হোম /খবর /লাইফস্টাইল /
দাঁতের পোকায় নাজেহাল? মুখের দুর্গন্ধও দূর করবে এই ঘরোয়া পাউডার, জেনে নিন

দাঁতের পোকায় নাজেহাল? মুখের দুর্গন্ধও দূর করবে এই ঘরোয়া হার্বাল পাউডার, জেনে নিন

দাঁতের পোকায় নাজেহাল? মুখের দুর্গন্ধও দূর করবে এই ঘরোয়া হার্বাল পাউডার, জেনে নিন।

দাঁতের পোকায় নাজেহাল? মুখের দুর্গন্ধও দূর করবে এই ঘরোয়া হার্বাল পাউডার, জেনে নিন।

দাঁতের ক্যাভিটি যা দাঁতের পোকা দাঁতের উপরিভাগে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। বহুদিন ধরে ব্যাকটেরিয়া জমে থাকার কারণে দাঁত ক্ষয় হয় ও  দাঁতে গর্তও তৈরি হয়।

  • Share this:

দাঁতের ক্যাভিটি যা দাঁতের পোকা দাঁতের উপরিভাগে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। বহুদিন ধরে ব্যাকটেরিয়া জমে থাকার কারণে দাঁত ক্ষয় হয় ও  দাঁতে গর্তও তৈরি হয়। ক্যাভিটির কারণে  দাঁতে যন্ত্রণা ও ফোলাভাব দেখা যায়। এমনকী দাঁত  অকালে দাঁত ভেঙেও যায়।

দাঁতের এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে এই  হার্বাল পাউডার। এটি শুধুমাত্র দাঁতের পোকা বা ক্ষয় রোধ করবে না বরং দাঁত পরিষ্কার এবং ধবধবে সাদা করতেও সাহায্য করে।

আরও পড়ুন: হাঁটু পর্যন্ত লম্বা ও ঘন চুল দেবে এই জল! খাটনি ছাড়াই বাড়িতে বানানোর পদ্ধতি জেনে নিন

আমলকী এবং নিম পাউডার থেকে তৈরি এই ভেষজ পাউডার  দাঁতের জন্য অত্যন্ত উপকারী। এই বিশেষ ভেষজ পাউডার তৈরি করতে আপনার কয়েকটি উপাদানের প্রয়োজন হবে। এই ভেষজ পাউডার তৈরি করতে ২ চামচ আমলকী গুঁড়ো, এক চামচ নিমের গুঁড়ো এবং আধ চামচ দারুচিনি গুঁড়ো, বেকিং সোডা, লবঙ্গ গুঁড়া এবং লবণ মেশাতে হবে।

আরও পড়ুন: অকালেই টাক পড়ে যাচ্ছে? চুলের যত্নে অবিশ্বাস্য কাজ করবে এই ৫ উপাদান

নিমের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ মাড়ির রক্তপাতের সমস্যাও দূর করে। সেই সঙ্গে এটি ব্যবহার করলে মুখের দুর্গন্ধও দূর হয়। সব উপকরণ একসঙ্গে ভাল করে মেশানোর পর একটি বাক্সে বন্ধ করে রাখতে হবে। এবার এই ভেষজ পাউডার দিয়ে  প্রতিদিন দাঁত ব্রাশ করতে হবে। কয়েকদিনের মধ্যেই দাঁতের পোকা  দূর হয়ে যাবে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Published by:Anulekha Kar
First published:

Tags: Teeth Care, Tooth Cavity