা যায়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চুল পড়ার সঙ্গে কমে আসে যৌন ইচ্ছাও, দুইয়ের যোগসূত্র নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ?
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement