Summer Vacation Trip: দিনেও গা ছমছমে পরিবেশ! থাকুন জঙ্গলের মধ্যে, গরমের ছুটিতে ঠিকানা হোক সাদা অর্কিডের দেশ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Summer Vacation Trip: গরমের ছুটিতে যাত্রা হোক আকাশ ছোঁয়া পাইন বনের মাঝে হোয়াইট অর্কিডের দেশে! প্রকৃতি চর্চা থেকে জঙ্গলের মাঝে চূড়ান্ত অ্যাডভেঞ্চার পায়ে হাঁটা পথে পাহাড় দর্শন সঙ্গে মুগ্ধ করা অনুভূতি! ঘুরে আসুন
দার্জিলিং: চারিদিকে আকাশছোঁয়া পাইন বনের মাঝে টেন্টে রাত্রিযাপন। হোটেল হোমস্টেতে অনেক থেকেছেন এবার একটু ভিন্ন স্বাদে ভিন্ন মজা নিতে ঘুরে আসুন চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা ডাউহিল পাইন ফরেস্ট থেকে। কখনও ঘন পাইন জঙ্গলের মাঝে উঁকি দেবে রোদের আলো, কখনও ভাসবে মেঘ। সন্ধ্যা হলেই এক গা ছমছমে ব্যাপার। বর্তমানে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে ডাউহিল পাইন ফরেস্টের মাঝেই তৈরি হল এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম ক্যাম্প অথবা বলা যেতে পারে প্রকৃতি পাঠ শিবির।
চারিদিকে নিরিবিলি শান্ত পরিবেশে প্রকৃতিকে আরো কাছ থেকে চেনাতে এবং স্থানীয় বাসিন্দাদের কাজের সুযোগ করে দিতেই বন দফতরের এই উদ্যোগ। কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই ইকোপার্ক তৈরি করা হয়েছে, তাদের মধ্যে ডাউহিল পাইন ফরেস্ট অন্যতম। কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও-এর উদ্যোগে চালু হয়েছে গ্রিন অ্যাম্বাসেডর প্রজেক্ট যেখানে বিভিন্ন স্কুলের বাচ্চাদের প্রকৃতিকে আরও কাছ থেকে চেনার সুযোগ করে দেওয়া হবে বিশেষ করে বিভিন্ন গাছপালা জীবজন্তু প্রাণী সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ ‘লাঞ্চ করছিলাম, আচমকা গুলি, মিলিটারি ভ্যান, অ্যাম্বুল্যান্সের সাইরেন…’, সেদিন পহেলগাঁওতে কী ঘটেছিল? দেবরাজ-নিশিতার ভয়ঙ্কর অভিজ্ঞতা
সাধারণত পরিবেশ সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা বার্তা পৌঁছে দিতে এবং গ্রামের মানুষদের স্বাবলম্বী করতেই এই উদ্যোগ। এই কাজের মধ্যে শুধু বন বিভাগের কর্মীরাই নয় রয়েছে গ্রামবাসীরাও। এ প্রসঙ্গে কার্শিয়াং ডাউহিল বিটের রেঞ্জার সম্বর্ত সাধু জানান, এখানে বাচ্চাদের বিভিন্নভাবে প্রকৃতি পাঠ করানো হয় তার মধ্যে রয়েছে ট্রি হাগিং, ট্রেজার হান্ট, এছাড়াও চলে পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন পোস্টার মেকিং কম্পিটিশন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাশ্মীরে শুরু তুমুল অ্যাকশন! বিস্ফোরণে উড়ল পহেলগাঁও হামলার লস্কর জঙ্গির বাড়ি, এবার টার্গেট সরাসরি পাকিস্তান?
জঙ্গলের মধ্যে রয়েছে ট্রেকিং, হাইকিং থেকে শুরু করে রাত্রিযাপনের ব্যবস্থা, সেই সমস্তটাই দেখে গ্রামের বাসিন্দারা এবং সঙ্গে সহযোগিতায় থাকে বনকর্মীরা। বর্তমানে প্রচুর স্কুল পড়ুয়া এই জায়গায় আসছে শুধু স্কুল পড়ুয়ারাই নয় পরিবেশপ্রেমীরাও দেশ-বিদেশ থেকে ছুটে আসছে এই জায়গায়।
advertisement
আপনিও যদি সমস্ত একঘেয়েমি ছেড়ে একটু অন্যরকম ভাবে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে চান তাহলে অবশ্যই এই জায়গা হতে পারে আপনার সেরা ঠিকানা। কার্শিয়াং ডাউহিল পাইন ফরেস্ট বর্তমানে পর্যটকদের স্বর্গরাজ্য। চারিদিকে ঘন-জঙ্গলের মাঝে টেন্টে রাত্রিযাপন সামনে জ্বলবে বন ফায়ার। বনদফতরের অক্লান্ত প্রচেষ্টায় নতুন রূপ পেয়েছে এই পাইন ফরেস্ট স্বাবলম্বী হয়েছে এই গ্রামের মানুষেরা। সব মিলিয়ে চারিদিকে পাহারে ঘেরা জঙ্গলে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের মজা নিতে সকলেই ছুটে আসছে এই জায়গায়।
advertisement
সুজয় ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2025 10:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Vacation Trip: দিনেও গা ছমছমে পরিবেশ! থাকুন জঙ্গলের মধ্যে, গরমের ছুটিতে ঠিকানা হোক সাদা অর্কিডের দেশ