‘আটা আমি ফেলিনি’, সারা ঘরে পাহাড় প্রমাণ আটা ছড়ানোর পর ক্ষুদের কীর্তি দেখুন
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এই লকডাউনে সম্ভবত সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বাড়ির ক্ষুদেরা। তাদের কাছে ঘরবন্দি হয়ে থাকা জেলখানায় থাকারই সামিল । তাই ঘরের মধ্যেই নানা কাজ আবার কখনও অকাজ করে বসছে তারা। করোনার আতঙ্ক কী তারা জানে না। লকডাউনের অর্থও তাদের কাছে পরিষ্কার নয়। তাই ঘরের মধ্যে দিনের পর দিন বন্দী থাকাটা তাদের কাছে শাস্তির স্বরূপ । তাদের অবুঝ হৃদয় অতশত বোঝে না । তাই ঘরে বসে থেকে ক্রমেই অধৈর্য্য হয়ে উঠছে তারা । এমনই এক পুঁচকের কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।
সেই শিশু সারা ঘরে আটা ছড়িয়েছে । তাই বাবার সামনে শাস্তি পেতে হচ্ছে তাকে । কান ধরে বলতে হয়েছে, যে সে ঠিক কাজ করেনি । কিন্তু বুদ্ধিমান শিশু নিজের একার ঘাড়ে সমস্ত দোষ নেয়নি । কখনও বাবা, কখনও জনৈক গুন্ডা কাকার উপর দোষ চাপিয়েছে । শেষে ক্যামেরার পিছনে থাকা তার বাবাও হেসে ফেলতে বাধ্য হয়েছেন । তবে শেষে কিন্তু প্রধানমন্ত্রীর সতর্কবাণী মনে করাতে ভোলেনি সেই পুঁচকে । সকলকে বাড়িতে থাকতে বলেছে । রোজ বারবার হাত ধুতেও পরামর্শ দিয়েছে ।
advertisement
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2020 9:31 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
‘আটা আমি ফেলিনি’, সারা ঘরে পাহাড় প্রমাণ আটা ছড়ানোর পর ক্ষুদের কীর্তি দেখুন

