corona virus btn
corona virus btn
Loading

ছোট্ট মেয়ের সুমধুর গানে উত্তাল ফেসবুক, যাবতীয় রেকর্ডকে পিছনে ফেলে মন জয় করেছে সকলের

ছোট্ট মেয়ের সুমধুর গানে উত্তাল ফেসবুক, যাবতীয় রেকর্ডকে পিছনে ফেলে মন জয় করেছে সকলের

এক ছোট্ট মেয়ে গান গেয়ে সবাইকে পিছনে ফেলে দিয়েছে

  • Share this:

ফের ছোট্ট মেয়ের সুমধুর কন্ঠে রীতিমত ভাইরাল হয়েছে একটি ছোট্ট সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল সবাই ভাইরাল হচ্ছে ৷ সেই ভাইরাল গানের দৃশ্যতে বারেবারে নজর কেড়েছে সবার ৷ সমস্ত কিছুতেই রীতিমত এক নতুন কিছু করার প্রয়াস সব সময়েই বিশেষ নজর কেড়ে থাকে ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন ধরনের প্রয়াস জীবনের বিভিন্ন প্রান্তে এক নতুন কিছু করার পরিবেশ সৃষ্টি করে থাকে ৷

আমাদের মত এত বড় দেশে প্রতিভার কোনও অভাব নেই ৷ হয় গানের প্রতি বিশেষ অনুরাগ থাকে নয় নাচের প্রতি অনুরাগ, কেউ ছবি আঁকতে ভালবাসেন, কেউ বা সাঁতার, কেউ বক্সিং, নানান প্রতিভার বিচ্ছুরণ হতে পারে ৷ তেমনই বেশ কয়েক মাস আগে রানাঘাটের রাণু মণ্ডল ফেসবুকে ঝড় তুলেছিলেন ৷ এখন তিনি দেশজুড়ে পরিচিতা ৷

তারপর থেকেই সবাই ক্রমাগত ভাবে বিভিন্ন প্রতিভা নিয়ে ফেসবুকে জমিয়েছেন আসর ৷ এই বারেও আলাদা নয় অন্য কিছু ৷ ছোট্ট মেয়ের সুমধুর কন্ঠস্বর মাত করেছে সোশ্যাল মিডিয়া ৷ এক ছোট্ট মেয়ে গান গেয়ে সবাইকে পিছনে ফেলে দিয়েছে ৷ তার সেই গানের ভিডিও ভাইরাল হয়েছে ৷

First published: October 11, 2019, 3:19 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर