North Bengal: চরম গরমেও পাহাড়ি 'এই' গ্রাম থাকে 'সুপারকুল', ৪ দিনের ছুটিতে ডেস্টিনেশন 'মেঘ পিয়নের দেশ', রইল ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
North Bengal Trip: কার্শিয়ংয়ের একটি অপরূপ সুন্দরী ছোট্ট পাহাড়ি গ্রাম চিমনি। দার্জিলিংয়ের কাছেই রয়েছে কোলাহল মুক্ত এই নৈসর্গিক গ্রামটি। এই গ্রামে এলেই মুক্ত খোলা আকাশে মেঘের ভেলায় ভাসতে ভাসতে সবুজে ঘেরা প্রকৃতি আকাশ ছোঁয়া পাইন বনের মাঝে হারিয়ে যাবেন আপনি।
দার্জিলিং: কার্শিয়ংয়ের একটি অপরূপ সুন্দরী ছোট্ট পাহাড়ি গ্রাম চিমনি। দার্জিলিংয়ের কাছেই রয়েছে কোলাহল মুক্ত এই নৈসর্গিক গ্রামটি। এই গ্রামে এলেই মুক্ত খোলা আকাশে মেঘের ভেলায় ভাসতে ভাসতে সবুজে ঘেরা প্রকৃতি আকাশ ছোঁয়া পাইন বনের মাঝে হারিয়ে যাবেন আপনি। এই গ্রামে এলেই মনের সঙ্গে প্রকৃতির এক মেলবন্ধন ঘটবে। একদিকে যেমন প্রকৃতির হাতছানি, অন্যদিকে নানা অজানা ইতিহাস সব মিলেমিশে একাকার হয়ে রয়েছে এই গ্রামের মাটিতে।
অনেকের কাছে এই গ্রাম মেঘের দেশ হিসেবেও পরিচিত। তবে এই গ্রামের মূল আকর্ষণ ব্রিটিশদের হাতের তৈরি ২৪ ফুট উচ্চতা বিশিষ্ট এক বিশালাকার লাল রঙের চিমনি। কার্শিয়াং থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনমুগ্ধ করা এই চিমনি পাহাড়, এই গ্রামে প্রবেশের পথেই চারিদিকে আকাশ ছোঁয়া পাইন গাছ দু-হাত দিয়ে স্বাগত জানাবে আপনাকে এরপর গ্রামে ঢুকতে ঢুকতেই মেঘেদের লুকোচুরি খেলা মন মুগ্ধ করবে আপনার।
advertisement
আরও পড়ুনঃ এটিই ক্যানসারের ‘প্রথম’ লক্ষণ…! শরীরে নতুন ‘এই’ উপসর্গ দেখলে আজই সাবধান, শরীরে বাসা বাঁধছে প্রাণঘাতী কর্কটরোগ
তবে জানেন কি এই গ্রামের নাম ‘চিমনি’ কেন? ৭,১৫০ ফিট উচ্চতায় অবস্থিত চিমনি গ্রামে ব্রিটিশদের তৈরি একটি চিমনি রয়েছে। যেটা তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। শোনা যায়, সেই সময় দার্জিলিং যাওয়ার জন্য এই চিমনি গ্রামের রাস্তা ধরতেন ব্রিটিশরা। রাত কাটাতেন এই গ্রামেই। অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই চিমনি তৈরি করা হয়েছিল। প্রায় ১০০ বছরেরও পুরনো এই চিমনি বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাতে শরীরে ঘটা ‘এই’ ছোট ছোট ‘সাধারণ’ লক্ষণই জানায় ‘পচছে’ লিভার…! আপনার কোনওটি নেই তো? আজই মিলিয়ে দেখুন
চিমনি কেন্দ্র করে গড়ে উঠেছে ‘চিমনি হেরিটেজ গার্ডেন’। প্রতিনিয়ত প্রচুর পর্যটক ভিড় জমাচ্ছে নিরিবিলি এই পাহাড়ি গ্রামে। বর্তমানে পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু এই চিমনি পাহাড়ে গড়ে উঠেছে একাধিক হোমস্টে। এ প্রসঙ্গে গ্রামের এক স্থানীয় বাসিন্দা দীপেন থাপা বলেন, এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরি মন মুগ্ধ করে পর্যটকদের। ব্রিটিশ আমলে ব্রিটিশরা দার্জিলিং যাওয়ার পথে ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে এই চিমনিতেই রাত্রিযাপন করতেন। বর্তমানে একশ বছরের পুরনো সেই চিমনিকে দেখতে এখনও ভিড় জমায় পর্যটকরা।
advertisement
চারিদিকে সারি সারি পাহাড় আকাশছোঁয়া পাইনবন রং-বেরঙের নাম না জানা পাখিদের ডাক, মেঘেদের ভেলা যেন সব ভুলিয়ে আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এই গ্রামে একবার আসলেই আর ফেরত যেতে মন চাইবে না। তবে শীতের ছুটিতে সুযোগ পেলে আপনিও ঘুরে আসুন মন মুগ্ধ করা প্রকৃতি এবং ইতিহাসের মেলবন্ধনে গড়ে ওঠা পাহাড়ি ছোট্ট গ্রাম চিমনি থেকে।
advertisement
সুজয় ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2025 8:36 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal: চরম গরমেও পাহাড়ি 'এই' গ্রাম থাকে 'সুপারকুল', ৪ দিনের ছুটিতে ডেস্টিনেশন 'মেঘ পিয়নের দেশ', রইল ঠিকানা