দাঁতের পোকায় নাজেহাল? মুখের দুর্গন্ধও দূর করবে এই ঘরোয়া হার্বাল পাউডার, জেনে নিন

Last Updated:

দাঁতের ক্যাভিটি যা দাঁতের পোকা দাঁতের উপরিভাগে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। বহুদিন ধরে ব্যাকটেরিয়া জমে থাকার কারণে দাঁত ক্ষয় হয় ও  দাঁতে গর্তও তৈরি হয়।

দাঁতের পোকায় নাজেহাল? মুখের দুর্গন্ধও দূর করবে এই ঘরোয়া হার্বাল পাউডার, জেনে নিন।
দাঁতের পোকায় নাজেহাল? মুখের দুর্গন্ধও দূর করবে এই ঘরোয়া হার্বাল পাউডার, জেনে নিন।
দাঁতের ক্যাভিটি যা দাঁতের পোকা দাঁতের উপরিভাগে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। বহুদিন ধরে ব্যাকটেরিয়া জমে থাকার কারণে দাঁত ক্ষয় হয় ও  দাঁতে গর্তও তৈরি হয়। ক্যাভিটির কারণে  দাঁতে যন্ত্রণা ও ফোলাভাব দেখা যায়। এমনকী দাঁত  অকালে দাঁত ভেঙেও যায়।
দাঁতের এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে এই  হার্বাল পাউডার। এটি শুধুমাত্র দাঁতের পোকা বা ক্ষয় রোধ করবে না বরং দাঁত পরিষ্কার এবং ধবধবে সাদা করতেও সাহায্য করে।
advertisement
advertisement
আমলকী এবং নিম পাউডার থেকে তৈরি এই ভেষজ পাউডার  দাঁতের জন্য অত্যন্ত উপকারী। এই বিশেষ ভেষজ পাউডার তৈরি করতে আপনার কয়েকটি উপাদানের প্রয়োজন হবে। এই ভেষজ পাউডার তৈরি করতে ২ চামচ আমলকী গুঁড়ো, এক চামচ নিমের গুঁড়ো এবং আধ চামচ দারুচিনি গুঁড়ো, বেকিং সোডা, লবঙ্গ গুঁড়া এবং লবণ মেশাতে হবে।
advertisement
নিমের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ মাড়ির রক্তপাতের সমস্যাও দূর করে। সেই সঙ্গে এটি ব্যবহার করলে মুখের দুর্গন্ধও দূর হয়। সব উপকরণ একসঙ্গে ভাল করে মেশানোর পর একটি বাক্সে বন্ধ করে রাখতে হবে। এবার এই ভেষজ পাউডার দিয়ে  প্রতিদিন দাঁত ব্রাশ করতে হবে। কয়েকদিনের মধ্যেই দাঁতের পোকা  দূর হয়ে যাবে।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দাঁতের পোকায় নাজেহাল? মুখের দুর্গন্ধও দূর করবে এই ঘরোয়া হার্বাল পাউডার, জেনে নিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement