Market for Cheapest Rate: মাত্র ২০ টাকায় শাড়ি! ৬০ টাকায় লেহঙ্গা! অবিশ্বাস্য কম দামে জামাকাপড় মেলে এই বাজারে!

Last Updated:

Market for Cheapest Rate: যেখানে অত্যন্ত কম দামে মিলবে জামা-জুতো থেকে ব্যাগ-অ্যাকসেসরি। এমনকী জাঙ্ক জুয়েলারির জন্যও স্বর্গ এই সব মার্কেট!

জমজমাট বাজার (ফাইল ছবি)
জমজমাট বাজার (ফাইল ছবি)
উৎসবের মরশুম সামনেই। ফলে জোরকদমে চলছে শপিং। জামাকাপড় থেকে শুরু করে মানানসই অ্যাকসেসরি কিংবা ট্রেন্ডি জুতোও থাকে শপিংয়ের তালিকায়। তবে আজ আমরা শপিংপ্রেমীদের জন্য কয়েকটি মার্কেটের সন্ধান দেব। যেখানে অত্যন্ত কম দামে মিলবে জামা-জুতো থেকে ব্যাগ-অ্যাকসেসরি। এমনকী জাঙ্ক জুয়েলারির জন্যও স্বর্গ এই সব মার্কেট! যদিও এই প্রতিটি মার্কেট রয়েছে দিল্লিতে। যাইহোক, দেখে নেওয়া যাক সেই তালিকা।
লক্ষ্মীনগরের মঙ্গল বাজার:
দিল্লির লক্ষ্মীনগরের মঙ্গল বাজার বেশ বিখ্যাত। জামাকাপড়, গয়না, জুতো – এই সমস্ত কিছুই পাওয়া যায় এই বাজারে। তবে সংকীর্ণ রাস্তার ভিতর ভিড় সব সময় লেগেই থাকে। খাবারের দোকান এমনকী রেস্তোরাঁও রয়েছে এই বাজারে। উৎসবের মরশুমে তো ঝলমলিয়ে ওঠে মঙ্গল বাজার!
advertisement
ঘোড়া মান্ডি:
advertisement
রাতের বেলায় পশ্চিম দিল্লির রঘুবীর নগরে বসে ঘোড়া মান্ডি বাজার। সবথেকে বড় কথা হল, খুবই সস্তায় এখানে জামাকাপড় মেলে। ফলে দেশ-বিদেশের ক্রেতারা পাইকারি দামে জামাকাপড় কিনতে আসেন এই বাজারে।
বুধ বাজার:
দিল্লির পূর্ব অংশের মান্দাওয়ালি এলাকায় বসে বুধ বাজার। এথনিক জামাকাপড়, হ্যান্ডব্যাগ, বোহো অ্যাকসেসরি, জুতো – এই সব কিছুই পাওয়া যাবে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। রয়েছে খাবারের দোকানও। যেখানে চেখে দেখা যাবে ভারতীয় খাবার।
advertisement
পাহাড়গঞ্জ মার্কেট:
নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের খুব কাছেই রয়েছে পাহাড়গঞ্জ নাইট মার্কেট। রঙিন ভারতীয় সারঙ্গ, স্কার্ফ, জাঙ্ক জ্যুয়েলারি, ল্যুজ-ফিট প্যান্ট, বই, কোয়ার্কি ডিজাইনের ব্যাগের দুর্দান্ত কালেকশন রয়েছে এখানে। আর প্রতিটি জিনিসই ভীষণ সস্তা। আর পাহাড়গঞ্জ মার্কেটের কাছেই রয়েছে কাফে এবং রেস্তোরাঁ।
চোর বাজার:
শপিংয়ের জন্য সেরা চোর বাজারও। পুরনো দিল্লির এই বাজারে চোরাই পণ্যের পাশাপাশি মিলবে নতুন পণ্যও। কম দামে নানা জিনিস পাওয়া যাবে। এর মধ্যে অন্যতম হল বই, জামাকাপড়, ক্যামেরা, মোবাইল ফোন ও অ্যাকসেসরি, জিম ও স্পোর্টস ইক্যুইপমেন্ট, স্টেশনারি, ব্যাগ-ওয়ালেট, জুতো, অ্যান্টিক দ্রব্য ইত্যাদি। সারাদিন গ্রাহকদের শোরগোলে সরগরম থাকে এই চোর বাজার।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Market for Cheapest Rate: মাত্র ২০ টাকায় শাড়ি! ৬০ টাকায় লেহঙ্গা! অবিশ্বাস্য কম দামে জামাকাপড় মেলে এই বাজারে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement