Valentines day ২০২০: ভালোলাগার বয়স কত হলে, সেটা প্রেম?

Last Updated:

এই সময়টা বেশিরভাগ কিশোর-কিশোরীই দুমদাম প্রেমে পড়ে যান ৷ টুকটাক ব্রেকআপ হতেই থাকে ৷

#কলকাতা: সাইকোলজিস্টরা বলে থাকেন, প্রেম ব্যাপারটা ভারী অদ্ভুত ৷ বয়ঃসন্ধিতে হঠাৎ করেই মনের মধ্যে তোলপাড়, কাউকে জবরদস্ত ভালোলাগা শুরু ৷ তারপর বুক ঢিপ ঢিপ ! রাতে ঘুম উড়ে, শুধুই হাঁসফাঁস ৷ সব সময়ই মন কেমন করা ৷ এই সময়টা বেশিরভাগ কিশোর-কিশোরীই দুমদাম প্রেমে পড়ে যান ৷ টুকটাক ব্রেকআপ হতেই থাকে ৷ এর থেকে অনেক সময়ই অবসাদ মনকে ঘিরে ফেলে ৷
ছোটবেলার প্রেম--
‘তখন আমার ক্লাস ৯ ৷ সে তখন আমাদের স্কুলে ট্রেনি টিচার হয়ে এসেছিল ৷ খুব সু-পুরুষ ছিল ৷ আমি হঠাৎ করেই অঙ্কের প্রতি মন বসিয়ে ফেলি ৷ অঙ্ক করাটা ভাল লাগতে শুরু করে ৷ তারপর কলেজের সময়ই আমি একজন প্রফেসারের প্রেমে পড়ে যাই ৷ এমনকী, তাঁকে নিয়ে সংসার বাঁধার স্বপ্নও দেখে ফেলি ৷ দুটো ক্ষেত্রেই এই আকর্ষণ ছিল শারীরিক!’-মীনা, সাংবাদিক, দিল্লি
advertisement
‘আমার বাবা, আমার মায়ের ওপর শারীরিক নির্যাতন করত ৷ সেই কারণেই আমি ছেলেদের থেকে দূরেই থাকতাম ৷ তারপর একজন পুরুষের সঙ্গে আলাপ হয় ৷ দীর্ঘদিন ফোনে কথা হতে থাকে ৷ তারপর একদিন আমরা দেখা করি ৷ প্রথম দেখাতেই আমাকে সে চুমু খেয়ে নেয় ৷ এই ঘটনার পর সে আমার সঙ্গে আর যোগাযোগ রাখেনি ৷’-- পূজা, শিক্ষিকা, নয়ডা
advertisement
advertisement
ওপরের এই দুটি ঘটনা খুবই পরিচিত৷ এরকম ঘটনা ঘটেই থাকে অনেকের সামনে ৷ বহুক্ষেত্রেই দেখা গিয়েছে, এই ধরণের ঘটনা অবসাদ এনে দেয় ৷ বিশেষজ্ঞরা বলছেন, যৌবন বয়সে অনেক সময়ই আমরা কিছু না ভেবে নানা ধরনের জিনিসের সঙ্গ আসক্ত হয়ে পড়ি ৷ আর অনেক সময়ই মনে করি এটা প্রেম ! বিশেষজ্ঞরা বলছেন, ভালোলাগা ও ভালোবাসা সর্বপরি প্রেম কিন্তু এক নয় ! এক্ষেত্রে সময় নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে ৷
advertisement
কুছ কুছ হোতা হ্যায়
এদেশে যৌনতা ব্যাপারটা এখনও একটা বড় ট্যাবু ৷ যৌনতা ব্যাপারটাকে গোপন রাখতেই সবাই স্বচ্ছন্দ্য ৷ আর এই গোপন রাখার কারণেই অনেক সময়ই ভুল পদক্ষেপ নিয়ে ফেলে বেশিরভাগ কিশোর-কিশোরীরা ৷
‘আমার বয়স তখন ১৩ ৷ যৌনতা সম্পর্কে আমার জ্ঞান ছিল খুব সীমিত ৷ কিছুটা জানতাম বন্ধুদের থেকে, কিছুটা জানতাম যৌনতামূলক সস্তার বই পড়ে ৷ পাশের বাড়ির একটা মেয়েকে আমার বেশ ভালো লাগত ৷ একদিন একটা চিঠি ও উপহার দিয়ে আমার ঘরে আসতে বলি মেয়েটিকে ৷ মেয়েটা জানায়, বাবা আমাদের সম্পর্ক মানবে না ! তাহলে কী মেয়েটার এই না বলার মধ্যেই হ্যাঁ ছিল?’--অসীম, অ্যানিমেটর, নাসিক
advertisement
ভালোবাসা বিষয়টা এখনও অনেক পরিবারের কাছে গ্রহণযোগ্য নয় ৷ আর এই কারণেই ছোটবেলার প্রেম, অনেক সময়ই অপূর্ণ হয়ে থেকে যায় ৷ এরপর যৌবনে ফের প্রেমে পড়া, শারীরিক সম্পর্কের ইচ্ছে প্রকাশ ৷ কিন্তু বেশিরভাগ সময়ই এই ইচ্ছেগুলো গোপন থেকে যায় মনের ভিতর ৷
জামানা হ্যায় দুশমন মহব্বত কা
এদেশে টিএজ প্রেমটা এখনও গ্রহণযোগ্য নয় ৷ যেহেতু যৌনতা ব্যাপারটা এখনও এদেশে ট্যাবু, তাই সেটা আটকাতেই অল্প বয়সের প্রেমকে গ্রহণ করে না বেশিরভাগ পরিবারই ৷ আর যার থেকেই অল্প বয়সেই তৈরি হয় অবসাদ ৷ আর এই অবসাদের সঙ্গে যুঝতে গিয়েই অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে ফেলে কিশোর-কিশোরীরা ৷
advertisement
আইডেন্টিটি ক্রাইসিস-
অল্প বয়সে এই সমস্যার সম্নুখীন হয় বহু কিশোর-কিশোরীরাই ৷ সবার নজরে পড়ার জন্য নিজেকে অন্যের মতো করে তৈরি করতে চাওয়ার এক তীব্র আকাঙ্খা ৷
রোমান্টিক ক্রাশ-
কাউকে গোপনে গোপনে ভালোবাসা ৷ প্রত্যাখানের ভয় থেকে মনের মধ্যেই লুকিয়ে রাখা সেই ভালোবাসা ৷
সেলিব্রিটি ক্রাশ-
ফিল্মি তারকা বা সেলিব্রিটিদের প্রেমে বুঁদ হয়ে থাকা ৷ যা কিনা রিয়েল ওয়ার্ল্ড থেকে এক ফ্যান্টাসিতে নিয়ে যায় কিশোর-কিশোরীদের ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines day ২০২০: ভালোলাগার বয়স কত হলে, সেটা প্রেম?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement